eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

সুপার_সাইক্লোন-২১

1) জলজ শামুক,ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
ক.কার্বনেট***
খ.সালফেট
গ. নাইট্রেট
ঘ. কোনটিই নয়
2) কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয়?
ক. নাইট্রোজেন
খ.কার্বন-ডাই-অক্সাইড***
গ. হাইড্রোজেন
ঘ. অক্সিজেন
3) পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেনকে?
ক. নিকোলাস অটো***
খ. জেমস ওয়াটসন
গ. ম্যাইম্যান
ঘ. কোনটিই নয়
4) '৬৭-পি’ কী ?
ক. ড্রোন
খ. যুদ্ধ বিমান
গ. ধূমকেতু***
ঘ.কোনটিই নয়
5) আলো সাতটি বর্ণের সমষ্টি “এটি প্রমাণ করেন কে?
ক. গ্যালিলও
খ. কোপার্নিকাস
গ. প্ল্যাঙ্ক
ঘ.আইজ্যাক নিউটন***
6) পানিতে দ্রবনীয় ভিটামিন কি?
ক,ভিটামিন বি***
খ. সি ****
গ. ডি
ঘ. এ
7) মিষ্টি আলু কী?
ক. প্রোটিন
খ. স্নেহ
গ.স্বেতসার জাতীয় খাদ্য***
ঘ.উপরের সবগুলোই
৮।রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কিসে?
ক. গলগন্ড রোগে****
খ. কন্সারে
গ. চিকুনগুনিয়ায়
ঘ. এইডসে
9) গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী?
ক. ব্যারোমিটার
খ. ম্যানোমিটার ****
গ. প্যাসকেল মিটার
ঘ.কোনটিই নয়
10) সুপার নোভা’ আসলে কী?
ক.মৃত তারকা***
খ.জীবিক তারকা
গ. পালসার
ঘ, মহাবিস্ফোরণ
11) উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় ?
ক, ফ্রুকটোজ
খ.ল্যাকটোজ
গ.ফ্যাটি এসিড ও গ্লিসারল***
ঘ. অ্যামাইনো এসিড
12) লেখার চক কী দিয়ে তৈরি?
ক.ক্যালসিয়াম সালফেট***
খ.ক্যালসিয়াম কার্বনেট
গ. ক্যালসিয়াম নাইট্রেট
ঘ.ক্যালসিয়াম থায়ো সালফেট
13) রেকটিফাইড স্পিরিট কী?
ক.৩০-৪০% মিথান্যাল
খ.৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি****
গ.৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে
ঘ. ৩ ভাগ নাইট্রিক এসিড ও ১ ভাগ হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
14) ভিনেগার কাকে বলে?
ক.৩০-৪০% মিথান্যাল
খ.:৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি
গ.৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে****
ঘ. ৩ ভাগ নাইট্রিক এসিড ও ১ ভাগ হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
15) অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে?
ক.৩০-৪০% মিথান্যাল
খ.:৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি
গ.৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে
ঘ. ৩ ভাগ নাইট্রিক এসিড ও ১ ভাগ হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ ***
16) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
ক. ০.১৫-১.৫%****
খ. ২.১৫-৩.৫%
গ. ১.৫-২%
ঘ. কোনটিই নয়
17) ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মেশাতে হয়?
ক. কপার
খ. অ্যালুমিনিয়াম
গ.কার্বন***
ঘ. জিঙ্ক
18) 'উড স্পিরিট’ কী?
ক. ইথানল
খ.মিথাইল অ্যালকোহল***
গ. প্রোপানল
ঘ. বিউটানল
19) সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি?
ক. হিলিয়াম
খ. লিথিয়াম
গ. আর্গন
ঘ.রেডন***
20) সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
ক. হিলিয়াম
খ. লিথিয়াম***
গ. আর্গন
ঘ.রেডন
21. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক. ৪        
খ. ৯*       
গ. ১২          
ঘ. ১৬ 
22. দুটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়?
ক. ২টি*      
খ. ১টি     
গ. ৩টি    
ঘ. ৪টি 
23. কোনো বৃত্তের ব্যাসার্ধ ১০% কমলে, এর ক্ষেত্রফল  শতকরা কত কমবে?
ক. ২২%      
খ. ১৮%     
গ. ২০%     
ঘ. ১৯%*
24. একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০ হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত?

