১. একটি পঞ্চভুজের সমষ্টি?
— ৬ সমকোণ
২.একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি
— ৭২০ ডিগ্রি
৩.বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়
— ৯গুন
৪.কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে
— অন্ত:কেন্দ্র
৫.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ
–৯০ ডিগ্রী
৬.তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের বলে
— সদৃশ ত্রিভুজ
৭.ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি
— দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম
৮.কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি সমান হলে , ত্রিভুজটি
— সমদ্বিবাহু
৯. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে ?
— প্রবৃদ্ধ কোণ
১০.একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দু,টি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি
–১৮০ ডিগ্রি
১১.জ্যা’ শব্দের অর্থ কি?
– ভূমি
১২. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
– সম্পূরক কোণ
১৩. একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে
– দুই সমকোণ(১৮০°)
১৪. <A ও <B পরস্পর সম্পূরক কোণ ৷ <A=115°
হলে <B=কত?
– 65°
১৫. দুটি পূরক কোণের সমষ্টি কত?
– ৯০°
১৬. সম্পূরক কোণের মান কত?
– ১৮০°
১৭. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি
— ৩৬০ ডিগ্রী
১৮.সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩,৪ সেমি হলে, অতিভুজের মান কত?
— ৫ সে.মি
১৯. একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে , বর্গক্ষেত্র দু.টির কর্ণের অনুপাত কত?
–৪:১
.
※ বৃত্ত সম্পর্কিত তথ্য
.
২০. পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়?
— পরিধি
২১. বৃত্তের পরিধির সূত্র
— 2πr
২২.পরিধির যেকোন অংশকে বলা হয়
— চাপ
২৩.পরিধির যেকোন দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয়
— জ্যা( বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা)
২৪. বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা-ই
— ব্যাস
২৫. কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয়
— ব্যাসার্ধ
Friday, September 22, 2017
※ জ্যামিতি সম্পর্কিত তথ্য
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Mathematical Reasoning
Labels:
Mathematical Reasoning
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment