প্রশ্নঃ বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়? Ans: হিব্রু
প্রশ্নঃ গণতন্ত্রের প্রাণ হলো– Ans: জনগণ
প্রশ্নঃ প্লেটোর শিক্ষক ছিলেন Ans: সক্রেটিস
প্রশ্নঃ সিনাগগ- ধর্মীয় স্থাপত্য– Ans: ইহুদি
প্রশ্নঃ প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
Ans: ব্যাবিলন
প্রশ্নঃ ‘দি টিন ড্রাম’ উপন্যাসের লেখক কে?
Ans: গুন্টার গ্রাস
প্রশ্নঃ হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়?
Ans: জার্মানিতে
প্রশ্নঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে — Ans: মত প্রকাশের স্বাধীনতা
প্রশ্নঃ ‘দ্য ভিঞ্চি কোড’ উপন্যাসের রচয়িতা—
Ans: ডন ব্রাউন
প্রশ্নঃ সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘Oliver Twist’ is written by—
Ans: Dickens
প্রশ্নঃ বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয়?
Ans: বলিভিয়ায়
প্রশ্নঃ কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে? Ans: কুইবেক
প্রশ্নঃ অমিতাভ ঘোষ কোন ভাষার খ্যাতিমান লেখক? Ans: ইংরেজি
প্রশ্নঃ প্রাক- ইসলামিক আরবে একেশ্বরবাদীদের কি বলা হত? Ans: হানিফ
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়–
Ans: ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
প্রশ্নঃ ভিএস নাইপাল কোন বইটির রচয়িতা?
Ans: The Enigma of Arrival
প্রশ্নঃ প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিস্কৃত হয় ইংরেজি সালে? Ans: ১৯২২ সালে
প্রশ্নঃ ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে–
Ans: হযরত আবু বকরের (রাঃ)
প্রশ্নঃ পবিত্র কুরআনের দীর্ঘতম সূরার নাম কি?
Ans: বাকারা
প্রশ্নঃ মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে?
Ans: জার্মানি
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?
Ans: মেসোপটেমিয়া
প্রশ্নঃ কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? Ans: রোমান
প্রশ্নঃ এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ The Wealth of Nations কত সালে প্রকাশিত হয়?
Ans: ১৭৭৬
প্রশ্নঃ Dreams from my Father বইটির লেখক কে? Ans: বারাক ওবামা
প্রশ্নঃ কোন জাতীয় কুকুরের সাহায্যে এস্কিমোরা স্লেজ গাড়ি চালায়? Ans: হাস্কি
প্রশ্নঃ ‘Farewell to Arms’ উপন্যাসের রচয়িতা কে? Ans: আর্নেস্ট হেমিংওয়ে
প্রশ্নঃ নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত?
Ans: বৌদ্ধ ধর্ম
প্রশ্নঃ কোন খলিফার শাসনামলে মুসলিম সম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে?
Ans: হযরত ওমর (রাঃ)
প্রশ্নঃ কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? Ans: পীত
প্রশ্নঃ মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
Ans: ইতালি
প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট সূরার সংখ্যা কত?
Ans: ১১৪
প্রশ্নঃ নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
Ans: মাউরি
প্রশ্নঃ The language used by the highest number of people in the world:/ বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
Ans: Mandarin(মান্দারিন)
প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার আদিম অধিবাসী যারা— Ans: রেড ইন্ডিয়ান
প্রশ্নঃ দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক?
Ans: জার্মানি
প্রশ্নঃ ‘The Merchant of Venice’ is written by- Ans: Shakespeare
প্রশ্নঃ বহুস্বামী বিবিহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
Ans: টোডা উপজাতি
প্রশ্নঃ ইনকা সভ্যতার ব্যপ্তিকাল ছিল
Ans: ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশের নাগরিক–
Ans: তিউনিসিয়া
প্রশ্নঃ “আইনের চোখে সব নাগরিক সমান ।” —-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ?
Ans: ধারা ২৭
প্রশ্নঃ ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত?
Ans: হেলেনিক ও হেলেনিস্টিক
প্রশ্নঃ প্রাচীনযুগে নগর রাষ্ট্র কোথায় ছিল?
