eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 26, 2017

সাম্প্রতিক দর্পন


১।বর্তমানে  নিউ ইয়র্কে জাতিসংঘের কততম  সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে?
= ৭২ তম ।প্রথম অধিবেশন বসে ১৯৪৬ সালের ১০ জানুয়ারিতে ।
২।সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে?
= সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার
৩।জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিটি রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
= ৫ জন ।
৪।জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতির মেয়াদ কত বছর?
= ১ বছর।
৫।জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের কে সবচেয়ে বেশি বার ভাষণ দিয়েছে?
= শেখ হাসিনা । মোট ১৪ বার । প্রথম বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ।
৬।সাধারণ পরিষদে কোন  সাল থেকে প্রতিবছর ‘শান্তির সংস্কৃতি’ (culture of peace) শীর্ষক প্রস্তাব পেশ করার ক্ষেত্রে বাংলাদেশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে?
= ২০০০ সাল থেকে
৭।বাংলাদেশের পক্ষ থেকে ‘জাতিসংঘ শান্তিবিনির্মাণ তহবিলে’ কত লাখ মার্কিন ডলার প্রতীকী অনুদান প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে?
= ১লাখ
৮।কলকাতা ৭১" চলচ্চিত্রের পরিচালক কে?
=মৃণাল সেন।
৯।কত সালের মধ্যে বাংলাদেশের শতভাগ জনগণকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনা হবে?
= ২০৩০ । ২০১৫ সালে অর্জন ৮৭% ।
১০।"অপারেশন ইনসানিয়াত" কী?
= রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য ভারতের অভিযানের সাংকেতিক নাম।
১১।বায়োমেট্রিক পদ্ধতিতে প্রথম নিবন্ধিত রোহিঙ্গা নারী কে ?
=রুবিয়া খাতুন।রোহিঙ্গা শিবিরে বায়োমেট্রিক নিবন্ধন শুরু হয় - ১১ সেপ্টেম্বর ২০১৭

১২।রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন কোন আদালত ?
= আন্তর্জাতিক গণ-আদালত ।মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মিলনায়তনে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করা হয়।
১৩।অং সাং সু চিকে সামরিক জান্তা সরকার গৃহবন্দী করে রাখে কতবছর?
= ১৫ বছর
১৪।কাচিন, শান, কারেন, রোহিঙ্গা কোন দেশের  সংখ্যালঘু সম্প্রদায়?
= মিয়ানমারের
১৫।"RS-28 Sarmat" কী?
=রাশিয়ার শক্তিশালী ব্যালিটিক মিসাইল।
১৬।জাপাড ২০১৭’ কী?
=গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া   বেলারুশ - রাশিয়ার মধ্যেকার সপ্তাহব্যাপী সামরিক মহড়া

১৭।সম্প্রতি স্বাক্ষরিত হওয়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সনদে স্বাক্ষর  করেনি কোন দেশ?
= ভারত।

১৮।সম্প্রতি উদ্ভাবিত 'বারি-১'  কী?
= উন্নত জাতের  মাল্টা।

১৯।উত্তর আমেরিকায় অবস্থিত "তারকা পর্বত" বিজয়ী একমাত্র বাংলাদেশী কে?
=ওয়াছফিয়া নাজনিন
২০।সিঙ্গাপুরের ১ম নারী প্রেসিডেন্টের নাম কী?
=  হালিমা ইয়াকুব।
২১।Paypal এর জনক ইলন মাস্ক।সম্প্রতি বাংলাদেশের কোন ব্যাংককে  Paypal  এর মাধ্যমে লেনদেন করার অনুমতি দেওয়া হয়েছে?
= সোনালি ব্যাংক
২২।বাংলাদেশে প্রথম রোগীর হৃদযন্ত্রে তারবিহীন পেসমেকার স্থাপন করা হয় ঢাকার
= অ্যাপোলো হাসপাতালে

২৩।বাংলাদশের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে কত সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার বাধ্যবাধকতা রয়েছে?
= ২০২০ সাল
২৪।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘে প্রদত্ত  বক্তব্যকে ‘কুকুরের ঘেউ ঘেউ’ বলে বর্ণনা করেছে কোন দেশ?
= উত্তর কোরিয়া
২৫।ওআইসির বর্তমান মহাসচিব কে?
= ইউসুফ আল ওথাইমেন

২৫।বিশ্বের কোথায় সর্বপ্রথম "সুপার ম্যালেরিয়া’  দেখা যায়?
= কলম্বিয়ায় ।সুপার ম্যালেরিয়া" হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর বিপজ্জনক সংস্করণ
২৬।রাজহাঁস প্রতীক নিয়ে আত্মপ্রকাশ করা বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের না কী?
= বিএমজেপি । স্লোগান : মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাঁচাও, জয় মানবতার জয়
২৭।আন্তর্জাতিক ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর কততম বৃহত্তর অর্থনৈতিক দেশ হবে?
= ২৮তম / আর  ২০৫০ সালের মধ্যে ২৩তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
২৮।উবার কী?

=অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক। বর্তমানে বিশ্বের ৬০০ টি শহরে সেবা দিচ্ছে ।  ঢাকায় ২২ নভেম্বর ২০১৬ ।

২৯।বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনায় স্বল্প সুদে সরকারি চাকুরীজীবীরা সর্বোচ্চ ঋণ পেতে পারেন?
= ৭৫ লাখ টাকা
৩০। দেশে এখন পর্যন্ত এজেন্ট ব্যাংকিং সেবার অনুমোদন দেওয়া হয়েছে কতটি ব্যাংকে ?
=১৭টি ব্যাংক( ১৩টি ব্যাংক সেবাটি চালু করেছে)
৩১। বিমা খাতে দেশের প্রথম উদ্ভাবন কেন্দ্র চালু করেছে কে?
= মেটলাইফ বাংলাদেশ
৩২।অং সান সু চির পদমর্যাদা কী ?
= স্ট্রেট কাউন্সিলর ( প্রধানমন্ত্রী-এর সমমর্যাদা)
৩৩।আন্তর্জাতিক আইনে "স্লো জেনোসাইড বা মন্থর গণহত্যা" ধারণা প্রচলন করেন কে?
=ড. মং জার্নি।
৩৪।রাখাইনের মুসলিম নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি করা হয়েছিল কবে?
=১৯৯২ সালে।
৩৫।বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা কত ?
=-৮ লাখ।
৩৬।রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসাবে অস্বীকার করা হয় কবে?
=১৯৮২ সালের নাগরিকত্ব আইনে।
/////

Courtesy Zakir's BCS specials

No comments:

Post a Comment