ক. ২০০ ডিগ্রি     
খ. ৬০ ডিগ্রি      
গ. ৮০ ডিগ্রি          
ঘ. ৫০ ডিগ্রি*
25. ABCD একটি বৃত্তস্থঃ চতুর্ভুজ। এর <A + <C = ১৮০ডিগ্রি , এবং <B = ৮০ডিগ্রি, <D = কত?

ক. ৯০ডিগ্রি      
খ. ৯৫ডিগ্রি       
গ. ৮৫ডিগ্রি     
ঘ. ১০০ডিগ্রি *
26. কোন বৃত্তের কেন্দ্র হতে কোন জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জ্যা এর অর্ধেক হতে ২ সেন্টিমিটার কম। বৃত্তের ব্যাসার্ধ ১০ সেন্টিমিটার হলে জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার?
ক. ৪    
খ. ৮      
গ. ১০     
ঘ. ১৬*   
27. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
ক. ৩০০ ডিগ্রি     
খ. ৫৪০ ডিগ্রি*      
গ. ২৭০ ডিগ্রি          
ঘ. ৩৬০ ডিগ্রি
28. একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. হলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?
ক. ২পাই        
খ. ৪পাই      
গ. ৮পাই*        
ঘ. কোনটিই নয়।
29.  দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্পর্শ করেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ  ৫ সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব ১২ সেমি হলে অপর বৃত্তের ব্যাস কত সেমি?   
   
ক.১৭        
খ.৭        
গ.১০       
ঘ. ১৪ সেমি*
30. একটি বৃত্তের ব্যাসার্ধ  ৫ সেমি। কেন্দ্র থেকে  ৩ সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
ক.৬সেমি       
খ. ৮সেমি*     
গ.৪ সেমি       
ঘ. ১০ সেমি.
31.দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
ক. ১টি  
খ. ২টি  
গ. ৩টি  
ঘ. অসংখ্য*
32.O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক। <AOB = ৬০ডিগ্রি হলে  হলে <ABO = কত?
ক. ৩০ডিগ্রি*
খ.৪০ ডিগ্রি     
গ. ৪৫ডিগ্রি 
ঘ. ৬০ডিগ্রি   
33. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল-
ক. ৫০ বর্গ সেমি
খ. ৪০ বর্গ সেমি.
গ. ২৫ বর্গ সেমি*.
ঘ. কোনটিই নয়
34,ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দু’টির দূরত্ব কত মিটার?
ক. ৪*   
খ. ৫   
গ. ৬   
ঘ. ৭  
35.সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা- -
ক. বৃহত্তর*    
খ. ক্ষুদ্রতর    
গ. সমান     
ঘ. কোনটিই নয়
36.একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  
ক.৪২    
খ.৪১*    
ঘ.৪৭   
ঘ.৪৫
37.একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভূজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
ক. ৪ 
খ. ৩ 
গ. ৬ 
ঘ. ৫*
38.সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ১৫ ও ৮ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
ক. ১২ সেমি      
খ. ১৩ সেমি         
গ. ১৭ সেমি*          
ঘ. ৫ সে
39.কোনো সমাকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সেমি এবং পরিসীমা ৩০ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
ক. ২৪     
খ. ২৭     
গ. ২৮    
ঘ. ৩০*
40.সমকোণী ত্রিভুজের সমকোণের  বিপরীত একটি কোণ ৫০ ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি?
ক. ২০    
খ. ৩০        
গ. ৪০*       
ঘ. ৫০
41.What is catastrophe?
a. The comic and tragic end of the play
b. None of the above
c. The comical end of dramatic events
d. The tragic end of dramatic events***
42. 'Limerick' means ----
a. a form of light verse***
b. a form of one act play
c. a kind of short narrative pome
d. love pome.
