কর্ড রিলেশন বের করার কিছু গ্রামার মেজর
কর্ড রিলেশন :
আমরা যে, সা রে গা মা পা ধা নি শিখে থাকি এই ৭ টি নোট মূলত C D E F G A B... এখন আমরা যদি গিটার অথবা পিয়ানো / কীবোর্ড এ যখন সা রে গা মা বাজাই তখন দেখা যায় মাঝখানে কিছু নোট সা রে গা মা এর মাঝে পড়ছে না। যেমন : ধরুন ১ নং তারটি C তে টিউন করা... এখন আপনি ১ নং তারে সা রে গা মা বাজাতে চাচ্ছেন। তাহলে আপনাকে যে নং ফ্রেট বা ঘর বাজাতে হবে তা হলো 0, 2, 4, 5, 7, 9, 11, 12... এখন খেয়াল করুন মাঝে 1, 3, 6, 8, 10 বাদ দেয়া হয়েছে... এগুলো কে বলে বিকৃত স্বর... এগুলো হলো যথাক্রমে C#(1), D#(3), F#(6), G#(8), A#(10).... তার মানে মোট স্বর এখানে পাচ্ছি ১২ টা...। নিচের C(সা) থেকে উপরের C (সা) পর্যন্ত জিনিস টা এমন... C(সা), C#, D(রে), D#, E(গা), F(মা), F#, G (পা), G#, A(ধা), A#, B(নি), C(সা)... এখানে খেয়াল করুন সা রে গা মা এর প্রতিটি নোট এর মাঝে গ্যাপ কয়টি করে? প্রথম "সা" ...এর পর একটি গ্যাপ... তার পর "রে"... তারপর একটি গ্যাপ... তারপর গা... এরপর কোন গ্যাপ নেই... তারপর মা... এখন গ্যাপ গুলোকে যদি (*) দিয়ে প্রকাশ করি তাহলে ব্যাপারটা দাড়াবে এমন।। C * D * E F * G * A * B C এখন আপনাদের কিছু গণিতের সমস্যা দেই? জিনিসটা মজার... আপনাকে যদি বলা হয় সা E থেকে শুরু হলে সা রে গা মা কেমন হবে? ভেবে নিন... ভাবুন... এখন নিচের সাথে মিলিয়ে দেখুন... E(সা)...*...F#(রে)...*...G#(গা)...A(মা)...*...B (পা)...*...C#(ধা)...*...D#(নি)...E(সা) আপনি গ্যাপ গুলো কম্পেয়ার করে দেখুন ঠিক C এর মত... দেখবেন মিলে যাবে... C তে যেমন সা শুরু হয়ে C তেই শেষ হয়েছে... এখানেও তেমনি E তে সা শুরু হয়ে E তেই শেষ হয়েছে... এখন আপনাকে যদি বলা হয় G তে সা শুরু হলে তার স্কেল বের করতে পারবেন? আশা রাখছি পারবেন। কিন্তু আমার মেজর কর্ড রিলেশন বের করার জন্য এটি জানার কি দরকার??? এখন আপনি এই ৮ টি নোট কে ১ - ৮ পর্যন্ত নাম্বারিং করুন... যেখানে ১ হলো ঐ স্কেল এর সা, ২ হলো রে, ৩ হলো গা...... এখন ধরুন আপনি একটা গানের স্কেল অথবা মাদার নোট খুজে পেয়েছেন E তে এবং আপনি এটাও বুঝতে পেরেছেন যে গানটি মেজর এ... তাহলে এর রিলেশন কর্ড গুলো কি হবে? এখন আপনি E এর স্কেল এর সারে গা মা নোট বের করুন... এখন আপনার ১, ৪, ৫, ৮ নং এর মেজর কর্ড এবং ২, ৩ , ৬, ৭ নং এর মাইনর কর্ড হবে E major এর রিলেশন কর্ড... তার মানে রিলেটেড কর্ড গুলো হলো, E----A----B----F#m----G#m----C#m----D#m তার মানে বুঝতে পারছেন, অন্য মেজর কর্ড এর রিলেশন কর্ড গুলো কি কি?? নিজে চেষ্টা করুন আর বের করে জানান …
কার্টেসি - গিটার ইজ মাই লাইফ
No comments:
Post a Comment