eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, September 8, 2017

সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কি বলে?

১২১. প্রশ্ন : সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কি বলে?
উত্তর: বৃক্ষ
১২২. প্রশ্ন : ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: পূর্ণাঙ্গ ব্যাঙ
১২৩. প্রশ্ন : মস্তিষ্কের আবরণীর নাম-
উত্তর: মেনিনমেস
১২৪. প্রশ্ন : স্নেহ বা লিপিডের পরিপাক কোথায়
শুরু হয়?
উত্তর: পাকস্থলিতে
১২৫. প্রশ্ন : রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়?
উত্তর: জন্ডিস
১২৬. প্রশ্ন : রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি?
উত্তর: ইনসুলিন
১২৭. প্রশ্ন : ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে?
উত্তর: ফ্ল্যাভি ভাইরাস
১২৮. প্রশ্ন : সালোকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি?
উত্তর: ২২-৩৫
১২৯. প্রশ্ন : জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্যে বিদ্যমান কোনটিতে?
উত্তর: ভাইরাস
১৩০. প্রশ্ন : হেপাটাইটিস B ছড়ায় কিসের মাধ্যমে?
উত্তর: রক্ত
১৩১. প্রশ্ন : তেল খাদক হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তর: ব্যাকটেরিয়া
১৩২. প্রশ্ন : টুন্ডু রোগ হয় কিসের?
উত্তর: গম
১৩৩. প্রশ্ন : বায়ুর মাধ্যমে ছড়ায় কোন রোগটি?
উত্তর: যক্ষ্মা
১৩৪. প্রশ্ন : মানুষের বৈজ্ঞানিক নাম -
উত্তর: Homo sapiens
১৩৫. প্রশ্ন : পর্বের পরে কোন ধাপ?
উত্তর: শ্রেণি
১৩৬. প্রশ্ন : গোদ রোগের জীবাণু ছড়ায় কিসের মাধ্যমে?
উত্তর: কিউলেক্স মশা
১৩৭. প্রশ্ন : ফল বীজকে কি করে?
উত্তর: সুরক্ষিত করে
১৩৮. প্রশ্ন : হাইপোগাইনাস ফুল নয় কোনটি?
উত্তর: লাউ
১৩৯. প্রশ্ন : হিমোগ্লোবিন কোথায় থাকে?
উত্তর: রক্তরসে
১৪০. প্রশ্ন : Ca2+ কিসের ফ্যাক্টর?
উত্তর: রক্তের

No comments:

Post a Comment