43. Chose the right answer: Chaucer is the representative poet of ________
a.17 th century
b. 14 th century***
c. 16 th century
d. 18 th century
44. Who translated the Bible into English for the first time?
a. Nicolas Udall
b. Thames   Norton
c. John Wycliffe***
d. Edmund Spenser
55. When was the English Parliament established?
a.in 1295***
b. in 1395
c. in 1259
d. in 1296
46. Thomas Malory wrote ____
a. Ulysses
b.  Morte D' Arthur***
c. Pamela
d. The Book of Piers
47. William Langland wrote____
a. Canterbury Tales
b. Thomas Plowman
c. Piers plowman***
d. The maid’s Tragedy
48. The period from AD 1066 to 1500 is   known   as______
a. The old English Period
b. The Middle English Period***
c. The Angola - Saxon   period English Period
d. The Victorian Period
49. Who was the earliest English poet?
a. Caedmon***
b.  Cynewulf
c. Venerable Bade
d. Chaucer
50,Who wrote "Juliana"   ?
a. Venerable Bade
b. King Alfred
c. Cynewulf***
d. Caedmon
51..Who established English printing press in 1476 in Landon?
a. Vasco Da Gama
b. Christopher Columbus
c. William Caxton***
d. Copern
52.In what year Geoffrey Chaucer died?
a. 1400 AD***
b. 1630 AD
c. 1580 AD
d.1616 AD
53.The Book of the Duchess"
a. William Words Worth
b. Geoffrey Chaucer***
c. Shelley
d. Shakespeare
54. Who is the father of Modern English Poetry?
a. Cynewulf
b. Geoffrey Chaucer***
c. Robert Browning
d. None of the above
55.Who was the considered the "Author of the Christ"?
a. Cynewulf***
b. Caedmon
c. Francis Bacon
d. J. Chaucer
56."Ecclesiastical History of the people "venerable Bade was written in______
a. English
b. Latin***
c. Greek
d. Roman
57. John Wycliffe was born in the year_______
a. 1320 AD***
b. 1420 AD
c. 1540 AD
d. 1384 AD
58.Who wrote "Troilus and Criseyde"?
a. William Langland
b. Geoffrey Chaucer***
c. John Wycliffe
d.  John Gower
59.The Range of Barren age ______
a. 1558-1603
b. 1603-1700
c. 1900-1960
d. 1400-1485***
60. "Beowulf" is ____
a. an epic poem ***
b. a novel
c. an elegy
d. a burlesque
৬১) সমাচার দর্পন প্রকাশকাল ও সম্পাদকের নাম কী?
ক) ১৮১৮ জে.সি. মার্শম্যান ****
খ) ১৮১৮ রাজা রামমোহন রায়
গ) ১৮১৮ গঙ্গাকিশোর ভট্রাচার্য
ঘ) ১৭৮০ জেমস অগাস্টস হিকি
৬২) সম্বাদ কৌমুদী প্রকাশকাল ও সম্পাদকের নাম কী? ক) ১৮১৮ জে.সি. মার্শম্যান
খ) ১৮১৮ রাজা রামমোহন রায়*****
গ) ১৮১৮ গঙ্গাকিশোর ভট্রাচার্য
ঘ) ১৭৮০ জেমস অগাস্টস হিকি
৬৩) বাঙ্গাল গেজেট প্রকাশকাল ও সম্পাদকের নাম কী?
ক) ১৮১৮ জে.সি. মার্শম্যান
খ) ১৮১৮ রাজা রামমোহন রায়
গ) ১৮১৮ গঙ্গাকিশোর ভট্রাচার্য ****
ঘ) ১৭৮০ জেমস অগাস্টস হিকি
৬৪) বেঙ্গল গেজেটেড প্রকাশকাল ও সম্পাদকের নাম কী?
ক) ১৮১৮ জে.সি. মার্শম্যান
খ) ১৮১৮ রাজা রামমোহন রায়
গ) ১৮১৮ গঙ্গাকিশোর ভট্রাচার্য
ঘ) ১৭৮০ জেমস অগাস্টস হিকি****
৬৫) দিগদর্শন প্রকাশকাল ও সম্পাদকের নাম কী?
ক) ১৮১৮ জে.সি. মার্শম্যান ****
খ) ১৮১৮ রাজা রামমোহন রায়
গ) ১৮১৮ গঙ্গাকিশোর ভট্রাচার্য
ঘ) ১৭৮০ জেমস অগাস্টস হিকি
৬৬.ব্রাহ্মণ প্রকাশকাল ও সম্পাদকের নাম কী?
ক.১৮২১ রাজা রামমোহন রায়***
খ. ১৮১৮, হিকি
গ.১৮১৮ মার্শ ম্যান
ঘ. কোনটিই নয়
৬৭) সমাচার চন্দ্রিকা প্রকাশকাল ও সম্পাদকের নাম কী?
