eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

★ রবীন্দ্র_কাব্য_স্পে­শালঃ

রবীন্দ্রনাথের রচিত মোট বাংলা কাব্যগ্রন্থ - 56টি
রবীন্দ্রনাথের লিখিত প্রথম কাব্য গ্রন্থ _"বনফুল" (1876 খ্রি, 15বছর বয়সে লিখিত, গ্রন্থ আকারে প্রকাশিত 1880)
প্রথম কাব্যগ্রন্থাকারে প্রকাশিত কাব্যগ্রন্থ- কবি কাহিনী(1876) ।
রবীন্দ্রনাথের সর্বাপেক্ষা আলোচিত কবিতা" নির্ঝরের স্বপ্নভঙ্গ "।
শেষ কাব্যগ্রন্থ যার নামকরণ তিনি নিজে করতে পারেন নি - শেষ লেখা (1941)
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ -Song Offering ,1912 লন্ডনে প্রকাশিত॥
(বি.দ্র: রবীন্দ্রনাথ -Song Offering এর জন্য 1913 সালে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পান ! Song Offering -এর ভূমিকা লেখেন এবং সম্পাদনা করেন - ইংরেজ কবি W.B Yeats.)
গীতাঞ্জলি কাব্যর জন্যে রবীন্দ্রনাথ সর্বাধিক পরিচিত এবং এতে 157টি গান ও কবিতা রয়েছে !
গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইতালিয় ভাষায় অনুবাদ করেন - ফাদার মারিনো রিগান ।
রবীন্দ্রনাথের প্রথম স্বাক্ষরিত কবিতা -"হিন্দু মেলার উপহার" (1875)
রবীন্দ্রনাথের "তীর্থযাত্রী" কবিতা টি -T.S Eliot এর Journey of the Magei-এর অনুবাদ ।
/
ফারসি দার্শনিক বার্গাসের তত্ত্বপ্রয়োগে রচিত রবীন্দ্র কাব্য -বলাকা
চেষ্টারটনের গল্প শুনে ব্রজবুলি ঢঙে রচিত রবীন্দ্র কাব্য - ভানুসিংহের পদাবলী ।
রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ কাব্য সংকলন এর নাম - সঞ্চয়িতা ।
আর্জেন্টিনার মহিলা কবি ভিক্টোরিয়া ওকাম্পো (কবিগুরু যার নাম "বিজয়া") কে তার "পূরবী" কাব্যটি উৎসর্গ করেন ॥

======•

#গল্পে_গল্পে_মনে_রাখ­ুন_রবীন্দ্রনাথ_ঠাকুর­ের <কাব্যগ্রন্থসমূহ>:

<মানসী>, <চিত্রা>, <ক্ষণিকা> , <শ্যামলী> এই চার বান্ধবী সন্ধ্যা বেলায় (<সন্ধ্যা সঙ্গীত>) <চৈতালি> হাওয়ায় <সোনার তরি>তে ঘুরে বেড়াত। তাদের অন্য বান্ধবীরা <পূরবী>, <কল্পনা>, <কণিকা>, <সেঁজুতি> প্রভাত বেলায় (<প্রভাত সঙ্গীত>) <খেঁয়া>য় চড়ে ঘুরে বেড়াত। মানসী তখন <গীতাঞ্জলি> পড়ত আর কল্পনা তখন পানি থেকে <পত্রপুট> তুলত। সেঁজুতি তার <জন্মদিনে> নৌকা ভ্রমণের আয়োজন করে সঙ্গে তার <নবজাতক> <শিশু> টিকেও নেয়।
রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কাব্য গ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি । এই কাব্যের শেষে লেখা(<শেষ লেখা>) আছে- <প্রান্তিক> মাঠের <বলাকা> ও <বনফুল> <মহুয়া>র <কুড়ি ও কোমল> , <সানাই>র সুরে পুনপুন (<পুনশ্চ>) আমোদিত হয় ॥
রবীন্দ্রনাথ শেষ বেলায় <রোগশয্যা>য় উপনীত হন । সেখান থেকে তিনি আর আরোগ্য লাভ করেন নি । এই হলো হলো তার <কবিকাহিনী>।।।।

No comments:

Post a Comment