eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, September 22, 2017

শিক্ষা সাহিত্য ও সভ্যতা

প্রশ্নঃ বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়? Ans: হিব্রু
প্রশ্নঃ গণতন্ত্রের প্রাণ হলো– Ans: জনগণ
প্রশ্নঃ প্লেটোর শিক্ষক ছিলেন Ans: সক্রেটিস
প্রশ্নঃ সিনাগগ- ধর্মীয় স্থাপত্য– Ans: ইহুদি
প্রশ্নঃ প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
Ans: ব্যাবিলন
প্রশ্নঃ ‘দি টিন ড্রাম’ উপন্যাসের লেখক কে?
Ans: গুন্টার গ্রাস
প্রশ্নঃ হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়?
Ans: জার্মানিতে
প্রশ্নঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে — Ans: মত প্রকাশের স্বাধীনতা
প্রশ্নঃ ‘দ্য ভিঞ্চি কোড’ উপন্যাসের রচয়িতা—
Ans: ডন ব্রাউন
প্রশ্নঃ সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘Oliver Twist’ is written by—
Ans: Dickens
প্রশ্নঃ বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয়?
Ans: বলিভিয়ায়
প্রশ্নঃ কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে? Ans: কুইবেক
প্রশ্নঃ অমিতাভ ঘোষ কোন ভাষার খ্যাতিমান লেখক? Ans: ইংরেজি
প্রশ্নঃ প্রাক- ইসলামিক আরবে একেশ্বরবাদীদের কি বলা হত? Ans: হানিফ
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়–
Ans: ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
প্রশ্নঃ ভিএস নাইপাল কোন বইটির রচয়িতা?
Ans: The Enigma of Arrival
প্রশ্নঃ প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিস্কৃত হয় ইংরেজি সালে? Ans: ১৯২২ সালে
প্রশ্নঃ ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে–
Ans: হযরত আবু বকরের (রাঃ)
প্রশ্নঃ পবিত্র কুরআনের দীর্ঘতম সূরার নাম কি?
Ans: বাকারা
প্রশ্নঃ মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে?
Ans: জার্মানি
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?
Ans: মেসোপটেমিয়া
প্রশ্নঃ কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? Ans: রোমান
প্রশ্নঃ এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ The Wealth of Nations কত সালে প্রকাশিত হয়?
Ans: ১৭৭৬
প্রশ্নঃ Dreams from my Father বইটির লেখক কে? Ans: বারাক ওবামা
প্রশ্নঃ কোন জাতীয় কুকুরের সাহায্যে এস্কিমোরা স্লেজ গাড়ি চালায়? Ans: হাস্কি
প্রশ্নঃ ‘Farewell to Arms’ উপন্যাসের রচয়িতা কে? Ans: আর্নেস্ট হেমিংওয়ে
প্রশ্নঃ নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত?
Ans: বৌদ্ধ ধর্ম
প্রশ্নঃ কোন খলিফার শাসনামলে মুসলিম সম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে?
Ans: হযরত ওমর (রাঃ)
প্রশ্নঃ কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? Ans: পীত
প্রশ্নঃ মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
Ans: ইতালি
প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট সূরার সংখ্যা কত?
Ans: ১১৪
প্রশ্নঃ নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
Ans: মাউরি
প্রশ্নঃ The language used by the highest number of people in the world:/ বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
Ans: Mandarin(মান্দারিন)
প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার আদিম অধিবাসী যারা— Ans: রেড ইন্ডিয়ান
প্রশ্নঃ দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক?
Ans: জার্মানি
প্রশ্নঃ ‘The Merchant of Venice’ is written by- Ans: Shakespeare
প্রশ্নঃ বহুস্বামী বিবিহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
Ans: টোডা উপজাতি
প্রশ্নঃ ইনকা সভ্যতার ব্যপ্তিকাল ছিল
Ans: ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশের নাগরিক–
Ans: তিউনিসিয়া
প্রশ্নঃ “আইনের চোখে সব নাগরিক সমান ।” —-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ?
Ans: ধারা ২৭
প্রশ্নঃ ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত?
Ans: হেলেনিক ও হেলেনিস্টিক
প্রশ্নঃ প্রাচীনযুগে নগর রাষ্ট্র কোথায় ছিল?
Ans: প্রাচীন গ্রিস ও রোমে
প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি? Ans: জুলু
প্রশ্নঃ প্লোটো কোন দেশে জন্মগ্রহণ করেন? Ans: গ্রিস
প্রশ্নঃ ‘The Last Supper’ is painted by—
Ans: Leonardo da Vinci
প্রশ্নঃ নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ? Ans: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি? Ans: ত্রিপিটক
প্রশ্নঃ Plato is the citizen of- Ans: Greece
প্রশ্নঃ সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয়
Ans: ফ্রান্সে

No comments:

Post a Comment