ক. রামমোহন রায়.১৮২১
খ.১৮২২ ভবানীচরণ বন্দ্যোপাধ্যয়***
গ. ১৮২২. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. কোনটিই নয়
৬৮) বঙ্গদূত প্রকাশকাল ও সম্পাদকের নাম কী?
ক. ১৮২৩, শেখ আব্দুর রহিম
খ. ১৮২৯, রবীন্দ্র নাথ
গ.১৮২৯ নীলমনি হালদার****
ঘ. কোনটিই নয়
৬৯) সংবাদ প্রভাকর প্রকাশকাল ও সম্পাদকের নাম কী?
ক.১৮৩১ ঈশ্বরচন্দ্র গুপ্ত****
খ.রামমোহন রায়.১৮২১
গ.১৮২২ ভবানীচরণ বন্দ্যোপাধ্যয়
ঘ.১৮২৯ নীলমনি হালদার
৭০.সমাচার সভারাজেন্দ্র প্রকাশকাল ও সম্পাদকের নাম কী?
১৮৩১ শেখ আলীমুল্লাহ****
খ.রামমোহন রায়.১৮২১
গ.১৮২২ ভবানীচরণ বন্দ্যোপাধ্যয়
ঘ.১৮২৯ নীলমনি হালদার
71,অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়- এ প্রবাদটির রচয়িতা কে?
ক) মুকুন্দরাম****
খ) মধুসূদন দত্ত
গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ) মদনমোহন তর্কালঙ্কারের।
72.হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমন এই কবিতাংশটুকু কোন কবি কে??
ক) মুকুন্দরাম
খ) মধুসূদন দত্ত****
গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ) মদনমোহন তর্কালঙ্কারের।
73.আমার সন্তান যেন থাকে দুধে ভাতে - উক্তি কোন গ্রন্থের?
ক) অন্নদামঙ্গল কাব্য****
খ) চন্ডিমঙ্গল কাব্য
গ) শিবমঙ্গল কাব্য
ঘ) কোনটাই না
74.যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি এপংতির রচয়িতা কে?
ক) মুকুন্দরাম
খ) মধুসূদন দত্ত
গ) কৃষ্ণচন্দ্র মজুমদার***
ঘ) মদনমোহন তর্কালঙ্কারের।
75.পাখি সব করে রব রাতি পোহাইল।”- কার লেখা?
ক) মুকুন্দরাম
খ) মধুসূদন দত্ত
গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ) মদনমোহন তর্কালঙ্কারের।****
76. সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি। -কোন কবির উক্তি?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর।*****
খ. কাজী নজরুল ইসলাম
গ. আব্দুল হাকিম
ঘ. মাইকেল মধুসূদন
77.স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে- কার রচয়িতার অংশ?
ক.রঙ্গলাল মুখপাধ্যায়।****
খ. কাজী নজরুল ইসলাম
গ. আব্দুল হাকিম
ঘ. মাইকেল মধুসূদন
78.চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কার রচনা?
ক.ফজলল করিম
খ.কৃষ্ণচন্দ্র মজুমদার।****
গ. মদনমোহন তর্কালঙ্কার
ঘ. কোনটিই নয়
79.তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। নজরুলের কোন কবিতার অংশ?
ক. নারী
খ. খেয়া পারের তরনী
গ.বাতায়ন পাশে গুবাক তরুর সারি।****
ঘ. সিন্দু হিন্দোল
80.কোথায় স্বর্গ কোথায় নরক- পংক্তির রচয়িতা?
ক.ফজলল করিম ***
খ.কৃষ্ণচন্দ্র মজুমদার।
গ. মদনমোহন তর্কালঙ্কার
ঘ. কোনটিই নয়
81.সংবিধান সংশোধনের বিধান রয়েছে কত নং অনুচ্ছেদে?
ক.১৪২***
খ. ১৫৩
গ.১৩৭
ঘ.১১৮
82.বাংলাদেশে অস্থায়ী সংবিধান আদেশ জারি হয় কবে?
ক.২৩মার্চ,১৯৭২
খ.১১জানু,১৯৭২***
গ.১০ জানু, ১৯৯২
ঘ. ১২ মার্চ,১৯৭২
83. বঙ্গবন্ধু গণপরিষদ আদেশ জারি করেন কবে?
ক.২৩মার্চ,১৯৭২***
খ.১১জানু,১৯৭২
গ.১০ জানু, ১৯৯২
ঘ. ১২ মার্চ,১৯৭২
84. স্বাধীনতার ঘোষণাপত্র কত তফসিলে অন্তর্ভুক্ত করা হয়?
