*শ্যাম্পু করার পর এক মগ পানিতে একটি লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিলে খুশকি যেমন কম হবে, তেমনি চুল বেশ ঝলমলে ও মসৃন হবে। দেখবেন চুলে আসবে বাড়তি উজ্জ্বলতা।
*লেবুর রস খুশকি রোধে খুবই উপকারী। নারিকেল তেলে লেবুর রস মিশিয়ে মাথায় তালুতে লাগিয়ে কিছুক্ষণ রেখে ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে ফেলুন। এতেও বেশ সমাধান আসবে বলে আশা করা যায়।
*সপ্তাহে একদিন নারিকেল তেল হালকা গরম করে মাথার তালুতে ভালো করে ম্যাসাজ করুন। তারপর সামান্য গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় জড়িয়ে ২০ মিনিট পেঁচিয়ে রেখে দিন। ঘণ্টাখানেক রেখে ভালো কোনো শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে ফেলুন। নিয়মিত করলে তিন সপ্তাহে চুলের গোড়া থেকে খুশকি দূর হবে বলে আশা করা যায়।
*ভেজা চুল বেঁধে রাখবেন না। চুল সবসময় ভালো করে শুকিয়ে নিন। তা না হলে খুশকির প্রকোপ আরো বেড়ে যাবে বৈ কমবে না।
*পেঁয়াজের রসও খুশকি প্রতিরোধ করতে বেশ কার্যকর। একটি পেঁয়াজ থেঁতো করে রস চুলের গোড়ায় লাগান। আধাঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। দেখবেন চুল থেকে খুশকি দূর হচ্ছে ধীরে ধীরে।
*চুলে সবসময় ভালো মানের কোনো খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করুন। তাতেও বেশ উপকার পাবেন।
*সবসময় চুলের গোড়া পরিষ্কার রাখুন।
No comments:
Post a Comment