eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, May 5, 2018

০৯. কবুতরের জন্য শীতের বার্তা এবং আমাদের করনীয় !!!!


কবুতরের জন্য শীতের বার্তা এবং আমাদের করনীয় !!!!

আমাদের অনেক ভাল লাগার শীত , ভাল বাসার শীত !

হারাবার ও শীত ।

শীত আসন্ন , অনেকেই আতংকিত কি হবে ??

শীত আসার দুই মাস আগেই কবুতরের আলাদা যত্ন নেওয়া দরকার , কারন শীতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা রাস পায় । সহজেই দুর্বল হয় , ছোটো খাটো অসুখে মারা যায় ।

হা এইটা বাধ্যতামূলক নয় , আপনি ভাল লাগ্লে করবেন না হলে নয় ? ****************** কেন প্রয়োজন ????? অনেক সময় অনেক রোগের জীবানু শরীরে সুপ্ত অবস্থায় থাকে, এবং কবুতরকে ভিটামিন এর অভাব জনিত রোগ, ক্রিমি মুক্ত ও সঠিক দৈহিক বৃদ্ধি নিশ্চিত রাখতে মাসিক কোর্সের গুরুত্ব অনেক। নতুবা হটাত রোগের আক্রমনে অনেক বড় ক্ষতি হতে পারে আপনার ভালবাসার কবুতরের ।

আমরা যারা কবুতর পালি তাদের কাছে শীত আনন্দের এবং কষ্টের ।

গিরিবাজ ও উড়ানোর কবুতর এর করণীয় ঃ

১) যারা গিরিবাজ পালি তারা সারা বছর অপেক্ষায় থাকি কবে শীত আসবে ,অনেক কষ্ট করে কবুতর পালি সারা বছর । যা যারা ণা পালে তারা বূঝবে ণাহ ।

কেউ উড়ানোর জন্য , কেউ টস করে ,কেউ রেস করে । শিতে মজাই আলাদা ।

আমাদের উড়ানোর কবুতর বেশীর ভাগ সময় ই আটকা থাকে , অনেকেই বা ২/১ জন সব সময় ছেড়ে রাখে ।

অনেক বড় বড় কবুতর পালক আছেন এক একজন এর এক এক পদ্ধতি । তারা তাদের সিস্টেম এ পালে যা অনেক গোপোণ ।

তারা অনেকে শীত আসার ৩ মাস আগেই কবুতর বৃষ্টি তে ভিজিয়ে কবুতর আটকে দেয় , আর কবুতরের খাবার পাণিতে অল্প খাবার লবণ যেমন ১ লিটার এ ২ গ্রাম দিয়ে দেয় ।

তখন কবুতর তার শরীরের পালক পরে যায় বা পালটায় নতুন পালক গজায় ।

অনেকে রাজ পর বা মূল পালক ১০ টি করে তূলে দেয় তাতে একই সময় সব পালক ঊঠে । সব কবুতর একই রকম অবস্থায় থাকে , তাতে উড়তে সুবিধা হয় । ণা হয় অনেক সময় ভালো কবুতর, পালক সমস্যার জন্য বাজীতে দেওয়া যায় ণাহ । বা ঊড়াড় সময় পরে যায় বা হারিয়ে যায় বা কাচা পাখ থাকলে পাখ ফেটে রক্ত বার হয় । একটা শীত সে আর উড়তেই পারে ণাহ ।

যাদের কবুতর আটকা থাকে বা আছে তারা এখন থেকেই বাহিরে ছেড়ে রোদ এ রাখছেন । কবুতর হাল্কা করার জন্য । ১০/১৫ দিন নরমাল ছারা থাকলে ওরা আছতে আছতে হাল্কা হবে । নিজে রাই অল্প করে ঊড়ে ফ্রি হবে ।

তার পর অল্প করে নারা দিয়ে দিয়ে ওদের ওড়াণো শুরু করে ।

শীত চলে আসলে খেয়াল রাখতে হবে । শীতে কবুতরের জন্য উত্তরের বাতাস খূব ক্ষতিকর ।

অনেকেই অবহেলা করে বা কবুতর ধরার জন্য বিকাল বা সন্ধ্যা পর্যন্ত কবুতর বাহিরে রাখে তখন বিকালের উত্তরের বাতাস কবুতরের গায়ে লেগে ঝীমায় অসুস্থ হয় , শীতে কবুতর অবশ্যই ১-২ টার মধ্যে আটকাতে হবে ।

