eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, June 4, 2018

কম খরচে ইনকিউবেটর বানানো

ফ্যনের রেগুলেটর দিয়ে তাপ কন্ট্রোল ইনকিউবেটর।

অনেক খামারী ভাইয়েরা আছেন যাদের ইনকিউবেটর কেনার সামর্থ নেই, অনেক খামারী ভাইয়েরা আছেন যারা ইনকিউবেটর বানাতে চান কিন্তু অটোতামাত্রা কন্ট্রোলার কেনার সামর্থ নেই, তাদের জন্যই আজকের লেখা।
‘মনে করুন কোনো কক্ষের ভিতরে যদি বাল্ব বা হিটার দ্বারা নিদৃষ্ট তাপমাত্রা তৈরির পরে, বাল্বটি বন্ধ করা হয় তাহলে স্বাভাবিকভাবে ধিরে ধিরে তাপমাত্রা কমতে শুরু করবে।
কিছু বিষয়ের উপর এই তাপমাত্রা কমে যাওয়া নির্ভর করে।
তাপমাত্রা কমে যাওয়া যে বিষয় গুলোর উপর নির্ভর করে সেই বিষয় গুলো যদি আমরা নিয়ন্ত্রন করতে পারি তবে তাপমাত্রাও আমাদের নিয়ন্ত্রনে চলে আসবে।
তাপমাত্রা কমে যাবার প্রধান কারন হচ্ছে কক্ষের বাহির তাপমাত্রা যদি কম থাকে।
বাহিরের তাপমাত্রা কম থাকে তাহলে কক্ষের ভিতেরের বেশি তাপ থেকে কম তাপের দিকে তাপ পরিবাহীত হতে থাকে।
কিন্তু কক্ষের দেওয়াল বা চতুর পাশ যদি তাপ কুপরিবাহী হয়, তবে অনেক ধিরে ধিরে তাপমাত্রা কমতে থাকবে।
এবার কক্ষের ভিতরে এমন ভাবে তাপ দিন, যাতে যত ধিরে ধিরে তাপ কমে যাচ্ছে ঠিক তত ধিরে ধিরে তাপমাত্রা টা বাড়ানোর জন্য বাল্বেটি সেই শক্তিতে জ্বালিয়ে রাখুন।
তাহলে দেখবেন যেটুকু তাপ কমে যাচ্ছে ঠিক সেই টুকু তাপমাত্রা বেড়েযাচ্ছে অর্থাৎ সেই স্থানে তাপের মাত্রা নিদৃষ্টভাবে স্থির রয়েছে।
এবার মূল বিষয়ে আশি।
ইনকিউবেটর বানানোর জন্য প্রথমে একটি বক্স বানাবেন কাঠ /প্লস্টিক/হার্ডবোর্ড যে কোনো কিছু দিয়ে একটি নিদৃষ্ট মাপের বক্স বানান (মনে রাখবেন বক্স টা এমন ভাবে বানাবেন যাতে বক্সের উপর বাল্ব লাগালে বাল্বের তাপটা সরাসরি ডিমে না লেগে ধিরে ধিরে সব ডিমে সমান তাপ পৌঁছায়) বক্সের উপর একটা ছোট ফুটো রাখুন বাহির থেকে তাপমাত্রা দেখার জন্য।
এবার বক্সের ভিতরে তাপমাত্রা ভালোভাবে আটকে রাখার জন্য কর্কশীটেরর আস্তরণ বক্সের ভিতর পিষ্ঠে লাগান,
এবার একটা ট্রে লাগিয়ে নিন বক্সের ভিতর ট্রের নিচে কমপক্ষে ৪/৫ইঞ্চি ফাঁকা রাখুন।
একটা বাল্ব বক্সের ভিতরে লাগিয়ে নিন।
এবার একটা থার্মোমিটার বক্সের ভিতরে রাখুন।
বাল্বটির সাথে যুক্ত করুন একটি রেগুলেটরের সাথ রেগুলেটরের মধ্যদিয়ে সাবধানে বাল্বে বিদ্যুৎ প্রবাহিত করুন,
বাল্ব জ্বলার কারনে বক্সের ভিতর তাপ উৎপন্ন হবে সেই তাপমাত্রা বাড়তে বাড়তে যখন ১০২ফ্যারেনহাইট পৌছাবে তখন রেগুলেটর ঘুরিয়ে বাল্বের আলো কমাতে থাকুন, একটু কমলে যখন তাপমাত্রা ১০০ফ্যাঃ আসবে তখন অস্তে করে আলোটা একটু বাড়ান,
এভাবে যখন দেখবেন তাপমাত্রা ৯৮ফ্যাঃ থেকে১০১ফ্যারেনহাইটের মধ্যে তাপমাত্রায় স্থীর হয় আছে, তখন বুঝবেন সঠিক ভাবে সেট হয়েছে।
এবার বক্সের ভিতরের ট্রেতে ডিম দিন, ট্রের মাঝখানেএকট বাটিতে অল্প পরিমান পানি রাখুন । বক্সটির দরজা লাগিয়ে দিন।
এবার রেগুলেটর ঘুরিয়ে তাপমাত্রা স্থির করে নিয়ে বক্সের ফুটোটি বন্ধ করুন, ৩/৪ঘন্টা পর পর বক্সে দরজা খুলে ডিম গুলো হাত দিয় নাড়া দিন।
এভাবে নিয়মিতভাবে যত্ন নিলে ডিম ফুটে বাচ্চা বের হবে।
তবে ঐ ধরনের ইনকিউবেটরের হেচিংরেটের নিশ্চয়তা কেউ দিতে পারেনা,কারন নিখুঁত পার্যবেক্ষন এবং সঠিক যত্ন দ্বারাই ঐভাবে ডিম ফুটানো সম্ভব।

লেখকঃআব্দুল ওহাব

No comments:

Post a Comment