ন্যাশনাল লাইব্রেরি বইয়ে ঠাসা ন্যাশনাল লাইব্রেরি কিন্তু সন্ধ্যা হলেই তার চেহারা পালটে ফেলে। গা ছমছম করে লাইব্রেরির করিডর বরাবর হেঁটে গেলে। অনেকেই বলেন এক প্রেমিক যুগলকে নাকি এই লাইব্রেরির আনাচে কানাচে মাঝেমধ্যেই দেখা গিয়েছে। যদিও তাদের খোঁজা হলে আর দেখতে পাওয়া যায়নি।
No comments:
Post a Comment