eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, September 29, 2017

পঁচিশটি(২৫টি) কনফিউশন সাধারণ জ্ঞানের উত্তর

১। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে?
ভারত/ভূটান?
.
→ Correct Answer: ভারত(প্রচলিত উত্তর)। বর্তমান
সরকারের ঘোষণা অনুযায়ী--ভুটান।
-
২। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি
বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা রশ্মি?
.
→ Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায় সঠিক উত্তর
মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত উত্তর গামা রশ্মি।
-
৩। কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে? মাই
ডকুমেন্ট/ উইন্ডোজ?
.
→ Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ বেশি
গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।
-
৪। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে কি বলে?
ওয়ার্ক স্টেশন/ হোস্ট?
.
→ Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর সার্ভার
কেন্দ্রের কম্পিউটারকে বলে হোস্ট
-
৫। কম্পিউটারের গতি মাপা হয়- সেকেন্ড/
ন্যানোসেকেন্ড?
.
→ Correct Answer: ন্যানোসেকেন্ড
-
৬। স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয় কত
তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭ এপ্রিল, ১৯৭১
.
→ Correct Answer: ১০ এপ্রিল, ১৯৭১
-
৭। ধান গবেষনা ইন্সিটিউট কোথায়? গাজীপুর না
ম্যানিলা?
.
→ Correct Answer: ম্যানিলা । আর বাংলাদেশের
হলে গাজীপুর
-
৮। ঢাকা বাংলার রাজধানী হয় কতবার? ৪/৫?
.
→ Correct Answer: ৫বার। (১৬১০, ১৬৬০, ১৯০৫,
১৯৪৭, ১৯৭১)
-
৯। বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩ না ৪?
.
→ Correct Answer: ৪টি । ( ।, ২ দাঁড়ি, ? !)
-
১০। চিনি কল....১৭/১৫?.
→ Correct Answer: ১৫টি ( অর্থনেতিক সমীক্ষা-
২০১৬)
-
১১। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব
ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না দ্বিমেরু
কেন্দ্রিক?
.
→ Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক
-
১২। বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লিহা/ যকৃত?
বিলিরুবিন সঞ্চিত থাকে কোথায়? প্লিহা/ যকৃত?
.
→ Correct Answer: তৈরি হয় : যকৃতে আর সঞ্চিত
থাকে: প্লীহায়
-
১৩। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের উপজাতি বসবাস
করে ? ১১/১২ ?
.
→ Correct Answer: ১২টি
-
১৪। বাংলাদেশে উপজাতির সংখ্যা কত ? ৪৫/৪৮ ?
.
→ Correct Answer: ৪৫ টি।
-
১৫। কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর ছবি
আছে? কানাডা / বেলজিয়াম?
.
→ Correct Answer: কানাডা ।
-
১৬। কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?
.
→ Correct Answer:৫২
-
১৭। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?
.
→ Correct Answer: ২৮
-
১৮। 'করোনার স্টোন অব পিস' কোথায় অবস্থিত?
হাইতিতে /জাপানে?
.
→ Correct Answer: জাপানে (হাইতিতে করোনার
স্টোন চার্চ আছে আর জাপানে করোনার
স্টোন পিস।)
-
১৯। যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে নিজেকে
প্রত্যাহার করে নেয়?? ১৯৮৪/১৯৮৫?
.
→ Correct Answer: ১৯৮৫ । ফিরে আসে ২০০৩
-
২০। হোম পেইজ মানে কি? তথ্য পরিবেশনা/
ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?
.
→ Correct Answer:তথ্য পরিবেশনা
-
২১। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে--
কর্কটক্রান্তি/
বিষুব রেখা?
.
→ Correct Answer: বিষুব রেখা
-
২২। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
.
→ Correct Answer: সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা
প্রতিষ্ঠান ৭ টি।
-
২৩। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে-
দীনেশচন্দ্র সেন/
চন্দ্রকুমার দে?
.
→ Correct Answer: সংগ্রহ করেন -- চন্দ্রকুমার
দে। আর সম্পাদনা করেন -- দীনেশচন্দ্র সেন।
-
২৪। সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের
আলোর--বিক্ষেপন/প্রতিসরণ?
.
→ Correct Answer:বিক্ষেপন
-
২৫। বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন
খাতের অবদান সবচেয়ে বেশি? কৃষি/শিল্প/সেবা?

No comments:

Post a Comment