eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 17, 2017

এন্টিডাস্ট রিসিভার স্মার্টফোন নিয়ে এলো সিম্ফনি

feature-image
এন্টিডাস্ট রিসিভার স্মার্টফোন নিয়ে এলো সিম্ফনি

বাংলাদেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো স্মার্টফোন “এইচ-২৫০”। অপূর্ব ডিজাইন এবং অসাধারণ ডিসপ্লের এই স্মার্টফোনটির উভয় পাশে ব্যবহার করা হয়েছে আশাহী এনহ্যান্সড গ্লাস। ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে এবং ৬৪ বিট , ১.৩ গিগা হার্জ এর কোয়াড কোর প্রসেসর ও ২ জিবি ডিডিআর থ্রী র‍্যাম এর কারণে ফুল এইচডি ভিডিও দেখা যাবে সাবলীল গতিতে এবং এ্যাপস চলবে অনেক দ্রুত। Mali T720 GPU থাকার কারণে গেমস খেলা যাবে সাবলীল ভাবে। সাইড স্পীকার ডিজাইন এর সাথে আছে ইজি ইউএসবি কানেক্টর।

বেস্ট ভিউইং এর জন্য এতে ব্যবহার করা হয়েছে মীরাভিশন টেকনোলজি। মীরাভিশন টেকনোলজি এর কারণে ডিভাইস এর স্ক্রীন কালার চোখে যেমন আরামদায়ক, ছবি, ভিডিও, ওয়েব পেজ, অ্যাপস, টেক্সট সব ফুটে উঠবে আরও অসাধারণ ভাবে।

হাইব্রিড ডুয়াল সিম এর এই হ্যান্ডসেটটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকার কারণে ছবি গুলো হবে অনেক বেশী প্রাণবন্ত। এতে আরো আছে ১৬ জিবি স্টোরেজ সুবিধা, যেখানে রাখা যাবে অনেক বেশী ভিডিও, ছবি এবং মিউজিক । এর এক্সপান্ডেবল মেমোরী ৩২ জিবি পর্যন্ত। এতে আরও থাকছে পপ আপ ভিডিও প্লেয়ার। ২৩৫০ এম এ এইচ এর লি পলিমার ব্যাটারি এর সাথে থাকছে এ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম।

এই হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এন্টিডাস্ট রিসিভার সিস্টেম যার কারণে ফোনের রিসিভার ধুলো বালি ঢুকবে না এর কারণে কথা শোনা যাবে অনেক স্পষ্ট। ম্যাক্স বেস টেকনোলজি ব্যবহার করার কারণে গান শোনার পারফরমেন্স বাড়বে ২০০%। এই সেটটির দাম ধরা হয়েছে মাত্র ১০৯৯০ টাকা।

No comments:

Post a Comment