1.কোনটি শুদ্ধ বানান- প্রত্যুৎগমন
2. চাকু শব্দটি কোন ভাষা থেকে এসেছে- তুর্কি
3. বন্য শব্দটির চলিত রূপ কোনটি- বুনো
4. নিচের কোন শব্দটির তদ্ভব- হাত
5. এতিমখানা কোন সমাস -তৎপুরুষ
6. ভানুমতির খেল প্রবচনটি বুঝায়- ভেলকিবাজি
7. ছেলেটি নয় যেন ননীর পুতুল এখানে যেন -অব্যয়
8. কোন বানানটি শুদ্ধ- স্বায়ত্তশাসন
9.কোন বানানটি শুদ্ধ- নিরীহ
10. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন -১৯১৩
11.দেয়াল গ্রন্থটির রচয়িতা কে- হুমায়ূন আহমেদ
12. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি- চোখের জল
13. অবীরা বলতে কোন নারীকে বুঝায়-যার স্বামী ,পুত্র নেই
14. গণক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি- গণকী
15.বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি- বিদুষী
16. মানুষ মরণশীল, এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ- উভয়লিঙ্গ
17. কন্যা শব্দের সমার্থক কোনটি- তনয়া
18. জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কি- কুটিল বুদ্ধি
19. ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কী- সামান্য অর্থে
20.আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, চরণটি কোন কবিতার- বিদ্রোহী
21. সংশপ্তক কোন জাতীয় গ্রন্থ- উপন্যাস
22. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি- মনস্+ ঈষা
23.উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি- উৎ+ জ্বল
24.ক্রিয়াপদের মূল অংশকে কি বলে- ধাতু
25. স্রোতস্বিনী শব্দের অর্থ কি -নদী
26. কোনটি বাতাসের প্রতিশব্দ নয়- অর্ণব
27. আসামির পক্ষের উকিল কে? এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে-সহায় অর্থে
28. এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার- পশুরী
29.যা লাফিয়ে চলে এক কথায় বলে- প্লবগ
30.আলো শব্দের বিপরীত শব্দ কোনটি -তিমির
No comments:
Post a Comment