eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, June 11, 2018

Job Preparation (বাংলা+ইংরেজী+গণিত+সাধারণ জ্ঞান)

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
বাংলা
১. কোনটি শেক্সপিয়রের 'The Taming of the
Shrew' এর অনুবাদ গ্রন্থ?
উত্তর : মুখরা রমণী বশীকরণ
২. মুনীর চৌধুরী কত সালে বাংলা একাডেমী পুরস্কার
পান?
উত্তর : ১৯৬২ সালে
৩. কোনটি সামাজিক নাটক?
উত্তর : কল্কির অবতার (প্রহসন)
৪. কোন নাটকটি সমকালীন দুর্ভিক্ষ ( পঞ্চাশের
মন্বন্তর) ও নিরন্নদের হাহাকারের বাস্তবচিত্র?
উত্তর : নেমেসিস। লেখক_ নূরুল মোমেন
৫. 'হারানিধি' নাটকের লেখক কে?
উত্তর : গিরিশচন্দ্র ঘোষ
৬. কোনটি অনুবাদ নাটক?
উত্তর : মৃচ্ছকটিক
৭. কোনটি তুলসী লাহিড়ীর নাটক?
উত্তর : পথিক ও ছেঁড়াতার
৮. এলেবেলে কোন ধরনের রচনা?
উত্তর : নাটক
৯. মানচিত্র কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তর : আলাউদ্দিন আল আজাদ
১০. 'জণ্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা?
উত্তর : নাটক
১১. 'বাংলা সাহিত্যের কথা' এর লেখক কে?
উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহ
১২. কোনটি ড. ওয়াকিল আহমেদের
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ?
উত্তর : বাংলা সাহিত্যের পুরাবৃত্ত
১৩. 'বাংলা সাহিত্যের ইতিকথা' এর লেখক কে?
উত্তর : ভূদেব চৌধুরী
১৪. রম্যরচনা 'নববাবু বিলাস' এর লেখক কে?
উত্তর : ভবানীচরণ
১৫. কোনটি বঙ্কিমচন্দ্রের রম্যরচনা ?
উত্তর : কমলা কান্তের দপ্তর
১৬. ভ্রমণকাহিনী 'রাশিয়ার চিঠি'র লেখক কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. কোনটি জহুরুল হকের ভ্রমণকাহিনী?
উত্তর : সাত সাঁতার
১৮. 'পালামৌ' কোন ধরনের রচনা?
উত্তর : ভ্রমণকাহিনী
১৯. 'সায়না' কি ধরনের রচনা?
উত্তর : ব্যঙ্গরচনা
২০. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ
কে রচনা করেন?
উত্তর : রামগতি ন্যায়রত্ন।
২১. কোনটি জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক
গ্রন্থ?
উত্তর : চলে মুসাফির
২২. কোনটি রম্যরচনা?
উত্তর : পঞ্চতন্ত্র
২৩. 'টুনি মেম' কোন ধরনের রচনা?
উত্তর : রম্যরচনা
২৪. বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক প্রথম গ্রন্থ
কে রচনা করেন?
উত্তর : দীনেশচন্দ্র সেন।
তথ্যগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার
করুন।

ধন্যবাদ!

No comments:

Post a Comment