eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, September 22, 2017

বাংলাদেশের প্রথম নারীঃ

১। ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম নারী শিক্ষক
- করুণাকণা গুপ্তা (ইতিহাস বিভাগ)।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম নারী ভিপি
- মাহফুজা খানম।
৩। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী
- নিশাত মজুমদার।
৪। ঢাকা মেডিকেলের প্রথম নারী অধ্যক্ষ
- ডা. হোসনে আরা তাহমিন।
৫। এমনেষ্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব
- আইরিন খান।
৬। বিটিভি’র প্রথম নারী মহাপরিচালক
- বেগম ফেরদৌস আরা।
৭। পরমাণু শক্তি কমিশনের প্রথম নারী পরিচালক
-ড. জাকিয়া বেগম।
৮। পরমাণু শক্তি গবেষণার প্রথম নারী মহাপরিচালক
- ড. মাধবী ইসলাম।
৯। প্রথম নারী বিচারপতি
- নাজমুন আরা সুলতানা।
১০। সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য
- বেগম রাজিয়া বানু।
১১। তত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টা
- ড. নাজমা চৌধুরী।
১২। ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম ছাত্রী
- লীলা নাগ।
১৩। মন্ত্রীসভার প্রথম নারী সদস্য
- নূরজাহান মুরশিদ।
১৪। জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশী নারী স্থায়ী
প্রতিনিধি
- ইসমাত জাহান।
১৫। জাতিসংঘ সিডিও কমিটির প্রথম বাংলাদেশী চেয়ারপারসন
- সালমা খান।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর নাম
- ফজিলাতুন্নেসা।
১৭। যুক্তরাজ্যের নিন্মকক্ষের প্রথম বাংলাদেশী নারী সদস্য
-  রুশানারা আলী।
১৮। বাংলা একাডেমীর প্রথম নারী মহাপরিচালক
- ড. নীলিমা ইব্রাহীম।
১৯। প্রথম টেষ্টটিউব শিশু প্রবর্তনকারী চিকিৎসক
- ডা.পারভীন ফাতেমা।
২০। প্রথম নারী পুলিশ সুপার
- রওশন আরা।
২১। মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদ
- মেহেরুন্নেসা।
২২। বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মজিলার বাংলাদেশে প্রথম নারী প্রতিনিধি
- তানহা ইসলাম।
২৩। দেশের প্রথম নারী উপাচার্য
- ড. ফারজানাইসলাম (জাবি)।
২৪। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর
- নাজনীন সুলতানা।
২৫। পিএসসি’র প্রথম নারীচেয়ারম্যান
- জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম।
২৬। প্রথম নারী স্পীকার
- ডঃ শিরীন শারমিন চৌধুরী।
২৭। প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী
- এডভোকেট সাহারা খাতুন।
২৮। প্রথম নারী সংসদ উপনেতা
- সৈয়দা সাজেদা চৌধুরী।
২৯। প্রথম নারী হুইপ
- খালেদা খানম।
৩০। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ
- প্রীতিলতা ওয়াদ্দেদার।
৩১। প্রথম নারী প্যারাট্রুপার
- জান্নাতুল ফেরদৌস।
৩২। প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী
- ডা. দীপু মনি।
৩৩। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি
- বেগম খালেদা জিয়া।
৩৪। দেশের প্রথম নারী সচিব
- জাকিয়া আকতার।
৩৫। বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার
- রাবেয়া ভূঁইয়া।
৩৬। বাংলাদেশের প্রথম নারী ব্রিগেডিয়ার
- সুরাইয়া বেগম।
৩৭। বাংলাদেশের প্রথম নারীকূটনীতিক
- তাহমিনা খান ডলি।
৩৮। বাংলাদেশের প্রথমরনারী ডিআইজি
- ফাতেমা বেগম।
৩৯। বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক
- রাজিয়া বেগম।
৪০। বাংলাদেশের প্রথম নারী আইনজীবী
- মেহেরুন্নেসা খাতুন।
৪১। বাংলাদেশের প্রথম নারী ওসি
- হোসনে আরা বেগম।
৪২। বাংলাদেশের প্রথম নারী ফটোগ্রাফার
- সাঈদা খানম।
৪৩। বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়ান
- কাজী শাহানা পারভীন।
৪৪। বাংলাদেশের প্রথম নারী ভাষ্কর
- নভেরা আহমদ।
৪৫। প্রথম নারী মুসলিম অভিনেত্রী
- বনানি চৌধুরী।

No comments:

Post a Comment