১. প্রথমে একবার আপনার পিসি বা ল্যাপটপ চালু করে দেখে নিন কোন কী চাপলে BIOS আসে। আর যদি জানা থাকে তাহলে সেই কী প্রেস করলেই হবে।
২. তবে এর আগে আপনার পিসি/ল্যাপটপে উইন্ডোজ এর DVD বা বুটেবল USB লাগিয়ে নিন। কিভাবে Bootable USB তৈরি করতে হয় তা জানতে দেখুন উইন্ডোজ সেটআপ দিতে তৈরি করুন Bootable USB Flash Drive
৩. BIOS Setup Utility আপনার মনিটরে উপস্থিত হবে। কি বোর্ডে Right arrow চেপে Boot লেখা ম্যানিউতে যান। নির্বাচন করুন Boot Device Priority. Enter চাপুন।
৪. Down arrow চেপে আপনার CD/DVD Rom লেখায় এসে আবার Enter চাপুন। তাহলে CD/DVD Rom আপনার ডিফল্ট বুট ডিভাইস বা 1st Boot Device হিসেবে নির্বাচিত হয়ে যাবে।
৫. এবার OK চেপে বের হয়ে আসুন। উইন্ডোজ সেটআপ শুরু হয়ে যাবে। যদি উইন্ডোজ সেটআপ দেয়ার পদ্ধতি জানা না থাকে তাহলে ইউটিউবের এই ভিডিওটি দেখে শিখে নিন।
No comments:
Post a Comment