তাই হাল্কা পর্দা , তা সুতী কাপড়ের বা ছালার চট দিতে হবে যাতে হাল্কা বাতাস চলে ।

অনেকেই ট্রিপাল বা প্লাস্টিক এর ভারি পর্দা দেন যা ক্ষতিকর অনেক সময় এতে গ্যাস জমে কবুতর অসুস্থ হয় বা মারা যায় ।

২) যারা শখ করে ফেঞ্চি বা শৌখিন কবুতর পালে তারা ও সারা বছর যা ই আনন্দে থাকে , শীতে পরে যায় সবাই দুশ্চিন্তায় !

প্রতি শিতের আগমনের আগে ( শীত এবং গরমের মাঝা মাঝি সময় ) এবং শীত আসার পরে যে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেইগুলা বিভিন্ন রোগে আক্রান্ত হয় ।

অনেকের ই আমরা শূনতে পাই আহাজারি আমার সব শেষ ??????

যেগুলো আমরা প্রতি মাসে ৫-৭ দিন খাওয়াতে পারি ।

১) বি কম ভিট / B com vit -B1,B2,B6 ।

২) ক্যালপ্লেক্স / CALPLEX -CALCIU...

৩) MAXI GROW/ MAXI FORT/ MEGAVIT/ RENA WS -MULTI VITAMIN

৪) HAMICO PH -FOR SALMONELLA । ৫) ৬০-৯০ দিন পর পর কৃমির ঔষধ খাওয়ানো ।

৬) ১ লিটার পাণিতে ১ চা চামচ লেবুর রস , ১ গ্রাম চিনি , ১ গ্রাম লবণ দিয়ে মিশিয়ে ।

এই গূলা প্রতি লিটার পানিতে ১-৪ নং ১.৫-২ মিলি./ গ্রাম দিন ।এই গূলা কবুতর এর রোগ প্রতি রোধ ক্ষমতা বাড়ায় । ঔষধ গূলো আলাদা আলাদা খাওয়াবেন ।

*****বনাজি ওষুধ ! ১) বহেরা ২) হরতোকি ৩)আমলোকি ৪) চিরতা এই ৪ টা জিনিষ শুকনা পাওয়া যায় বাজারে , এই গূলা ১ লিটার পানিতে ৪/৫ পিছ দিয়ে ১ দিন আগে ভিজাবেণ এবং ঐ পানি কবুতর কে খাওয়ান । এই গূলা কবুতর এর কৃমি , হজম এর সমস্যা , কবুতর কে সতেজ রাখা কাজ করবে , হরমোন বাড়ায় ।

শীতে ঊড়াণো কবুতরের খাবার ঃ

খাবারে কিছু বাড়তি আয়োজন থাকা দরকার যারা এমনি পালি , বা উরাই বা রেস করি । সাধারণত নীচের খাবার দিতে পারেন উড়ানোর কবুতর কে । ১) ধান ৫০% ২) গম ১০% ৩) রেজা ২০/৩০ % ৪) ভুট্টা বা ভুট্টা ভাঙ্গা ১০ % ( অনেকে দেয় , অনেকে দেয় ণাহ ) ৫) ৭% ডাবলী ( অনেকে দেয় , অনেকে দেয় ণাহ ) ৬) ৩ % ছোলা বূট । ( অনেকে দেয় , অনেকে দেয় ণাহ )

শীতের জন্য বাড়তি আয়োজন অন্তত ১/২ % প্রয়োজন মণে করলে দিতে পারেন নীচের যেকোণ ১/২ আইটেম , তবে তেল জাতীয় খাবার দিলে কবুতর দৌড়ায় মা মোচড়ায় কিন্তু উপড়ে ভাগে কম ।( অনেকে ১৫-২০ আইটেম ও খাওয়ায় ) ।

