#ব্যাংক প্রিলিমিনারি প্রস্তুতি:ইনবক্সে প্রাপ্ত কিছু প্রশ্নের উত্তর দিলাম।সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকায় ইনডিভিউজুয়ালি কারও প্রশ্নের উত্তর দিতে পারিনি,দুঃখিত।#ব্যাংক ও #বিসিএস প্রিলির একযোগে প্রস্তুতি নিতে পারেন।
রাষ্ট্রায়াত্ত প্রায় সব ব্যাংকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের জন্য চলছে প্রিলিমিনারি পরীক্ষা।১০০ নম্বরের প্রিলি পরীক্ষায় বাংলা,English,Mathematics,General knowledge ও Computer বিষয়ে প্রশ্ন থাকবে।
৬০ মিনিটে দ্রুততম সময়ে উত্তর করে প্রায় দুই লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সেরা ৮/১০ হাজারে আপনার রোল দেখতে চাইলে ভালো প্রস্তুতির কোন বিকল্প নেই।
৬০ মিনিটে দ্রুততম সময়ে উত্তর করে প্রায় দুই লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সেরা ৮/১০ হাজারে আপনার রোল দেখতে চাইলে ভালো প্রস্তুতির কোন বিকল্প নেই।
#ENGLISH:
ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষায় ENGLISH বলতে GRAMMAR ও VOCABULARY কেই বুঝায়।
যেসব টপিকগুলো দেখতে হবে।
SYNONYM,ANTONYM,ANALOGY,PHRASE AND IDIOMS,CORRECTION,SPELLING, PREPOSITION,RIGHT FORM OF VERB,USING APPROPRIATE WORDS IN THE GAP/BLANK,CONDITIONAL SENTENCE,TENSE, ETC.
এমনকি PASSAGE দিয়েও ৩/৪ টা প্রশ্ন থাকতে পারে।
ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষায় ENGLISH বলতে GRAMMAR ও VOCABULARY কেই বুঝায়।
যেসব টপিকগুলো দেখতে হবে।
SYNONYM,ANTONYM,ANALOGY,PHRASE AND IDIOMS,CORRECTION,SPELLING, PREPOSITION,RIGHT FORM OF VERB,USING APPROPRIATE WORDS IN THE GAP/BLANK,CONDITIONAL SENTENCE,TENSE, ETC.
এমনকি PASSAGE দিয়েও ৩/৪ টা প্রশ্ন থাকতে পারে।
#SUGGESTED_BOOKS:
SAIFUR'S VOCABULARY,
ENGLISH FOR COMPETITIVE EXAM.
Grammar ভালো করার জন্য আমি নবম দশম Advanced publication (by Chowdury & Hossain )বইটি পড়েছি।
ব্যাংক নিয়োগ সংক্রান্ত যেকোন বই থেকেও পড়া যেতে পারে।
SAIFUR'S VOCABULARY,
ENGLISH FOR COMPETITIVE EXAM.
Grammar ভালো করার জন্য আমি নবম দশম Advanced publication (by Chowdury & Hossain )বইটি পড়েছি।
ব্যাংক নিয়োগ সংক্রান্ত যেকোন বই থেকেও পড়া যেতে পারে।
#COMPUTER:কম্পিউটার অংশ থেকে ১০/১৫ টি প্রশ্ন থাকতে পারে।
হার্ডওয়্যার,সফটওয়্যার,ইনপুট ও আউটপুট ডিভাইস,ইন্টারনেট,ই কমার্স,এম এস ওয়ার্ড,পাওয়ার পয়েন্ট,এক্সেল,কম্পিউটার ভাইরাস,এন্টি ভাইরাস,ডেটা কোডিং,LAN,MAN,WAN,OPERATING SYSTEM,ALU,HARD DISC,CPU,HISTORY OF COMPUTER থেকে প্রশ্ন করা হয়।
SUGGESTED BOOKS:
EASY COMPUTER(সংক্ষিপ্ত প্রস্তুতির জন্য)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১১-১২ শ্রেণি) by মাহাবুবুর রহমান।(বিশদ প্রস্তুতির জন্য)।
