বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
বাংলা
১. কোনটি শেক্সপিয়রের 'The Taming of the
Shrew' এর অনুবাদ গ্রন্থ?
উত্তর : মুখরা রমণী বশীকরণ
২. মুনীর চৌধুরী কত সালে বাংলা একাডেমী পুরস্কার
পান?
উত্তর : ১৯৬২ সালে
৩. কোনটি সামাজিক নাটক?
উত্তর : কল্কির অবতার (প্রহসন)
৪. কোন নাটকটি সমকালীন দুর্ভিক্ষ ( পঞ্চাশের
মন্বন্তর) ও নিরন্নদের হাহাকারের বাস্তবচিত্র?
উত্তর : নেমেসিস। লেখক_ নূরুল মোমেন
৫. 'হারানিধি' নাটকের লেখক কে?
উত্তর : গিরিশচন্দ্র ঘোষ
৬. কোনটি অনুবাদ নাটক?
উত্তর : মৃচ্ছকটিক
৭. কোনটি তুলসী লাহিড়ীর নাটক?
উত্তর : পথিক ও ছেঁড়াতার
৮. এলেবেলে কোন ধরনের রচনা?
উত্তর : নাটক
৯. মানচিত্র কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তর : আলাউদ্দিন আল আজাদ
১০. 'জণ্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা?
উত্তর : নাটক
১১. 'বাংলা সাহিত্যের কথা' এর লেখক কে?
উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহ
১২. কোনটি ড. ওয়াকিল আহমেদের
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ?
উত্তর : বাংলা সাহিত্যের পুরাবৃত্ত
১৩. 'বাংলা সাহিত্যের ইতিকথা' এর লেখক কে?
উত্তর : ভূদেব চৌধুরী
১৪. রম্যরচনা 'নববাবু বিলাস' এর লেখক কে?
উত্তর : ভবানীচরণ
১৫. কোনটি বঙ্কিমচন্দ্রের রম্যরচনা ?
উত্তর : কমলা কান্তের দপ্তর
১৬. ভ্রমণকাহিনী 'রাশিয়ার চিঠি'র লেখক কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. কোনটি জহুরুল হকের ভ্রমণকাহিনী?
উত্তর : সাত সাঁতার
১৮. 'পালামৌ' কোন ধরনের রচনা?
উত্তর : ভ্রমণকাহিনী
১৯. 'সায়না' কি ধরনের রচনা?
উত্তর : ব্যঙ্গরচনা
২০. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ
কে রচনা করেন?
উত্তর : রামগতি ন্যায়রত্ন।
২১. কোনটি জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক
গ্রন্থ?
উত্তর : চলে মুসাফির
২২. কোনটি রম্যরচনা?
উত্তর : পঞ্চতন্ত্র
২৩. 'টুনি মেম' কোন ধরনের রচনা?
উত্তর : রম্যরচনা
২৪. বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক প্রথম গ্রন্থ
কে রচনা করেন?
উত্তর : দীনেশচন্দ্র সেন।
তথ্যগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার
করুন।
ধন্যবাদ!
No comments:
Post a Comment