১।বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে?
= ৭২ তম ।প্রথম অধিবেশন বসে ১৯৪৬ সালের ১০ জানুয়ারিতে ।
২।সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে?
= সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার
৩।জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিটি রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
= ৫ জন ।
৪।জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতির মেয়াদ কত বছর?
= ১ বছর।
৫।জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের কে সবচেয়ে বেশি বার ভাষণ দিয়েছে?
= শেখ হাসিনা । মোট ১৪ বার । প্রথম বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ।
৬।সাধারণ পরিষদে কোন সাল থেকে প্রতিবছর ‘শান্তির সংস্কৃতি’ (culture of peace) শীর্ষক প্রস্তাব পেশ করার ক্ষেত্রে বাংলাদেশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে?
= ২০০০ সাল থেকে
৭।বাংলাদেশের পক্ষ থেকে ‘জাতিসংঘ শান্তিবিনির্মাণ তহবিলে’ কত লাখ মার্কিন ডলার প্রতীকী অনুদান প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে?
= ১লাখ
৮।কলকাতা ৭১" চলচ্চিত্রের পরিচালক কে?
=মৃণাল সেন।
৯।কত সালের মধ্যে বাংলাদেশের শতভাগ জনগণকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনা হবে?
= ২০৩০ । ২০১৫ সালে অর্জন ৮৭% ।
১০।"অপারেশন ইনসানিয়াত" কী?
= রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য ভারতের অভিযানের সাংকেতিক নাম।
১১।বায়োমেট্রিক পদ্ধতিতে প্রথম নিবন্ধিত রোহিঙ্গা নারী কে ?
=রুবিয়া খাতুন।রোহিঙ্গা শিবিরে বায়োমেট্রিক নিবন্ধন শুরু হয় - ১১ সেপ্টেম্বর ২০১৭
১২।রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন কোন আদালত ?
= আন্তর্জাতিক গণ-আদালত ।মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মিলনায়তনে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করা হয়।
১৩।অং সাং সু চিকে সামরিক জান্তা সরকার গৃহবন্দী করে রাখে কতবছর?
= ১৫ বছর
১৪।কাচিন, শান, কারেন, রোহিঙ্গা কোন দেশের সংখ্যালঘু সম্প্রদায়?
= মিয়ানমারের
১৫।"RS-28 Sarmat" কী?
=রাশিয়ার শক্তিশালী ব্যালিটিক মিসাইল।
১৬।জাপাড ২০১৭’ কী?
=গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বেলারুশ - রাশিয়ার মধ্যেকার সপ্তাহব্যাপী সামরিক মহড়া
১৭।সম্প্রতি স্বাক্ষরিত হওয়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সনদে স্বাক্ষর করেনি কোন দেশ?
= ভারত।
১৮।সম্প্রতি উদ্ভাবিত 'বারি-১' কী?
= উন্নত জাতের মাল্টা।
১৯।উত্তর আমেরিকায় অবস্থিত "তারকা পর্বত" বিজয়ী একমাত্র বাংলাদেশী কে?
=ওয়াছফিয়া নাজনিন
২০।সিঙ্গাপুরের ১ম নারী প্রেসিডেন্টের নাম কী?
= হালিমা ইয়াকুব।
২১।Paypal এর জনক ইলন মাস্ক।সম্প্রতি বাংলাদেশের কোন ব্যাংককে Paypal এর মাধ্যমে লেনদেন করার অনুমতি দেওয়া হয়েছে?
= সোনালি ব্যাংক
২২।বাংলাদেশে প্রথম রোগীর হৃদযন্ত্রে তারবিহীন পেসমেকার স্থাপন করা হয় ঢাকার
= অ্যাপোলো হাসপাতালে
২৩।বাংলাদশের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে কত সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার বাধ্যবাধকতা রয়েছে?
= ২০২০ সাল
২৪।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘে প্রদত্ত বক্তব্যকে ‘কুকুরের ঘেউ ঘেউ’ বলে বর্ণনা করেছে কোন দেশ?
= উত্তর কোরিয়া
২৫।ওআইসির বর্তমান মহাসচিব কে?
= ইউসুফ আল ওথাইমেন
২৫।বিশ্বের কোথায় সর্বপ্রথম "সুপার ম্যালেরিয়া’ দেখা যায়?
= কলম্বিয়ায় ।সুপার ম্যালেরিয়া" হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর বিপজ্জনক সংস্করণ
২৬।রাজহাঁস প্রতীক নিয়ে আত্মপ্রকাশ করা বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের না কী?
= বিএমজেপি । স্লোগান : মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাঁচাও, জয় মানবতার জয়
২৭।আন্তর্জাতিক ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর কততম বৃহত্তর অর্থনৈতিক দেশ হবে?
= ২৮তম / আর ২০৫০ সালের মধ্যে ২৩তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
২৮।উবার কী?
=অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক। বর্তমানে বিশ্বের ৬০০ টি শহরে সেবা দিচ্ছে । ঢাকায় ২২ নভেম্বর ২০১৬ ।
২৯।বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনায় স্বল্প সুদে সরকারি চাকুরীজীবীরা সর্বোচ্চ ঋণ পেতে পারেন?
= ৭৫ লাখ টাকা
৩০। দেশে এখন পর্যন্ত এজেন্ট ব্যাংকিং সেবার অনুমোদন দেওয়া হয়েছে কতটি ব্যাংকে ?
=১৭টি ব্যাংক( ১৩টি ব্যাংক সেবাটি চালু করেছে)
৩১। বিমা খাতে দেশের প্রথম উদ্ভাবন কেন্দ্র চালু করেছে কে?
= মেটলাইফ বাংলাদেশ
৩২।অং সান সু চির পদমর্যাদা কী ?
= স্ট্রেট কাউন্সিলর ( প্রধানমন্ত্রী-এর সমমর্যাদা)
৩৩।আন্তর্জাতিক আইনে "স্লো জেনোসাইড বা মন্থর গণহত্যা" ধারণা প্রচলন করেন কে?
=ড. মং জার্নি।
৩৪।রাখাইনের মুসলিম নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি করা হয়েছিল কবে?
=১৯৯২ সালে।
৩৫।বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা কত ?
=-৮ লাখ।
৩৬।রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসাবে অস্বীকার করা হয় কবে?
=১৯৮২ সালের নাগরিকত্ব আইনে।
/////
Courtesy Zakir's BCS specials
No comments:
Post a Comment