eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 26, 2017

#একটি মৃতদেহ মাটি থেকে পানিতে চার গুণ বেশি তাড়াতাড়ি পচে।

#কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না!

#প্রতিদিন একটি পাকা টমেটো খেলে শরীরের রক্তকনিকা বাড়ে, ফলে ত্বক পরিস্কার হয়।

একটি রাবার অণুতে ৬৫ হাজার পরমাণু থাকে।

কানাডা একটি ইন্ডিয়ান শব্দ, যার মানে হলো “Big Village (বড় গ্রাম)”!!

কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।

ছোট এলাচ, খেঁজুর ও আঙ্গুর একসঙ্গে পিষে মধু মিশিয়ে খেলে হাপানির কষ্ট কমে।

কাঁচা হলুদ গরম করে গন্ধ শুকলে সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।

#বিঃদ্র:- এখানে গুরুত্বপূর্ণ তথ্য এর fb post link দেওয়া আছে, আপনারা এটা share করুন বন্ধুজের মেনশন করে জানিয়ে দিন।  ভাল লাগলে কমেন্টে T লেখতে পারেন।

https://m.facebook.com/story.php?story_fbid=1098515083613247&id=100003642977453

#পৃথিবীর_বাহ্যিক_ও_অভ্যন্তরীণ_গঠন
১. জন্মের সময় পৃথিবী কেমন ছিল?
-উত্তপ্ত গ্যাসপিণ্ড
২. গ্যাসপিণ্ড ক্রমে শীতল ঘনীভূত হয়ে যে আস্তরণ সৃষ্টি হয় তা হল-। -ভূ-ত্বক।
৩. ভূগর্ভের কয়টি স্তর রয়েছে? -তিনটি।
৪. ভূ-ত্বক যেসব উপাদানে গঠিত তার সাধারণ নাম হল- । -শিলা।
৫. ভূপৃষ্ঠ সর্বদা- । -পরিবর্তনশীল।
৬. ভূপৃষ্ঠের পরিবর্তন কয় ধরনের হয়ে থাকে?
-দুই ধরনের।
৭. পৃথিবীর উপরের স্তরটিকে কী বলে?
-অশ্মমণ্ডল।
৮. ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে কত কিলোমিটার গভীর পর্যন্ত অশ্মমণ্ডল রয়েছে?
-প্রায় ১০০ কিলোমিটার।

#বিঃদ্র:- নিচে গুরুত্বপূর্ণ তথ্য এর fb post link দেওয়া আছে, আপনারা এটা share করুন বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন।

৯. অশ্মমণ্ডলে কোন উপাদান অধিক পরিমাণে রয়েছে? -সিলিকন ও অ্যালুমিনিয়াম
১০. ভূত্বকের শিলাস্তরকে কয় ভাগে ভাগ করা যায়? -দুই ভাগে।
১১. SIAL (সিয়াল) কোন শিলাস্তর?
-হালকা শিলাস্তর।
১২. ভারি শিলাস্তর কোনটি?
-SIMA (সিমা)
১৩. সিয়াল স্তরে থাকে সাধারণত-
-সিলিকা ও অ্যালুমিনিয়াম।
১৪. মহাদেশীয় ভূত্বকের স্তরকে কী বলে?
-সিয়াল।
১৫. সিলিকা ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তর কোনটি? -সেমা।
১৬. সমুদ্র তলদেশ কোন শিলাস্তর দিয়ে তৈরি? -সিমা
১৭. সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত কোথায় দেখতে পাওয়া যায়?
-অশ্মমণ্ডলের উপরিভাগে।
১৮. গুরুমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার?
-প্রায় ২৮৮৫ কি.মি.
১৯. গুরুমণ্ডল মূলত কী শিলা দ্বারা গঠিত?
-ব্যাসল্ট।
২০. গুরুমণ্ডল কয় ভাগে বিভক্ত? -দুই ভাগে।
২১. ঊর্ধ্ব গুরুমণ্ডলের বিস্তৃতি কত?
-৭০০ কি.মি.।
২২. আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা সমৃদ্ধ মণ্ডল কোনটি- । -নিু গুরুমণ্ডল।
২৩. প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু মণ্ডল কোনটি? -কেন্দ্র মণ্ডল।
২৪. কেন্দ্র মণ্ডলের প্রধান উপাদান হল-
-নিকেল ও লোহা।
২৫. কোন খনিজ পদার্থ একটিমাত্র মৌল দ্বারা গঠিত? -হীরা, সোনা, তামা
২৬. কোনটি মমসত্ত্ব অজৈব পদার্থ? -খনিজ।
২৭. গঠন অনুসারে শিলাকে কয়টি প্রধান শ্রেণিতে বিভক্ত করা হয়? -তিনটি
২৮. আগ্নেয় শিলার আরেক নাম কী?
-প্রাথমিক শিলা।
২৯. স্তর না থাকার কারণে আগ্নেয় শিলাকে বলা হয়- । -অস্তরীভূত শিলা।
৩০. কোন শিলায় জীবাশ্ম নেই? -আগ্নেয় শিলায়
৩১. আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়?
-দুই ভাগে।
৩২. ব্যাসস্ট কী ধরনের শিলা?
-বহিঃজ আগ্নেয় শিলা।
৩৩. অন্তঃজ আগ্নেয় শিলার উদাহরণ কোনটি?
-গ্রানাইট, ল্যাকোলিথ।
৩৪. পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে কী বলে? -পাললিক শিলা।
৩৫. পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে? -পাঁচ ভাগ।
৩৬। মহাদেশীয় ভূত্বকের আবরণের শতকরা কত ভাগ পাললিক শিলা? - ৭৫ ভাগ।
৩৭। পাললিক শিলা কোথা থেকে গঠিত হয়?
- পলল বা তলানি থেকে।
৩৮। পাললিক শিলার আরেক নাম কী?
-স্তরীভূত শিলা।
৩৯। কোনটি পাললিক শিলার উদাহরণ?
- বেলেপাথর, কয়লা, চুনাপাথর।
৪০। জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা ও খনিজ তেলকে বলে-।- জৈব শিলা।
৪১। আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে হয়-।- রূপান্তরিত শিলা।
৪২। চুনাপাথর রূপান্তরিত হয়ে কী সে পরিবর্তন হয়? -মার্বেলে।
৪৩। বেলেপাথর রূপান্তরিত হয়ে হয়-
- কোয়ার্টজাইট।
৪৪। গ্রাফাইট হয় কোনটি রূপান্তরিত হয়ে?
- কয়লা।
৪৫। ভূত্বকের আলোড়নকে কী বলে?
- ভূআলোড়ন।
৪৬। ভূ-পৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন সাধিত হয় তাকে কী বলে? -আকস্মিক পরিবর্তন।
৪৭। ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি দ্বারা সংঘটিত হয় কোন ধরনের পরিবর্তন?
-আকস্মিক পরিবর্তন।
৪৮। আকস্মিক পরিবর্তনের বিপরীত অবস্থা কোনটি? - ধীর পরিবর্তন।
৪৯। পামীর মালভূমিতে বিশাল ভূপাত হওয়ার ফলে কোথায় ভূমিকম্প হয়েছিল?-তুরস্কে।
৫০। তুরস্কে ভূমিকম্প সংগঠিত হয়েছিল কত সালে? -১৯১১ সালে।
৫১। শিলাতে ভাজের সৃষ্টির ফলে বিহারে ভূমিকম্প হয়েছিল কত সালে-।- ১৯৩৫ সালে।
৫২। ১৯৫০ সালে কোথায় ভূমিকম্প হয়েছিল?
- আসামে।
৫৩। ১৯৫০ সালে আসামের ভূমিকম্পে কোন নদীর গতি পরিবর্তিত হয়েছিল? - দিবং।
৫৪। ১৮৯৯ সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলের কী পরিমাণ স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়েছিল? -প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার।
৫৫। সুনামি শব্দটি কোন ভাষার শব্দ? -জাপানি।
৫৬। জাপানি ভাষায় সুনামি শব্দের অর্থ কী?
-পোতাশ্রয়ের ঢেউ।
৫৭। সুনামির পানির ঢেউকে কী বলে?
-ওয়েভ ট্রেন বা ঢেউয়ের রেলগাড়ি।

#বিখ্যাত_ব্যক্তিদের_উপাধি

শিল্পাচার্য -- অবনীন্দ্রনাথ ঠাকুর(ভারত)।

ডেজার্ট ফক্স -- জেনারেল রোমেল(যুক্তরাজ্য)।

ভারতের নাইটঙ্গেল -- সরোজিনী নাইডু(ভারত)।

মিঃ কে -- নিকিতা কুশ্চেভ(রাশিয়া)।

শিল্পাচার্য -- জয়নুল আরেদীন(বাংলাদেশ)।
সীমান্ত গান্ধী -- আব্দুল গাফফার খান(পাকিস্তান)।
সার্পেন্ট অব দি নাইল -- রাণী ক্লিওপেট্রা(মিশর)।
হার্ট সার্জন -- ডঃ উইলিয়াম ক্রিশ্চিয়ান বার্নার্ড(দক্ষিণ আফ্রিকা)।

ব­ইন্ড বার্ড -- হোমার(গ্রীস)।
বিদ্রোহী কবি -- কাজী নজরুল ইসলাম(বাংলাদেশ)।
বিশ্বকবি, কবিগুরু -- রবিন্দ্রনাত ঠাকুর(ভারত)।

আইনের শাসক -- আইজেন হাওয়ার(যুক্তরাষ্ট্র)।
আইনের শাসক -- আলফ্রেড দি গ্রেট(যুক্তরাজ্য)।
আংকেল হো -- হো চি মিন(ভিয়েতনাম)।
মহান শাসক -- গিয়াসউদ্দিন বলবান(ভারত)।

আতার্তুক -- কামাল পাশা(তুরস্ক)।
আধুনিক জার্মানীর জনক -- প্রিন্স বিসমার্ক(জার্মানী)।
আরবের নাইটিঙ্গেল -- উম্মে কুলসুম(মিশর)।
আয়রন ডিউক -- ডিউক অব ওয়েলিংটন(যুক্তরাজ্য)।
আয়রন চ্যান্সেলর -- প্রিন্স বিসমার্ক(জার্মানী)।

কায়েদে-এ আজম -- মোহাম্মদ আলী জিন্নাহ(পাকিস্তান)।
গুর্খা -- নেপালী সৈন্য (নেপাল)।
গ্রান্ড ওল্ডম্যান -- ­গ্লাডস্টোন(যুক্তরাজ্য)।
গ্রান্ড ওল্ডম্যান -- দাদাভাই নওরোজী(ভারত)।

টাইগার -- জর্জ ক্লেমেড(যুক্তরাজ্য)।
ডটার অব দ্যা ইস্ট -- (ফ্রান্স)।
বেনজীর ভুট্টো(পাকিস্তান)।

মাস্টারদা -- সূর্যসেন(বাংলাদেশ)।
ম্যান্ডারিন -- চীনা রাজ কর্মচারী(চীন)।
লিটল করপোরাল -- নেপোলিয়ন বোনাপোর্ট(ফ্রান্স)।
দেশবন্ধু -- চিত্তরঞ্জন দাস(ভারত)।

ইংরেজি কাব্যে জনক -- জিওফ্রে চসার(যুক্তরাজ্য)।
ইতিহাসের জনক -- হিরোডোটাস(গ্রীস)।
উত্তরের যাদুকর -- স্যার ওয়াল্টার স্কট(যুক্তরাজ্য)।
উন্মাদ সন্যাসী -- রাসপুটিন(রাশিয়া)।

নেতাজী-- সুভাষ বোস(ভারত)।
ফুয়েরার -- এডলফ(জার্মানী) হিটলার(এডলফ হিটলার)।
লৌহ মানবী -- মার্গারেট থ্যাচার(যুক্তরাজ্য)।
বঙ্গবন্ধু -- শেখ মুজিবুর রহমান(বাংলাদেশ)।
বাংকার্নো -- ডঃ আহমেদ সুকর্ন(ইন্দোনেশিয়া)।

শান্তির মানুষ -- লাল বাহাদুর শাস্ত্রী(ভারত)।
শের -ই বাংলা -- এ কে ফজলুল হক(বাংলাদেশ)।

চে আর্নেসেটা -- চে গুয়েভারা(আর্জেন্টিনা)।

বাপুজী -- মহাত্মা গান্ধী(ভারত)।
বাংলার বাঘ -- আশুতোষ মুখার্জী(ভারত)।
লেডি উইথ দি ল্যাম্প -- ফ্লোরেন্স নাইটঙ্গেল(ইটালী)।
লোকমান্য -- বালগঙ্গাধর তিলক(ভারত)।

চাচা -- জওহরলাল নেহেরু(ভারত)।
জন বুল -- ইংরেজ জাতি(যুক্তরাজ্য)।
জি বি এস -- জর্জ বার্নার্ড শ’(যুক্তরাজ্য)।

#বৈজ্ঞানিক_যন্ত্রপাতির_নাম_ও_তার_ব্যবহার

১। মিটার স্কেল → দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র।
২। ভার্নিয়ার স্কেল → দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ)।
৩। স্লাইড ক্যালিপার্স → বস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহিব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়।
৩। স্প্রিং নিক্তি → সরাসরি বস্তর ওজন নির্ণায়ক।
৪। তুলা যন্ত্র → খুব অল্প পরিমাণ জিনিসের ভর সুক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র।
৫। জাইরোকম্পাস → জাহাজের দিক নির্ণায়ক।
৬। অডিও মিটার → শব্দের তীব্রতা নির্ণায়ক।
৭। অডিও ফোন → কানে দিয়ে শোনার যন্ত্র।
৮। সিসমোগ্রাফ → ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র।
৯। রিখটার স্কেল → ভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেলে। এ স্কেলে ১ থেকে ১০ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়।১৯৩৫ সালে সি. এফ. রিখটার এটি আবিষ্কার করেন।
১০। রেইনগেজ → বৃষ্টি পরিমাপক যন্ত্র।
১১। সেক্স্রট্যান্ট → সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র।
১২। ক্রোনোমিটার → দ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র।
১৩। অ্যাক্সিলারোমিটার → ত্বরণ পরিমাপক যন্ত্র।
১৪। স্প্রিডোমিটার → দ্রুতি পরিমাপক যন্ত্র।
১৫। ভেলাটোমিটার → বেগের পরিমাণ নিণায়ক।
১৬। অ্যানিমোমিটার → বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র।
১৭। ওডোমিটার → মোটর গাড়ির গতি নির্ণায়ক।
১৮। ট্যাকোমিটার → উড়োজাহাজের গতি নির্ণায়ক।
১৯। অলটিমিটার → উচ্চতা নির্ণায়ক।
২০। ফ্যাদেমিটার → সমুদ্রের গভীরতা নির্ণায়ক।
২১। ম্যানোমিটার → গ্যাসের চাপ নির্ণায়ক।
২২। ব্যারোমিটার → বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক।
২৩। এনোমোমিটার → বায়ুর গতিবেগ মাপক যন্ত্র।
২৪। হাইগ্রোমিটার → বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র।
২৫। হাইড্রোমিটার → তরলের আপেক্ষিক গুরত্ব বা ঘনত্ব নির্ণায়ক।
২৬। ল্যাক্টোমিটার → দুধের বিশুদ্ধতা নির্ণায়ক।
২৭। হাইড্রোফোন → পানির তলায় শব্দ নিরুপণ যন্ত্র।
২৮। ক্যালরিমিটার → তাপ পরিমাপক যন্ত্র।
২৯। থার্মোমিটার → উষ্ণতা পরিমাপক যন্ত্র।
৩০। থার্মোস্ট্যাট → ফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদিতে সি’র তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র।
৩১। পাইরোমিটার → তারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক।
৩১। টেনসিওমিটার → তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র।
৩২। অ্যামিটার → বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র।
৩৩। গ্যালভানোমিটার → সুক্ষ্ম মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র।
৩৪। ওহম মিটার → পরিবাহীর রোধ নির্ণায়ক।
৩৫। ভোল্ট মিটার → বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র।
৩৬। ইলেক্ট্রফেরাস → বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্র।
৩৭। ভ্যানডিগ্রাফ → বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র।
৩৮। তড়িৎবীক্ষন যন্ত্র/ইলেক্ট্রোস্কোপ → কোন বস’তে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণায়ক।
৩৯। স্ফিগমোম্যানোমিটার → মানবদেহের রক্তচাপ নির্ণায়ক।
৪০। স্টেথোস্কোপ → হৃৎপিন্ড ও ফুসফুসের শব্দ নিরুপক যন্ত্র।

রাজধানী ঢাকার ইতিহাস
১। প্রতিষ্ঠা- ১৭৭২ সালে ।
২। নামকরণ- ঢাকেশ্বরী দূর্গ থেকে । ৩। জাহাঙ্গীরনগর নামকরণ- সুবেদার ইসলাম খাঁ ।
৪। Dacca থেকে Dhaka হয়- ১৯৮২ সালে ।
৫। রাজধানী হয়- ৪ বার ।
৬। ১ম রাজধানী স্থাপক- সুবেদার ইসলাম খাঁ ।
৭। ঢাকা গেট- মীর জুমলা ।
৮। ছোট কাটরা- শায়েস্তা খাঁ ।
৯। বড় কাটরা- শাহ সুজা ।
১০। লালবাগ দূর্গের পূর্ব নাম- আওরঙ্গবাদ দূর্গ ।
১১। লালবাগ দূর্গে সিপাহী বিদ্রোহ হয়- ১৮৫৭সালে।
১২। হোসেনী দালান নির্মান করেন- মীর মুরাদ ।
১৩। তারা মসজিদ- শায়েস্তা খাঁ ।
১৪। ঢাকা কলেজ- ১৮৪১ সালে ।
১৫। ঢাকা ক্লাব- ১৮৫১সালে ।
১৬। কার্জন হল- ১৯০৫ সালে ।
১৭। গভর্ণর হাউসকে বঙ্গভবন করা হয়- ১৯৭২ সালে ।
১৮। অপরনাম- মসজিদের, রিক্সার শহর ।
১৯। পৃথিবীর ১১তম মেগাসিটি ঢাকা শহর ।
২০। পৃথিবীর ৯ম বৃহত্তম শহর ।
২১। ঢাকা পৌরসভা- ১৮৬৪ সালে ।
২২। ঢাকা পৌরসভা কর্পোরেশন- ১৯৭৮ সালে ।
২৩। ঢাকা সিটি কর্পোরেশন- ১৯৮৯ সালে ।
২৪। প্রথম নির্বাচিত মেয়র- মোঃ হানিফ (১৯৯৪সাল) ।
২৫। ঢাকাই মসলিন গ্রন্থটির রচয়িতা- ডঃ আব্দুল করিম।

#বিখ্যাত_সংবাদ_সংস্থা

মেনা -- মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা।
সমাচার ভারতী -- ভারতের সংবাদ সংস্থা।

কে এন আই -- ক্যান্টারবেরিটা ন্যাশনাল ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া।

বাসস - বাংলাদেশ সংবাদ সংস্থা।
এপি -- এসোসিয়েটেড প্রেস, যুক্তরাষ্ট্র।
সিনহুয়া -- চীনের সংবাদ সংস্থা।
রয়টার -- যুক্তরাজ্যের সংবাদ সংস্থা।

সিপি -- দি কানাডিয়ান প্রেস, কানাডা।
এস পি এ -- সৌদি প্রেস এজেন্সি, সৌদি আরব।

পিটিআই -- প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, ভারত।
এ পি পি -- এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান, পাকিস্তান।
তাস -- রাশিয়ার সংবাদ সংস্থা।
ইরনা -- ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সী, ইরান।
ইনা -- ইরাকী নিউজ এজেন্সী, ইরাক।
আনতারা -- ইন্দোনেশিয়ার একটি সংবাদ সংস্থা।
ইউ এন আই -- ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া, ভারত।
ইউ পি আই -- মার্কিন যুক্তরাষ্ট্র।

সানা -- সিরিয়ার সংবাদ সংস্থা।
এ ডি এন -- জার্মানীর সংবাদ সংস্থা।
তানযুগ -- যুগোশ্লাভিয়ার সংবাদ সংস্থা।
নভেস্তি -- রাশিয়ার সংবাদ সংস্থা।

জে এন আই -- জিউস টেলিগ্রাফিক এজেন্সী, ইসরাইল।
আর এস এস -- রাষ্ট্রীয় সমাচার সমিতি, নেপাল।

এ এফ পি -- এজেন্সী অব ফ্রান্স প্রেস, ফ্রান্স।
এ এন এ -- আরব নিউজ এজেন্সী, মিশন।
এন সি এন এ -- নিউ চায়না নিউজ এজেন্সি, চীন।
এম ই এন এ -- মিডল ইস্ট নিউজ এজেন্সী, মিশর।
জানা -- লিবিয়া সংবাদ সংস্থা।

এ এন এ -- এথেনাজেন্স, গ্রীস।
এ পি এস -- আলজেরিয়ার সংবাদ সংস্থা।
হিন্দুস্থান সমাচার -- ভারতের সংবাদ সংস্থা।

#নিরক্ষরেখার_অক্ষাংশ কত?
উত্তর : ০ডিগ্রী
2.  সুমেরুর অক্ষাংশ কত?
উত্তর : ৯০ডিগ্রী উত্তর
3. কুমেরুর অক্ষাংশ কত?
উত্তর : ৯০ডিগ্রী দক্ষিণ
4. নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত?
উত্তর : ৯০ডিগ্রী
5.  কর্কটক্রান্তি কত ডিক্রি?
উত্তর : ২৩.৫ডিগ্রী উত্তর।
6.  মকরক্রান্তি কত ডিগ্রি?
উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ।
7.  সুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে?
উত্তর : ৬৬.৫ডিগ্রী উত্তর।
8. কুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে?
উত্তর : ৬৬.৫ডিগ্রী দক্ষিণ।
9. বিষুবরেখাকে কী বলে?
উত্তর : মহাবৃত্ত।
10.  নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ০০-৩০ডিগ্রী
11.  মধ্য অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ৩০ডিগ্রী-৬০ডিগ্রী
12. উচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ৬০ডিগ্রী-৯০ডিগ্রী
13. অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে? কী কী?
উত্তর : ২টি, ১টি ধ্রুবতারা ২ সেক্সট্যান্ট ও সূর্যের অবস্থান
থেকে।
14. যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ হয় তাকে কী বলে?
উত্তর : সেক্সট্যান্ট।
15. সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে তাকে কী বলে?
উত্তর : বিষ্ণুলম্ব। (২৩.৫ডিগ্রী উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ)
16. দ্রাঘিমা রেখার অপর নাম কী?
উত্তর : মধ্যরেখা
17.  মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে?
উত্তর : যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ।
18. মূল মধ্যরেখার মান কত?
উত্তর : ০ডিগ্রী
19. পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোন কত?
উত্তর : ৩৬০ডিগ্রী।
20. প্রতি মিনিট দ্রাঘিমা এক ডিগ্রির কত অংশের সমান?
উত্তর : ১/৪ডিগ্রী অংশের।
21. নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও
দ্রাঘিমাংশ কত?
উত্তর : ০ডিগ্রী।
22. কতটি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করা যায়?
উত্তর : ২টি, ১ স্থানীয় সময়ের পার্থক্য ২ গ্রিনিচের সময়ের
পার্থক্য
23. ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত?
উত্তর : ৪ মিনিট।
24. গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়?
উত্তর : ক্রনোমিটার ঘড়ি।
25.  কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়?
উত্তর : সেঙ্ট্যান্ট
26.  আমেরিকার প্রমাণ সময় কয়টি?
উত্তর : ৪টি।

১। নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার ?
- ২প্রকার । প্রকৃত ও অপ্রকৃত।
প্রকৃত কোষ >> দেহ কোষ ও জনন কোষ।
অপ্রকৃত কোষ > সবুজ শৈবাল, অ্যামিবা, ব্যাটেরিয়া।
২। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?
-- মাইটোকণ্ড্রিয়াকে।
৩। জীবদেহের শক্তি উত্পাদন কারী শ্বষণ প্রক্রিয়া কোথায় সংগঠিত হয় ?
- মাইটোকনিড্রয়ায়
৪। প্লাস্টিড কত প্রকার ?
- তিন প্রকার । যথা : ১। ক্লোরোপ্লাস্ট >> সবুজ ২। ক্রোমোপ্লাস্ট >> সবুজ বাদে রঙ্গিন ৩। লিউকোপ্লাস্ট >> বর্ণ হীন ।
৫। আমিষ সংশ্লেষণ করে কে?
- রাইবোজোম।
৬। প্রাণিকোষে কোষ বিভাজনের সময় এস্টার রে গঠন করে কে?
- সেন্টিওল।
৭।জীবানু ভক্ষণ করা কাজ ?
- লাইসোজোম্।
৮। গলজি বস্তু কোথায় পাওয়া যায় ?
- প্রাণি কোষে।
৯। কোষ গহ্বর থাকে কোথায় ?
- উদ্ভিদ কোষে।
১০। কোষের মতিষ্ক বা কোষের সকল প্রকার জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে?
- নিউক্লিয়াস বা কেন্দ্রিকা ।
১১। বংশগতির গুনাবলী বহন করে িএক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় কে?
-জিন বা ক্রোমাটিন জালিকা । এটি ক্রোমোজোমে থাকে।
১২। স্যাটেলাইট কোথায় পাওয়া যায় ?
- ক্রোমোজমে।

১। একই গঠনবিশিষ্ট িএকগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উত্পত্তি যদি অভিন্ন হয় তাকে ..... বলে ?
- টিস্যু।
২। টিস্যু কয় প্রকার ?
- ২দু প্রকার । যথা ১.ভাজক টিস্যু ২. স্থায়ী টিস্যু।
৩। স্থায়ী টিস্যু কত প্রকার ?
- ২ প্রকার । যথা । ১. সরল টিস্যু ২. জটিল টিস্যু ।
৪। সরল টিস্যু কয় প্রকার ?
- ৩প্রকার । যথা : ১. প্যারেনকাইমা ২. কোলেনকাইমা ৩. স্ক্লেরেনকাইমা।
৫। উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করে এবং পানি ও খনিজ লবণ বহন করে কে? এবং কাকে ফাইবারও বলে ?
- স্ক্লেরেনকাইমা।
৬।জটিল টিস্যু কত প্রকার ?
- ২প্রকার । জাইলেম ও ফ্লোয়েম্।
৭। জাইলেমের কোষ গুলো কি কি?
- ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকামইমা ও জাইলেম ফাইবার ।
৮।পাতায় তৈরি খাদ্য সমস্ত দেহে এবং মূল হতে পানি পাতায় কে সরবরাহ করে ?
- জাইলেম টিস্যুু।
৯। ফ্লোয়েম এর কোষ গুলো কি কি?
- সিভকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু।
১০। পাটের আশঁ কি ধরণের ফাইবার ?
- বাস্ট ফাইবার ।

প্রাণির টিস্যুর প্রকার ভেদ
১। প্রাণিদেহে কয় ধরণের টিস্যু পাওয়া যায় ?
- ৪ ধরণের । যথা :
ক.এপিথেলিয়াল বা আবরণী টিস্যু
খ। কানেকটিভটিস্যু বা যোজক কলা ।
খ। পেশিটিস্যু
গ। স্নায়ুটিস্যু।

২। আবরণী টিস্যু কত প্রকার । (৩৫তম বিসিএস )
- ৩প্রকার । ১. স্কোয়ামাস ২.কিউবডাল ৩. কলামনার ।
৩। কোন টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা কম ?
- কানেকটিভ বা যোজক টিস্যুতে।
৪। কানেকটিভ বা যোজক টিস্যু কত প্রকার ?
- ৩ প্রকার। ক, ফ্রাইব্রাস খ. স্কেলিটার গ. তরল টিস্যু।
৫। অস্থি ও তরুনাস্থি কোণ ধরণের টিস্যু ।?
- স্কেলিটাল যোজক টিস্যু।
৬। রক্ত কি ধরণের টিস্যু ?
- তরল যোজক টিস্যু।
৭। রক্ত কি ধরণের ?
- ক্ষারীয় , ঈষদ লবণাক্ত ।
৮। রক্ত কোন কোন নালির ভিতর দিয়ে প্রবাহিত হয় ?
- শিরা , ধমনী , কৈশিকজালিকা।
৯। রক্তের উপাদান কয়টি ?
- ২টি । যথা। রক্ত রস ও রক্ত কণিকা ।
১০। রক্তরসে শতকরা কত অংশ পানি ?
- ৯১-৯২%।
১১।রক্তকণিকা কয় ধরণের ?
- ৩ধরণের । যথা । ১. লোহিত কণিকা , ২. শ্বেত কণিকা ৩. অনুচক্রিকা ।
১২। কিসের কারণে রক্ত লাল হয় ?
- হিমোগ্লোবিনের কারনে।
১২। হিমোগ্লোবিন কি? (৩৫তম)
- আয়রণ বা লৌহজাত
১৩। কে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ?
- হিমোগ্লোবিন।
১৪। জীবানু ধ্বংস করে কে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয় ?
- শ্বেত কণিকা।
১৫। রক্ত জমাট বাঁধতে কে সহয়তা করে ?
- অনুচক্রিকা বা থ্রম্বোসাইট।
১৬।কোন টিস্যুতে একাধিক নিউক্লিয়াস থাকে?
- পেশি টিস্যু। এজন্য পেশিতে এত শক্তি ।
১৭। পেশি টিস্যু কত প্রকার ?
- ৩প্রকার । যথা : ১. ঐচ্ছিক ২. অনৈচ্ছিক ৩. হৃদ পেশি ।
১৮।মানুষের পাযের পেশি কোন ধরণের পেশি ?
- ঐচ্ছিক পেশি। >(এটিতে আড়াআড়ি দাগ থাকে বলে একে অমসৃণ পেশিও বলে।
১৯। মেরুদন্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিকনালী, ইত্যাদিতে কোন পেশি থাকে?
- অনৈচ্ছিক পেশি বা মসৃন পেশি।
২০। কার্ডিয়াক বা হৃদপেশি কি ধরণের পেশি?(৩৫তম বিসিএস )
- এক বিশেষ ধরণের অনৈচ্ছিক পেশি।
২১। কোন টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় এবং তাতে সাড়া দেয় ?
- স্নায়ুটিস্যু ।
২২। স্নায়ুটিস্যুর একক কি?
- নিউরণ
২২। একটি নিউরণে কয়টি অংশ থাকে?
- ৩টি। যথা : অ্যাক্সন, ডেনড্রাইট, ও কোষদেহ।
২২। নিউরণের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্তু নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে কি বলে ?
- অ্যাক্সন।
২৩। নিউরনের কোষদেহে প্রলম্বিত অংশকে বলে
- ডেনড্রাইট।
২৪। পরপর দুট নিউরনে প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়সন্ধি গঠিত হয় তাকে কি বলে ?
- সিনাপসিস।
২৪। কার মাধ্যমে স্নায়ুটিস্যু উদ্দিপণা বহন ও সংগ্রহ করে ?
- সিনাপসিস।
২৫। প্রাণীদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ?
-- -ত্বক
২৬।হরমোন কোন গ্রন্থি থেকে নিসৃত হয় ?
- অন্ত:ক্ষরা
২৭। কোন কোন গ্রন্থির সম্বনয়ে অন্ত:ক্ষরা গ্রন্থি গঠিত?
- পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড ,অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস ও সুপ্রেনাল ইত্যাদি।

1.জীব বিজ্ঞানের জনক কে?
-- অ্যারিস্টটল
২। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স কি বিষয়ে আলোচনা করা হয় ?
- জিন ও বংশধারা
২। বিবর্তনবিদ্যা(Evolution )কি বিষয়ে আলোচনা করা হয় ?
- পৃথিবীতে প্রাণের বিকাশ, জীরের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ।
৩। এন্ডোক্রাইনোলজি কি বিষয়ে আলোচনা করা হয় ?
-ে হরমোন এর কার্যকারিতা
৪। বায়োইনফরমেটিকস কি বিষয়ে আলোচনা করা হয় ?
-- কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার ইত্যাদি বিশ্লেষন ্
-
অঙ্গনিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে ?
- এ্যানাটমি।
৫। ট্যাক্সোনমিতে কি বিষয়ে আলোচনা করা হয় ?
- উদ্ভিদ ও প্রাণিজগতের শ্রেণিবিন্যাস ।
৫। শ্রেণিবিন্যাসের জনক কে?
- ক্যারোল্যাস লিনিয়াস
৬। এ পর্যন্ত কতগুলো প্রজাতির উদ্ভিদ ও প্রাণির নামকরণ করা হয়েছে ?
- উদ্ভিদ ৪লক্ষ , প্রাণি ১লক্ষ।
৭। শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি?
- প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা ও পূণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা ।
৮। ক্যারোলাস লিনিয়াস প্রাণিজগতকে কয়টি ভাগে ভাগ করেছিলেন ?
- দুটি।
৯। হুইটেকার প্রাণিজগতকে কয়টি ভাগে ভাগ করেছিলেন ?
-৫টি।
১০। শ্রেণিবিন্যাসের কয়টি ধাপ আছে ?
- ৭টি। সর্বোচ্চ একক > জগত , সর্বনিম্ন > প্রজাতি ।
১১। দ্বিপদ নামকরণের জনক কে?
- ক্যারোল্যাস লিনিয়াস।
১২। দ্বিপদ নামকরণ কোন ভাষায় লিখতে হয় ?
-ল্যাটিন।
১৩ ICBN ?
- International Code of Botanical Nomenclature
14. ICZN ?
-- International Code of Zoological Nomenclature
১৫। কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ ও প্রাণির দ্বিপদ নাম :‘
মানুষ >> Homo sapiens
ধান >>> Oryza Sativa
শাপলা >>>> Nymphea nouchali
দোয়েল >> Copsychus saularis
রয়েল বেঙ্গল টাইগার >> Panthera Tigris
গোলআলু <<<>>>.>>Solanum tuberosum
ইলিশ >>>>>>>>>>Tenualosa ilisha
আম >>>>>> Magnifera indica

No comments:

Post a Comment