ছোট্ট একটা ছেলে নদীতে পড়ে গেছে, সে প্রায় ডুবেই যাচ্ছে কিন্তু তাকে বাঁচাতে কেউ নদীতে নামছে না। সবাই পাড়ে দাঁড়িয়ে হায় হায় করছে। আহারে ছেলেটা ডুবে গেল, কেউ একজন বাচাও, কেউ একজন দয়া কর। তারা শুধু চিৎকার করেই গেল কিন্তু শিশুটিকে বাঁচাতে গেল না। হঠাৎ দেখা গেল একজন বীরপুরুষ নদীতে ঝাঁপ দিয়ে পড়ল এবং সাঁতরে যেয়ে শিশুটিকে পাড়ে নিয়ে এল। সবাই তাকে বাহবা দিতে লাগল, ‘সাবাস, আপনে ওরজিনাল হিরু।’ আপনে না থাকলে পোলাডার মায়ের বুক খালি হয়া যাইত আপনি আসলেই হিরু। প্রশংসিত লোকটা খুশী না হয়ে হঠাৎ গেল ক্ষেপে, ‘আরে রাখেন আপনের হিরু, আমি খুজতাছি আমারে ধাক্কা দিয়া ফালাইলো কুন হালায় ...।’
এই কৌতুকটার মেসেজটা কি? মেসেজটা হলো সবাই বলে, ‘করতে হবে করতে হবে’ কিন্তু করার লোকটার অভাব অর্থাৎ উদ্যোক্তার অভাব। সবাই-ই বলে, হ্যাঁ ইংরেজী খুব জরুরী, শিখতে হবে, শিখতে হবে। কিন্তু ক’জন আছে ধাক্কা না খেয়ে নিজ উদ্যোগে শিখতে চায়? ঐ ‘হিরু’ তো তাও ভালো অন্তত ধাক্কা খাওয়ার পর উদ্যোগ নিয়েছে কিন্তু আমরা অনেকেই ধাক্কা খাওয়ার পরও উদ্যোগী হই না।
ভেবে দেখেন তো, শুধু চাকরীর জন্যে, বিদেশে যাওয়ার জন্য ইংরেজী দরকার না কি জীবনের জন্যে এই আন্তর্জাতিক ভাষাটা শেখা জরুরী? এমনকি বাংলাকে বা বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিতে হলেও ইংরেজী চাই। মানবজাতির মুক্তির মধুর বাণিগুলি বিশ্বব্যাপী প্রচার করতে হলেও তো ইংরেজি চাই। স্বাভাবিকভাবে এই ভাষাটা যিনি জানেন না তিনি আন্তর্জাতিক মানের বোবা।
তাই আসেন ‘বোবা’ না হয়ে উদ্যোগী হই, ইন্টারন্যাশনালি বাংলাকে এবং বাংলা মা কে তুলে ধরি-
যারা ১ মাসের মধ্যে স্বীয় ইচ্ছায় English Speaking শিখতে চান তারা ইনবক্স করতে পারেন।
No comments:
Post a Comment