রবীন্দ্রনাথের রচিত মোট বাংলা কাব্যগ্রন্থ - 56টি
রবীন্দ্রনাথের লিখিত প্রথম কাব্য গ্রন্থ _"বনফুল" (1876 খ্রি, 15বছর বয়সে লিখিত, গ্রন্থ আকারে প্রকাশিত 1880)
প্রথম কাব্যগ্রন্থাকারে প্রকাশিত কাব্যগ্রন্থ- কবি কাহিনী(1876) ।
রবীন্দ্রনাথের সর্বাপেক্ষা আলোচিত কবিতা" নির্ঝরের স্বপ্নভঙ্গ "।
শেষ কাব্যগ্রন্থ যার নামকরণ তিনি নিজে করতে পারেন নি - শেষ লেখা (1941)
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ -Song Offering ,1912 লন্ডনে প্রকাশিত॥
(বি.দ্র: রবীন্দ্রনাথ -Song Offering এর জন্য 1913 সালে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পান ! Song Offering -এর ভূমিকা লেখেন এবং সম্পাদনা করেন - ইংরেজ কবি W.B Yeats.)
গীতাঞ্জলি কাব্যর জন্যে রবীন্দ্রনাথ সর্বাধিক পরিচিত এবং এতে 157টি গান ও কবিতা রয়েছে !
গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইতালিয় ভাষায় অনুবাদ করেন - ফাদার মারিনো রিগান ।
রবীন্দ্রনাথের প্রথম স্বাক্ষরিত কবিতা -"হিন্দু মেলার উপহার" (1875)
রবীন্দ্রনাথের "তীর্থযাত্রী" কবিতা টি -T.S Eliot এর Journey of the Magei-এর অনুবাদ ।
/
ফারসি দার্শনিক বার্গাসের তত্ত্বপ্রয়োগে রচিত রবীন্দ্র কাব্য -বলাকা
চেষ্টারটনের গল্প শুনে ব্রজবুলি ঢঙে রচিত রবীন্দ্র কাব্য - ভানুসিংহের পদাবলী ।
রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ কাব্য সংকলন এর নাম - সঞ্চয়িতা ।
আর্জেন্টিনার মহিলা কবি ভিক্টোরিয়া ওকাম্পো (কবিগুরু যার নাম "বিজয়া") কে তার "পূরবী" কাব্যটি উৎসর্গ করেন ॥
======•
#গল্পে_গল্পে_মনে_রাখুন_রবীন্দ্রনাথ_ঠাকুরের <কাব্যগ্রন্থসমূহ>:
<মানসী>, <চিত্রা>, <ক্ষণিকা> , <শ্যামলী> এই চার বান্ধবী সন্ধ্যা বেলায় (<সন্ধ্যা সঙ্গীত>) <চৈতালি> হাওয়ায় <সোনার তরি>তে ঘুরে বেড়াত। তাদের অন্য বান্ধবীরা <পূরবী>, <কল্পনা>, <কণিকা>, <সেঁজুতি> প্রভাত বেলায় (<প্রভাত সঙ্গীত>) <খেঁয়া>য় চড়ে ঘুরে বেড়াত। মানসী তখন <গীতাঞ্জলি> পড়ত আর কল্পনা তখন পানি থেকে <পত্রপুট> তুলত। সেঁজুতি তার <জন্মদিনে> নৌকা ভ্রমণের আয়োজন করে সঙ্গে তার <নবজাতক> <শিশু> টিকেও নেয়।
রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কাব্য গ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি । এই কাব্যের শেষে লেখা(<শেষ লেখা>) আছে- <প্রান্তিক> মাঠের <বলাকা> ও <বনফুল> <মহুয়া>র <কুড়ি ও কোমল> , <সানাই>র সুরে পুনপুন (<পুনশ্চ>) আমোদিত হয় ॥
রবীন্দ্রনাথ শেষ বেলায় <রোগশয্যা>য় উপনীত হন । সেখান থেকে তিনি আর আরোগ্য লাভ করেন নি । এই হলো হলো তার <কবিকাহিনী>।।।।
No comments:
Post a Comment