৭) তিশি ৮) সরিষা ৯) কূষূম ১০) সূর্য মূখী

তেল জাতিও খাবার , শরিরে চর্বি তৈরি করে যা শরির গরম রাখতে সাহায্য করে , প্রচণ্ড শীতের তীব্রতা থেকে রক্ষায় সাহায্য করে ।

শীতে ঊড়াণো ছারা বা শৌখিন কবুতরের খাবার ঃ

২) গম 30 % ৩) রেজা 50 % ৪) ভুট্টা বা ভুট্টা ভাঙ্গা ১০ % ( অনেকে দেয় , অনেকে দেয় ণাহ ) ৫) ৭% ডাবলী ( অনেকে দেয় , অনেকে দেয় ণাহ ) ৬) ৩ % ছোলা বূট । ( অনেকে দেয় , অনেকে দেয় ণাহ )

শীতের জন্য বাড়তি আয়োজন অন্তত ১/২ % প্রয়োজন মণে করলে দিতে পারেন নীচের যেকোণ ১/২ আইটেম , তবে তেল জাতীয় খাবার দিলে কবুতর দৌড়ায় মা মোচড়ায় কিন্তু উপড়ে ভাগে কম ।( অনেকে ১৫-২০ আইটেম ও খাওয়ায় ) ।

৭) তিশি ৮) সরিষা ৯) কূষূম ১০) সূর্য মূখী

তেল জাতিও খাবার , শরিরে চর্বি তৈরি করে যা শরির গরম রাখতে সাহায্য করে , প্রচণ্ড শীতের তীব্রতা থেকে রক্ষায় সাহায্য করে ।

একটা জিনিস মণে রাখবেন ভালোর শেষ ণেই , অনেকেই ঘি , মাখন , ফলের রস , ও খাওয়ায় কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এবং সাধারণ খাবার ই দেওয়া ভালো । শীত ছারা সারা বছর ই অনেকে তেল জাতীয় বা মিকচার খাবার দেন যা কবুতরের জন্য ক্ষতি কর ।

অণুরধ ঃ আমার জানা খুব কম , যারা ভাল জানে তাদের পরামর্ষ নিয়ে কাজ করুন । তাদের সাথে আলোচনা না করে এই লেখা ফলো বা চিকিৎসা করবেন নাহ ।তারা সময় না পেলে ৭ দিন অপেক্ষা করুন । তবুও ভুল চিকিৎসা করবেননা ।

LikeReactCommentShare

154

 View previous comments…

Mizan Ur Rahman

F

Like · React · Reply · Report · 20 September 2017

Mustafijur Rahman

প্রতিমাসে ৫-৭ দিন
আমি ১- ৭ তারিখ পর্যন্ত খাওয়াতে চাই,
কোনটা কোন দিন খাওয়াতে হবে?
Tarique bin Dhahid vai

Like · React · Reply · Report · 23 September 2017

Abdur Razzaque

Important post.

Like · React · Reply · Report · 24 September 2017

Akash Joy

ভাই,চিনি +লেবু+লবন এর পানিটা সবসময় খাওয়ানো যাবি কি?

1 · Like · React · Reply · Report · 3 October 2017

Shahadat Hossain Saad

Reza Mahmud

Like · React · Reply · Report · 3 October 2017

Priyo Mon

অনেক ভাল ভাই।

Like · React · Reply · Report · 28 October 2017

Parveen Akter

আমার এর মদ্য ৪ টা মারা গেছে

Like · React · Reply · Report · 28 October 2017

Parveen Akter

কাল ভাল ছিল সকালে দেখি এ ভাবে মারা গেছে

1 · Like · React · Reply · Report · 28 October 2017

Sohel Mia

আমি কবুতর ছেরে পালি, আমার কবুতর গুলো মাগরিব এর আজান এর পরে ঘরে জায়। এখন কি করল্লে দুপুর ১ বা ২ টার মাজে ঘরে আটকাতে পারব।

1 · Like · React · Reply · Report · 7 November 2017

Afran Bin Rakib

Amr kobotor golo chara pali akn halka batash theke mukti pawar jnno ki krte hbe

Like · React · Reply · Report · 13 November 2017

No comments:

Post a Comment