Ans: প্রাচীন গ্রিস ও রোমে
প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি? Ans: জুলু
প্রশ্নঃ প্লোটো কোন দেশে জন্মগ্রহণ করেন? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘The Last Supper’ is painted by—
Ans: Leonardo da Vinci
প্রশ্নঃ নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ? Ans: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি? Ans: ত্রিপিটক
প্রশ্নঃ Plato is the citizen of- Ans: Greece
প্রশ্নঃ সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয়
Ans: ফ্রান্সে
প্রশ্নঃ গণতন্ত্রের প্রাণ হলো– Ans: জনগণ
প্রশ্নঃ প্লেটোর শিক্ষক ছিলেন Ans: সক্রেটিস
প্রশ্নঃ সিনাগগ- ধর্মীয় স্থাপত্য– Ans: ইহুদি
প্রশ্নঃ প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
Ans: ব্যাবিলন
প্রশ্নঃ ‘দি টিন ড্রাম’ উপন্যাসের লেখক কে?
Ans: গুন্টার গ্রাস
প্রশ্নঃ হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়?
Ans: জার্মানিতে
প্রশ্নঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে — Ans: মত প্রকাশের স্বাধীনতা
প্রশ্নঃ ‘দ্য ভিঞ্চি কোড’ উপন্যাসের রচয়িতা—
Ans: ডন ব্রাউন
প্রশ্নঃ সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘Oliver Twist’ is written by—
Ans: Dickens
প্রশ্নঃ বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয়?
Ans: বলিভিয়ায়
প্রশ্নঃ কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে? Ans: কুইবেক
প্রশ্নঃ অমিতাভ ঘোষ কোন ভাষার খ্যাতিমান লেখক? Ans: ইংরেজি
প্রশ্নঃ প্রাক- ইসলামিক আরবে একেশ্বরবাদীদের কি বলা হত? Ans: হানিফ
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়–
Ans: ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
প্রশ্নঃ ভিএস নাইপাল কোন বইটির রচয়িতা?
Ans: The Enigma of Arrival
প্রশ্নঃ প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিস্কৃত হয় ইংরেজি সালে? Ans: ১৯২২ সালে
প্রশ্নঃ ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে–
Ans: হযরত আবু বকরের (রাঃ)
প্রশ্নঃ পবিত্র কুরআনের দীর্ঘতম সূরার নাম কি?
Ans: বাকারা
প্রশ্নঃ মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে?
Ans: জার্মানি
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?
Ans: মেসোপটেমিয়া
প্রশ্নঃ কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? Ans: রোমান
প্রশ্নঃ এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ The Wealth of Nations কত সালে প্রকাশিত হয়?
Ans: ১৭৭৬
প্রশ্নঃ Dreams from my Father বইটির লেখক কে? Ans: বারাক ওবামা
প্রশ্নঃ কোন জাতীয় কুকুরের সাহায্যে এস্কিমোরা স্লেজ গাড়ি চালায়? Ans: হাস্কি
প্রশ্নঃ ‘Farewell to Arms’ উপন্যাসের রচয়িতা কে? Ans: আর্নেস্ট হেমিংওয়ে
প্রশ্নঃ নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত?
Ans: বৌদ্ধ ধর্ম
প্রশ্নঃ কোন খলিফার শাসনামলে মুসলিম সম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে?
Ans: হযরত ওমর (রাঃ)
প্রশ্নঃ কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? Ans: পীত
প্রশ্নঃ মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
Ans: ইতালি
প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট সূরার সংখ্যা কত?
Ans: ১১৪
প্রশ্নঃ নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
Ans: মাউরি
প্রশ্নঃ The language used by the highest number of people in the world:/ বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
Ans: Mandarin(মান্দারিন)
প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার আদিম অধিবাসী যারা— Ans: রেড ইন্ডিয়ান
প্রশ্নঃ দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক?
Ans: জার্মানি
প্রশ্নঃ ‘The Merchant of Venice’ is written by- Ans: Shakespeare
প্রশ্নঃ বহুস্বামী বিবিহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
Ans: টোডা উপজাতি
প্রশ্নঃ ইনকা সভ্যতার ব্যপ্তিকাল ছিল
Ans: ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশের নাগরিক–
Ans: তিউনিসিয়া
প্রশ্নঃ “আইনের চোখে সব নাগরিক সমান ।” —-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ?
Ans: ধারা ২৭
প্রশ্নঃ ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত?
Ans: হেলেনিক ও হেলেনিস্টিক
প্রশ্নঃ প্রাচীনযুগে নগর রাষ্ট্র কোথায় ছিল?
Ans: প্রাচীন গ্রিস ও রোমে
প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি? Ans: জুলু
প্রশ্নঃ প্লোটো কোন দেশে জন্মগ্রহণ করেন? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘The Last Supper’ is painted by—
Ans: Leonardo da Vinci
প্রশ্নঃ নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ? Ans: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি? Ans: ত্রিপিটক
প্রশ্নঃ Plato is the citizen of- Ans: Greece
প্রশ্নঃ সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয়
Ans: ফ্রান্সে
No comments:
Post a Comment