eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, March 26, 2018

ঋতুদানের সময় যেভাবে নির্ধারণ: কিভাবে ঋতুদান করলে ছেলে ও মেয়ে সন্তান উৎপন্ন হবে এবং কখন করলে হবে???

#‎ঋতুদান_কাল‬

ইহা খুবই শিক্ষণীয় একটা পোষ্ট, যারা জ্ঞান অর্জনে লজ্জ্বাবোধ করেন তারা না পাড়লেও চলবে। আর সমালোচনা করলে ওনাকে মূর্খ বলা ছাড়া আর কিছুই বলার থাকবে না।

ইহার সম্পর্কে লেখার পূর্বে কিছু কথা বলে নেই, বর্তমানে ব্রুণ হত্যা বা গর্ভে শিশু হত্যা প্রকট আকার ধারণ করেছে। এর কারণ কারো পছন্দ পুত্র সন্তান ও কারো পছন্দ কন্যা সন্তান। আর পছন্দ মত না হলেই শিশুকে গর্ভে হত্যা করে তার মাতা পিতা, যা কিনা ভয়ানক একটা পাপ ও নিন্দনীয় কাজ।

এই পোষ্টে আমি আদি পিতা মনুর ব্যাখ্যা অনুসারে এর কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। কিভাবে ঋতুদান করলে ছেলে ও মেয়ে সন্তান উৎপন্ন হবে এবং কখন করলে হবে??? যার ফলে ব্রুণ হত্যা হ্রাস পাবে বলে আশা করি।

আদি পিতা মনু ঋতুদানের সময় যেভাবে নির্ধারণ করেছেন তা হল-

ঋতুদানের সময় পুরুষ পর্ব অর্থাৎ ১৬দিনের মধ্যে যদি পুর্ণিমা, অমাবস্যা, চতুদ্দর্শী ও অষ্টমী পড়ে তাহলে ঐ তিথিগুলো পরিত্যাগ করিবে। এই সব তিথিতে স্ত্রীপুরুষ কখনো রতিক্রিয়া মানে সন্তান উৎপাদনের জন্য দৈহিক সম্পর্ক স্থাপন করিবে না।
#‎মনুসংহিতা‬ ৩।৪৫.

নারীর স্বাভাবিক ঋতুকাল ১৬ রাত্রি অর্থাৎ রজোদর্শনের দিন হতে পরবর্তী ১৬দিন পর্যন্ত ঋতুর সময়। এর মধ্যে প্রথম ৪রাত্রি অর্থাৎ যেদিন রজস্বলা হবে, সেই দিন হতে ৪দিন নিন্দিত অর্থাৎ নিষিদ্ধ। ১ম ২য় ৩য় ও ৪র্থ রাত্রিতে পুরুষ স্ত্রীকে কখনো স্পর্শ করিবে না তথা সম্বোগ করিবেন না। রজস্বলা স্ত্রীর ছোঁয়া জলও পান করিবে না। এই ৪রাত্রে সমাগম করা অর্থাৎ সন্তান উৎপাদনের জন্য দৈহিক সম্পর্ক স্থাপন করা নিরর্থক ও মহারোগৎপাদক। #মনুসংহিতা ৩।৪৬.

ঋতুদান সম্পর্কে যেরূপ ১ম চার রাত্রি নিষিদ্ধ, সেইরূপ ১১তম এবং ১৩তম রাত্রিও নিষিদ্ধ। অবশিষ্ট আছে ১০রাত্রি, এগুলো ঋতুদানের পক্ষে অর্থাৎ সন্তান উৎপাদনের জন্য প্রশস্ত সময়। #‎মনু‬ ৩।৪৭.

পুত্রকামী ব্যক্তি ৬,৮,১০,১২,১৪ও ১৬তম এই ৬রাত্রি ঋতুদানের পক্ষে উৎকৃষ্ট বলে জানিবে। এই রাত্রিগুলো আবার ৬ থেকে ৮, ৮থেকে ১০, ১০থেকে ১২, ১২ থেকে১৪ এবং ১৪থেকে ১৬ ক্রমান্বয়ে শ্রেষ্ঠ। আর কন্যা লাভ করিতে ইচ্ছুক ব্যক্তি ৫,৭.৯ও ১৫ তম রাত্রি ক্রমানুসারে শ্রেষ্ঠ বলে জানিবে। পুত্রকামনা কারীরা যুগ্ম রাত্রিতে ঋতুদান করিবে।
‪#‎মনুঃ‬ ৩।৪৮.

পুরুষের বীর্য অধিক হলে পুত্র (এখানে অধিক বলতে বির্যের পরিমাণকে বুঝানো হয়নি, Y ক্রোমসোমের তীব্রতা বুঝানো হয়েছে), স্ত্রীর রজঃ অধিক হলে কন্যা (এখানে X ক্রোমসোমের তীব্রতা বুঝানো হয়েছে) এবং রজোবীর্য সমান হলে নপুংশক পুরুষ বা বন্ধ্যা স্ত্রী অথবা যমজ সন্তান জম্মে। কিন্তু যদি উভয়ের বীর্য অল্প বা ক্ষীণ হয় তাহলে গর্ভউৎপন্ন হবে না। #মনুসংহিতা ৩।৪৯.

পূর্বনিষিদ্ধ যে ৮ রাত্রির কথা বলা হয়েছে, যে ব্যক্তি ঐ নিষিদ্ধ ৮ রাত্রি স্ত্রীসঙ্গ পরিত্যাগ করে, সে গৃহাশ্রমে থাকিয়াও ব্রহ্মচারী নামে অভিহিত হয়। #মনুসংহিতা ৩।৫০.

বিঃদ্রঃ রাত্রিগণনা এইজন্য যে, দিবাভাগে ঋতুদান নিষিদ্ধ।

No comments:

Post a Comment