EASY COMPUTER(সংক্ষিপ্ত প্রস্তুতির জন্য)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১১-১২ শ্রেণি) by মাহাবুবুর রহমান।(বিশদ প্রস্তুতির জন্য)।
#General_Knowledge:
সাধারন জ্ঞান পড়ার সুনির্ধারিত কোন সীমারেখা নেই।তবে যে বিষয়গুলো না দেখলেই নয় সেগুলো হলো:
অর্থনীতি বিষয়ক তথ্য :
বাজেট,VAT,ADP,GDP,GNP,মাথাপিচু আয়,আর্থিক ও রাজস্ব নীতি ইত্যাদি।
অর্থনীতি বিষয়ক তথ্য :
বাজেট,VAT,ADP,GDP,GNP,মাথাপিচু আয়,আর্থিক ও রাজস্ব নীতি ইত্যাদি।
ব্যাকিং ও বীমা:
বিভিন্ন দেশের মুদ্রা ও কেন্দ্রীয় ব্যাংক,
বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত তথ্য,
বিভিন্ন দেশের মুদ্রা ও কেন্দ্রীয় ব্যাংক,
বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত তথ্য,
মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক তথ্য,
বিভিন্ন দেশের আইনসভা,রাষ্ট্র ও সরকার প্রধানদের নাম,নির্বাচন পদ্ধতি,জাতীয় বিষয়,জাতীয় প্রতীক ইত্যাদি।
বিভিন্ন দেশের আইনসভা,রাষ্ট্র ও সরকার প্রধানদের নাম,নির্বাচন পদ্ধতি,জাতীয় বিষয়,জাতীয় প্রতীক ইত্যাদি।
বৈশ্বিক ও আঞ্চলিক সংস্থা সম্পর্কিত তথ্যাবলি,যেমন WTO,IMF,IBRD/WB,IFC,IMF,GATT,EU,SARRC,OPEC,ASEAN,NATO, ইত্যাদি সংস্থার বর্তমান সদস্য ও প্রধান কর্মকর্তা,সদর দপ্তর,প্রতিষ্ঠা কাল,লক্ষ্য ও উদ্দেশ্য।
খেলাধুলা ,নোবেল পুরস্কার,স্বাধীনতা পদক,একুশে পদক,পরিবেশ সংক্রান্ত তথ্য।
চলমান উল্লেখযোগ্য ঘটনাবলি (সংবাদপত্র ও কারেন্ট অ্যাফেয়ার্স/ওয়াল্ড থেকে)
চলমান উল্লেখযোগ্য ঘটনাবলি (সংবাদপত্র ও কারেন্ট অ্যাফেয়ার্স/ওয়াল্ড থেকে)
আদমশুমারি,অর্থনৈতিক সমীক্ষা সহ বিভিন্ন জরিপের ফলাফল।
#Suggested_Books:
প্রফেসরস/mp3/ওরাকল/অ্যাসিওরেন্স বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি।(যে কোন ১ প্রকাশনীর হলে চলবে)।
প্রফেসরস ৩৮ তম বিসিএস প্রিলি বিশেষ সংখ্যা।
গত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স।
প্রফেসরস/mp3/ওরাকল/অ্যাসিওরেন্স বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি।(যে কোন ১ প্রকাশনীর হলে চলবে)।
প্রফেসরস ৩৮ তম বিসিএস প্রিলি বিশেষ সংখ্যা।
গত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স।
পূর্ববর্তী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো পড়ে যাওয়া উচিত।
#বাংলা:
ভাষা ও ব্যাকরণ:
সাধারণত ভাষা,শব্দ,পদ,বাক্য,প্রকৃতি-প্রত্যয়,শুদ্ধ অশুদ্ধ,সমার্থক ও বিপরীত শব্দ,এক কথায় প্রকাশ,বাগধারা,পারিভাষিক শব্দ,সমাস,কারক,লিঙ্গ,বচন,সন্ধি,বিভক্তি ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।
#বাংলা:
ভাষা ও ব্যাকরণ:
