eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Thursday, April 2, 2020

মৃত্যুঞ্জয়ী পাগলা কানাই || কামরুজ্জামান লিটু

মৃত্যুঞ্জয়ী পাগলা কানাই
কামরুজ্জামান লিটু

বাংলা মাস ফাল্গুনের / পঁচিশ তারিখ ক্ষণে
বারোশত ষোলো সালের / বসন্ত ঋতু কালে,
কুড়ন শেখ ও মুমেনার ঘর / আলোক রঞ্জনে
এসেছিল নক্ষত্র এক / খুশির উত্তালে।

গরিব ঘরে জন্ম নিলো / একটি শিশু ছেলে
ঝিনাইদহ উপজেলায় / লেবুতলা গ্রামে,
সাত বছর বয়সে তার / বাবা-মা মারা গেলে
ছেলেটি তখন এতিম হলো / এই ধরাধামে।

নাম তার কানাই শেখ / সর্ব লোকে ডাকে
ছোট ভাই উজল শেখ/ থাকে তারই পাশে,
বড় বোন স্মরনারী/ বেড়বাড়ীতে থাকে
দুই ভায়ের ঠাঁই মেলে/ বড় বোনের বাসে। 

বোনের স্নেহে দিনে দিনে/ ওঠে সে বেড়ে
আধ্যাত্মিক চেতনা সে /আপন বুকে ধরে,
জ্ঞান অর্জন ছিল না তার /বইপুস্তক পড়ে
আত্মশুদ্ধির শিক্ষা তবু/ ছিল অন্তরে।

বাংলার পথে পথে /পালাগানের পাল্লাতে
উচ্চস্বরে ধুয়োজারি /গাইতো মধুর স্বরে,
আধ্যাত্মিক কথামালায় /গানটি সাজাতে
জুঁড়ি তার ছিল না কেউ / পালার মঞ্চ পরে।

মরমিয়া সাধনায় / যৌবন ছিল দানে
মনুষ্যত্বের বিকিরণে /মানবতার রেশে,
সমাজ ও সংস্কৃতে/ ছিল সম্মানে
উন্নয়নের ধারাতে বিকাশ/ সাধন বেশে ।

উপাধিতে পাগল নামে /ছিল জনগণে
পাগলামি ছিল তার /জ্ঞান অর্জনে,
ঈশ্বর হতে আশীর্বাদ/ পেয়ে দর্শনে
হাজার গীতের সুর রক্ষণ/ ছিল স্মরণে ।

গুরু ভক্তির মনোবাসনা/ হৃদয় অন্দরে
শ্রদ্ধা ভরা ছিল তার/ সুযোগ সন্ধানে,
কখনো গুরু কখনো বা /শিষ্য রূপ ধরে
ঘুরতো একা দেশে দেশে/ ধুয়োজারি গানে।

রাখাল হয়ে মাঠে মাঠে/ গাছের তলে বসে
নিভৃতে সাধন ছিল /গরু চরানোর ফাঁকে,
কখনো বা অর্ধাহারে /কখনো উপসে
কেটে যেত সময় তার/ জ্ঞান সৃষ্টির বাঁকে ।

অসাম্প্রদায়িক মনোভাবে/ জীবন পরিক্রমে
বিচরণ ছিল সব মানুষে /জাতি ভেদাভেদে,
সুফিবাদের মন-মানসে/ সম্মান ছিল প্রেমে
শ্রদ্ধা ছিল সকল জীবে /অন্তর অবিচ্ছেদে ।

বাংলা মাস আষাঢ়ে /আঠাশ তারিখ দিনে
বারোশত ছিয়ানব্বই সালের /বর্ষা ঋতু কালে,
মায়ায় ভরা জগৎ /ত্যাগে ভক্তবৃন্দ বিনে 
কানাই পেল নব ঠিকানা /প্রাণটি উড়ালে। 

জীবনঅবসান অবধি/ নিবেদন ছিল গানে
রুখতে কেউ পারেনি /তার জ্ঞান পরিসরে,
স্রষ্টার ডাকে চলে গেল/ ওপারের টানে
শিষ্য-ভক্ত কাঁদলো সবে /কানাইয়ের তরে।

মৃত্যুকে জয় করে /বিশ্ব চরাচরে
নিজ মহিমার কীর্তি তার /রাখা আছে কালে,
জাগতিকে মানব প্রাণে/ সুর লহরী তরে
রেখে যাওয়া স্মৃতিগুলো/ ভাসে গানের তালে ।

No comments:

Post a Comment