eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, December 15, 2019

৩য় শ্রেণীর ভর্তি পরিক্ষা- মডেল টেস্ট-০২

সময়: ২ ঘণ্টাপূর্ণমান: ১০০
বাংলা: ৩৫

১। শব্দার্থ লিখ : ১x৫=৫
ধরনী, রূপ, দানা, মমতা, গাঢ়।

২। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি কর: ১x৫=৫
সন্ধ্যা, প্রার্থনা, কিচিরমিচির, মুক্তিসেনা, তৃণলতা।

৩। যুক্তবর্ণ ভেঙ্গে লিখ: ১x৫=৫
তৃ, ঙ্গ, স্ত, ল্প, ক্র।

৪। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর? ১x৫=৫
পিলপিল, রুপালি, কণ্ঠে, ঘাঁটি, গোয়ালে

ক. তিন সুরেলা ----- গান গাইছেন।
খ. রাতে গরুগুলো ----- থাকে।
গ. পেছনে রয়েছে মুক্তিসেনাদের বড়---।
ঘ. রাতের আকাশে---রুপালি চাঁদ দেখা যায়।
ঙ. পিঁপড়া----করে চলে।

৫. বিরাম চিহ্ন বসিয়ে বাক্যগুলো পুনরায় লিখ? ১x৫=৫

ক. আমাদের দেশটা কত সুন্দর
খ. কী করবেন মুক্তিসেনারা
গ. কোকিলের কুহু ডাক শোনা যায়
ঘ. এটা কি তোমার
ঙ. সঙ্গে ছিলেন তাদের দলনেতা

৬. বিজয় দিবস সম্পর্কে ৫টি বাক্য লিখ। ২x৫=১০

গণিত: ৩৫

১। কথায় লিখ : ১x৫=৫
৭৫, ৬৭, ৯৬, ৫৯, ১/৩

২। সঠিক উত্তরটি লিখ: ১x৫=৫

ক. ১২÷৩= কত?
৩ / ৪ / ৫ /৬।

খ. ৩০ টাকায় কতটি ১০ টাকার নোট লাগবে?
২ / ৩ / ৪ / ৫

গ. অর্ধেক= কত?
১/৩, ২/১, ১/৪, ১/৫

ঘ. ১ কেজি = কত গ্রাম?
১০ / ১০০ / ৫০০ / ১০০০।

ঙ. ১ সপ্তাহ = কত দিন?
৪/৫/৬/৭

৩. শূন্যস্থান পূরণ কর। ১x৫=৫

ক. ১ মিটার= --- সেন্টিমিটার।
খ. ৫০ টাকার দুইটি নোট =---টাকা।
গ. তোমার বিদ্যালয় বন্ধ থাকে-----।
ঘ. এপ্রিল মাসের পরের মাস-----।
ঙ. ২৪ ঘণ্টা = ---- দিন।

৪. ১টি ঝুড়িতে ১০টি আম আছে। ৫টি ঝুড়িতে কতগুলো আম আছে? ৫

৫। ইংরেজি বার মাসের নাম লিখ। ৬

৬। ৯ এর ঘরের নামতা লিখ। ৫

৭। চিত্র এঁকে নাম লিখ: ২x২=৪
ক. ত্রিভুজ
খ. বাহু

ইংরেজি: ৩০

1. Make words with letters. 1x5=5
G, B, H, D, U

2. Write the numbers from-     1-30. 5

3. Re-arrange the words :

ibg, gge, olld, eht, edb. 1×5=5

4. Fill in the gaps. 2×5=10

a. A ball is ....... the table.
b. I .... See a monkey.
c. Where.......the fall?
d. There triangles....... red.
e. Its a........goat.

5. Write the Rhymes- 'A Black cat in a hat'  5

No comments:

Post a Comment