সাধারণত ভাষা,শব্দ,পদ,বাক্য,প্রকৃতি-প্রত্যয়,শুদ্ধ অশুদ্ধ,সমার্থক ও বিপরীত শব্দ,এক কথায় প্রকাশ,বাগধারা,পারিভাষিক শব্দ,সমাস,কারক,লিঙ্গ,বচন,সন্ধি,বিভক্তি ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।
#সাহিত্য:
সাহিত্য থেকে তুলনামূলক কম প্রশ্ন থাকে।তবে বিভিন্ন কবি সাহিত্যিকদের উল্লেখযোগ্য গ্রন্থ ,ছদ্মনাম,গ্রন্থের প্রধান চরিত্র,উক্তি,পত্র পত্রিকার প্রকাশকাল ও সম্পাদক ইত্যাদি প্রশ্ন থাকে।
#Suggested_books:
১,বাংলা ব্যাকরণ (৮,৯ ম বোর্ড বই)
২,বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা by সৌমিত্র শেখর।
৩,বিসিএস প্রিলিমিনারি বাংলা(mp3/professor's/Assurance)
সাহিত্য থেকে তুলনামূলক কম প্রশ্ন থাকে।তবে বিভিন্ন কবি সাহিত্যিকদের উল্লেখযোগ্য গ্রন্থ ,ছদ্মনাম,গ্রন্থের প্রধান চরিত্র,উক্তি,পত্র পত্রিকার প্রকাশকাল ও সম্পাদক ইত্যাদি প্রশ্ন থাকে।
#Suggested_books:
১,বাংলা ব্যাকরণ (৮,৯ ম বোর্ড বই)
২,বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা by সৌমিত্র শেখর।
৩,বিসিএস প্রিলিমিনারি বাংলা(mp3/professor's/Assurance)
#গণিত:
সাধারনত ২০/২৫ টা গনিত বিষয়ক ও Analytical ability বিষয়ক প্রশ্ন(English version)থাকবে।বাংলাদেশ ব্যাংক এডি,অফিসার ইত্যাদি পদে ৩০ টা ম্যাথ থাকে।এখানে ভালো করার ওপরে সফলতা অনেকাংশে নির্ভরশীল।
সাধারনত ২০/২৫ টা গনিত বিষয়ক ও Analytical ability বিষয়ক প্রশ্ন(English version)থাকবে।বাংলাদেশ ব্যাংক এডি,অফিসার ইত্যাদি পদে ৩০ টা ম্যাথ থাকে।এখানে ভালো করার ওপরে সফলতা অনেকাংশে নির্ভরশীল।
সংখ্যা(মৌলিক,সহমৌলিক সহ),ধারা,শতকরা,লাভক্ষতি,সুদকষা,ঐকিক পদ্ধতি,গড়,বয়স নির্নয়,স্রোত ও নৌকার বেগ,ভগ্নাংশ,অনুপাত ও সমানুপাত,ট্রেনের গতি ও বেগ,পাইপ ও চৌবাচ্চা সম্পর্কিত সমস্যা,বর্গ ও বর্গমূল,সূচক,ল. সা. গু. এবং গ. সা. গু. বীজগনিতের বর্গ,ঘন ও উৎপাদক সম্পর্কিত মৌলিক সমস্যা,জ্যামিতি অংশ থেকে কোন,ত্রিভুজ,বৃত্ত,চতুর্ভুজ(রম্বস,আয়ত,সামন্তরিক,বর্গ)ইত্যাদি বিষয়ক গণিত থাকে।স্বল্প সময়ে ও সহজে সঠিক উত্তর নির্ণয় করার কৌশল রপ্ত করতে হবে।
#Suggested books:
Mp3 math,
Saifur's Math (আমি করেছি নতুন/দুর্বলদের নিকট কিছুটা কঠিন লাগতে পারে।তবে বুঝে বুঝে করতে পারলে প্রিলি ও রিটেনে কাজে দিবে)
Khairul's Basic Math.(তুলনামূলক সহজ)।
Mp3 math,
Saifur's Math (আমি করেছি নতুন/দুর্বলদের নিকট কিছুটা কঠিন লাগতে পারে।তবে বুঝে বুঝে করতে পারলে প্রিলি ও রিটেনে কাজে দিবে)
Khairul's Basic Math.(তুলনামূলক সহজ)।
বই যার যেগুলো আছে ওগুলো থেকে পড়তে থাকুন।সহজভাবে পড়বেন।পড়াকে ইনজয় করবেন।যেকোন ১ লেখকের বই পড়লে প্রায় ৭০-৮০% পড়া কমপ্লিট হয়।পরে প্রয়োজন হলে অন্য লেখকের বই কালেক্ট করতে পারেন।
কিছু কথা:
১, একটা/দুটো বই পড়ে ব্যাংক/বিসিএস এর আশা করা নিছক।
