eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, January 11, 2019

জব স্টাডি


1.কোনটি শুদ্ধ বানান- প্রত্যুৎগমন

2. চাকু শব্দটি কোন ভাষা থেকে এসেছে- তুর্কি

3. বন্য শব্দটির চলিত রূপ কোনটি-  বুনো

4. নিচের কোন শব্দটির তদ্ভব- হাত

5. এতিমখানা কোন সমাস -তৎপুরুষ

6. ভানুমতির খেল প্রবচনটি বুঝায়- ভেলকিবাজি

7. ছেলেটি নয় যেন ননীর পুতুল এখানে যেন -অব্যয়

8. কোন বানানটি শুদ্ধ- স্বায়ত্তশাসন

9.কোন বানানটি শুদ্ধ- নিরীহ

10. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন -১৯১৩

11.দেয়াল গ্রন্থটির রচয়িতা কে- হুমায়ূন আহমেদ

12. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি- চোখের জল

13.  অবীরা বলতে কোন নারীকে বুঝায়-যার স্বামী ,পুত্র নেই

14. গণক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি- গণকী

15.বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি- বিদুষী

16. মানুষ মরণশীল, এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ- উভয়লিঙ্গ

17. কন্যা শব্দের সমার্থক কোনটি- তনয়া

18. জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কি- কুটিল বুদ্ধি

19. ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কী- সামান্য অর্থে

20.আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের  হাসি,  চরণটি কোন কবিতার- বিদ্রোহী

21. সংশপ্তক কোন জাতীয় গ্রন্থ- উপন্যাস

22. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি- মনস্+ ঈষা

23.উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি- উৎ+ জ্বল

24.ক্রিয়াপদের মূল অংশকে কি বলে- ধাতু

25. স্রোতস্বিনী শব্দের অর্থ কি -নদী

26. কোনটি বাতাসের প্রতিশব্দ নয়- অর্ণব

27. আসামির পক্ষের উকিল কে? এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে-সহায় অর্থে

28. এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার- পশুরী

29.যা লাফিয়ে চলে এক কথায় বলে-  প্লবগ

30.আলো শব্দের বিপরীত শব্দ কোনটি -তিমির

No comments:

Post a Comment