১। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পদ সংখ্যা কত টি?
উত্তরঃ ৪১৮ টি।
২। চর্যাপদের আদি কবি কে?
উত্তরঃ লুইপা।
৩। মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তরঃ কানা হরিদত্ত।
৪। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ বিজয় গুপ্ত।
৫। বাংলা সাহিত্যের মধ্যেযুগের শেষ কবি –
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর।
৬। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি কে?
উত্তরঃ চন্ডীদাস।
৭। শ্রীচৈতন্যদেবের জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ কৃষ্ণদাস কবিরাজ।
৮। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
উত্তরঃ ফকির গরীবুল্লাহ। (ফকির গরিবুল্লাহ না থাকলে সৈয়দ হামজা)
৯। বাংলা সাহিত্যে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
উত্তরঃ আলাওল।
১০। ধন ধান্যে পুষ্পেভরা, আমাদের এই বসুদ্ধরা –
উত্তরঃ দিজেন্দ্রলাল রায়।
১১। ‘নন্দিত নরকে’ উপন্যাসটির রচিয়তা কে?
উত্তরঃ হুমায়ন আহমেদ।
১২। প্রথম বাংঙ্গালী হিসেবে নোবেল পান কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস –
উত্তরঃ আলালের ঘরের দুলাল (লেথকঃ প্যারিচাঁদ মিত্র)
১৪। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি?
উত্তরঃ সমাচার দর্পন।
১৫। মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইটিতে প্রাধান্য পেয়েছে –
উত্তরঃ কাবুল শহরের কাহিনি।
Tuesday, September 26, 2017
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পদ সংখ্যা কত টি? উত্তরঃ ৪১৮ টি।
Tags
# Bengali Literature
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Newer Article
মাদিবা কোন ব্যক্তির ডাক নাম ?
নেলসন ম্যান্ডেলা
Older Article
আত্মহত্যা প্ররোচনাকারী 'ব্লু হোয়েল' গেইমের ইতিহাস!
কবি / সাহিত্যেকদের প্রথম গ্রন্থ Nov 11, 2017
Labels:
Bengali Literature
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment