eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 26, 2017

পন্ডিত অতীশ দীপংকরের জন্মস্থান? উত্তর : বিক্রমপুর।

১. পন্ডিত অতীশ দীপংকরের জন্মস্থান?
উত্তর : বিক্রমপুর।
২. আড়িয়াল বিল?
উত্তর : মুন্সিগঞ্জ।
৩. বাংলাদেশেরর প্রাকৃতিক মৎস প্রজনন নদী??
উত্তর: হালদা।
৪.দুবলার চর?
উত্তর : সুন্দরবনের দক্ষিন উপকুলে।
৫. ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক হবে?
উত্তর : টোকিও।
৬. সমুদ্রবন্দর নেই?
উত্তর : আফগানস্তান।
৭. বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি?
উত্তর: মুশফিকুর রহিম।
৮.বিগ এপেল?
উত্তর : নিউইয়র্ক।
৯.যুক্তরাজ্য এর প্রধানমন্ত্রী?
উত্তর : তেরেসা মে।
১০. সত্যেন্দ্রনাথ বসু ছিলেন?
উত্তর : পদার্থবিদ।
১১. ফেলেপসের অলিম্পিক সোনা?
উত্তর: ২৩ টি।
১২. দীর্ঘতম দিন?
উত্তর : ২১ জুন।
১৩. পিরানহা কি?
উত্তর : মাছ।
১৪. মিয়ানমারের প্রেসিডেন্ট?
উত্তর : তিন কিয়াও।
১৫.ইন্টারপোল কি?
উত্তর: আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
১৬. তাহরির স্কয়ার?
উত্তর : কায়রো।
১৭. ওপেক & ককমনওয়েলথ ভুক্ত দেশ।
উত্তর : নাইজেরিয়া।
১৮. হোলসিংকি যে দেশের রাজধানী?
উত্তর: ফিনল্যান্ড।
১৯. উত্তরা গণভবন?
উত্তর : নাটোর।
২০. ব্রাজিল যার উপনিবেশ?
উত্তর : পর্তুগাল।
২১. সালভাদর ঢালি?
উত্তর : চিত্রশিল্পী।
২২. মেক্সিকোর প্রাচীন সভ্যতা?
উত্তর : আজটেক।
২৩. লুভ্যর মিউজিয়াম?
উত্তর : প্যারিস।
২৪. অলিখিত সংবিধান?
উত্তর : যুক্তরাজ্য।
২৫. প্রিজন নোটবুকের রচয়িতা?
উত্তর: আন্তনিও গ্রামসি।
২৬. রিখটারস্কেল মাপে?
উত্তর: ভুমিকম্প।
২৭. ব্রিকসের সদস্য?
উত্তর: দক্ষিন আফ্রিকা।
২৮. মানবাধিকার কমিশনের দপ্তর?
উত্তর: প্যারিস।
২৯. জাপানের অন্য নাম
উত্তর: নিপ্পন।
৩০. ক্রিকেট পিচ?
উত্তর: ৬৬ ফিট।
৩১. লং ওয়াক টু ফ্রিডম বইয়ের রচয়িতা?
উত্তর: নেলসন ম্যান্ডেলা।
৩২. বিজু পালিত হয়?
উত্তর: পহেলা বৈশাখে।
৩৩. কানাডার প্রধানমন্ত্রী?
উত্তর: জাস্টিন ট্রুডো।
৩৪. প্রথম নারী প্রধানমন্ত্রী?
উত্তর: শ্রীলংকা।
৩৫. অভিন্ন নদী?
উত্তর: ৫৪।

No comments:

Post a Comment