ক. দ্বিতীয়
খ. ৬ষ্ঠ***
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
85.মন্ত্রী হবার সর্বনিম্ন বয়সসীমা কত?
ক. ১৮
খ.৩৫
গ. ২৫***
ঘ.৩০
86.সংবিধান প্রনয়ন কমিটি গঠিত হয় কবে?
ক. ১0 এপ্রিল, ১৯৭১
খ. ১১ এপ্রিল, ১৯৭১***
গ. ৯ এপ্রিল, ১৯৭০
ঘ. ৯মার্চ, ১৯৭০
87. সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধান-কে বলেছেন?
ক. সক্রেটিস
খ. এরিস্টটল***
গ. প্লেটো
ঘ. জঁ-জাক রুসো
88.সংবিধান দিবস পালিত হয় কবে?
ক. ৭ মার্চ
খ. ৪ নভেম্বর***
গ. ১৭ এপ্রিল
ঘ. ২৬ মার্চ
89.হস্তলিখিত সংবিধান কত পৃষ্ঠার ছিলো?
ক.৮০  পাতার
খ. ৯২ পাতার
গ. ৯৩ পাতার***
ঘ. ১০২পাতার
90. বাংলাদেশের সংবিধানে কয় ধরনের মালিকানার কথা বলা আছে?
ক. ৩ ধরনের***
খ. ৪ ধরনের
গ. ৫ ধরনের
ঘ. ২ ধরনের
91.রাস্ট্রভাষা বাংলা কত অনুচ্ছেদে বলা আছে?
ক. ৩***
খ. ২
গ. ৪
ঘ. ৭
92.গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা বলা আছে কত অনুচ্ছেদে?
ক.১৭ অনুচ্ছেদে
খ. ১৯ অনুচ্ছেদে
গ. ১৩ অনুচ্ছেদে
ঘ. ১৬ অনুচ্ছেদে***
93.নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?
ক. ২৫ অনুচ্ছেদে
খ. ১৩ অনুচ্ছেদে
গ. ২১ অনুচ্ছেদে***
ঘ. ২৪ অনুচ্ছেদে
94.আইনের দৃষ্টিতে সমতা বলা আছে কত অনুচ্ছেদে?
ক. ৩৩ অনুচ্ছেদে
খ. ২৭ অনুচ্ছেদে***
গ. ৩৭ অনুচ্ছেদে
ঘ. ২৯ অনুচ্ছেদে
95আইন শৃঙ্গলার বাহিনীর দায়মুক্তির কথা বলা আছে কত অনুচ্ছেদে?
ক. ৪৬ অনুচ্ছেদে***
খ. ৪৭ অনুচ্ছেদে
গ. ৪৫ অনুচ্ছেদে
ঘ. ২৮ অনুচ্ছেদে
96, সম্পত্তির অধিকার সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?
ক. ৪০ অনুচ্ছেদে
খ. ৪২ অনুচ্ছেদে***
গ. ৪৩ অনুচ্ছেদে
ঘ. ৪৪ অনুচ্ছেদে
97. আইন প্রনয়ন সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?
ক. ৮০ অনুচ্ছেদে***
খ. ৮৬ অনুচ্ছেদে
গ. ৮২ অনুচ্ছেদে
ঘ. ৬৫ অনুচ্ছেদে
98.অধ্যাদেশ প্রনয়ন সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?
ক. ৯২ অনুচ্ছেদে
খ. ৮৯ অনুচ্ছেদে
গ. ৯১ অনুচ্ছেদে
ঘ. ৯৩ অনুচ্ছেদে***
99.সমাবেশ করার স্বাধীনতা সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?
ক. ৩৬ অনুচ্ছেদে
খ. ৩৭ অনুচ্ছেদে***
গ. ৩৮ অনুচ্ছেদে
ঘ. ৩৮ অনুচ্ছেদে
100.জরুরি অবস্থা এবং আইনের ব্যাখ্যা সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?
ক. ১৪২ ও ১৫২ অনুচ্ছেদে
খ. ১৪২ ও ১৫৩ অনুচ্ছেদে
গ. ১৪২ ও ১৩৭ অনুচ্ছেদে
ঘ. ১৪১ ও ১৫২ অনুচ্ছেদে***

No comments:

Post a Comment