২,যেকোন পরীক্ষা দেবার পূর্বে বিগত বছরের প্রশ্নগুলো পূর্বে সমাধান করুন।প্রশ্ন সম্পর্কে ও সিলেবাস সম্পর্কে ধারনা পাবেন।
৩,নিয়মিত পড়ার অভ্যাস করুন।
৪,গনিত ও ইংরেজীতে জোর দিন।প্রথমে কঠিন লাগবে,পরে ঠিক হয়ে যাবে।ইংরেজী ফ্রি হ্যান্ড/বানিয়ে দ্রুত লেখার চর্চা করুন।গণিত না বুঝে মুখস্ত করবেন না।ব্যাংক ম্যাথ অবশ্যই দ্রুত ,সংক্ষিপ্ত ও English version এ করুন।
৫,নেগেটিভ মার্ক না থাকলে সকল mcq এর ans করুন।
৬,আমি ব্যাংক,বিসিএস পরীক্ষায় ম্যাথ বাদে প্রথমে বাকি সব Mcq খুব দ্রুত ans করি।অবশিষ্ট সময় ম্যাথে ব্যয় করি।ব্যাংকের ম্যাথ বাদে প্রায় ৭০ টা mcq ans করি ৩০ মিনিটে।বাকি ৩০ মিনিটে ম্যাথ(৩০)টি করি।কারন ম্যাথ বাদে বাকিগুলো চিন্তা করে উত্তর করার স্কোপ নেই।
৭,ম্যাথ প্রশ্ন থেকে সলভ না করতে পারলে উত্তর তথা চারটি অপশন থেকে প্রশ্নেত্তর বের করার চেষ্টা করুন।
৮,অনেকেই ম্যাথ ইরেজিতে থাকায় বুঝতে পারেন না,এজন্য math English এ করবেন।
৯,টাকা-পঁয়সা,মামা-খালু ইত্যাদি চিন্তা না করে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন ও পরিশ্রমী হোন,কাজে দিবে।
১০,ছোট-বড় সব পোস্টে পরীক্ষা দিন,এতে কম্পিটিশন ও নিজের দক্ষতা সম্পর্কে ধারনা পাবেন।
১১,সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন।
১, একটা/দুটো বই পড়ে ব্যাংক/বিসিএস এর আশা করা নিছক।
২,যেকোন পরীক্ষা দেবার পূর্বে বিগত বছরের প্রশ্নগুলো পূর্বে সমাধান করুন।প্রশ্ন সম্পর্কে ও সিলেবাস সম্পর্কে ধারনা পাবেন।
৩,নিয়মিত পড়ার অভ্যাস করুন।
৪,গনিত ও ইংরেজীতে জোর দিন।প্রথমে কঠিন লাগবে,পরে ঠিক হয়ে যাবে।ইংরেজী ফ্রি হ্যান্ড/বানিয়ে দ্রুত লেখার চর্চা করুন।গণিত না বুঝে মুখস্ত করবেন না।ব্যাংক ম্যাথ অবশ্যই দ্রুত ,সংক্ষিপ্ত ও English version এ করুন।
৫,নেগেটিভ মার্ক না থাকলে সকল mcq এর ans করুন।
৬,আমি ব্যাংক,বিসিএস পরীক্ষায় ম্যাথ বাদে প্রথমে বাকি সব Mcq খুব দ্রুত ans করি।অবশিষ্ট সময় ম্যাথে ব্যয় করি।ব্যাংকের ম্যাথ বাদে প্রায় ৭০ টা mcq ans করি ৩০ মিনিটে।বাকি ৩০ মিনিটে ম্যাথ(৩০)টি করি।কারন ম্যাথ বাদে বাকিগুলো চিন্তা করে উত্তর করার স্কোপ নেই।
৭,ম্যাথ প্রশ্ন থেকে সলভ না করতে পারলে উত্তর তথা চারটি অপশন থেকে প্রশ্নেত্তর বের করার চেষ্টা করুন।
৮,অনেকেই ম্যাথ ইরেজিতে থাকায় বুঝতে পারেন না,এজন্য math English এ করবেন।
৯,টাকা-পঁয়সা,মামা-খালু ইত্যাদি চিন্তা না করে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন ও পরিশ্রমী হোন,কাজে দিবে।
১০,ছোট-বড় সব পোস্টে পরীক্ষা দিন,এতে কম্পিটিশন ও নিজের দক্ষতা সম্পর্কে ধারনা পাবেন।
১১,সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন।
ব্যাংক লিখিত নিয়ে কাল পোস্ট করব ।পরে ভাইভা নিয়ে।
বি.দ্র.সম্পূর্ণ নিজের ক্ষুদ্র আভিজ্ঞতা থেকে লিখেছি।
No comments:
Post a Comment