eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

বাংলাদেশের দারিদ্র মানচিত্র ও দারিদ্র বিমোচন

★ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশে দারিদ্যের হার – ২৪.৩%
★ দারিদ্যের হার সবচেয়ে কম – কুষ্টিয়া জেলায়।
★ দারিদ্যের হার সবচেয়ে বেশি – কুড়িগ্রাম জেলায়।
★ PRSP এর পূর্ণরূপ – Poverty Reduction Strategy Paper.
★ মানব উন্নয়ন সূচক রিপোর্ট ২০১৪ অনুযায়ী বাংলাদেশের অবস্থান – ১৪২ তম।
★ ২০২১ সালের দারিদ্র্যের লক্ষমাত্রা – ১৫% এ নামিয়ে অানা।
★ এমডিজি এর বর্তমান লক্ষ্য হচ্ছে – ক্ষুধা ও চরম দারিদ্র্য কমিয়ে অানা।
★ ২০১৫-২০১৬ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দের পরিমাণ – ১৬৭২৫ কোটি টাকা।
★ বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ – ৪০০ টাকা
★ বর্তমানে বিধবা ভাতার পরিমাণ – ৪০০ টাকা।
★ দরিদ্র মায়ের মাতৃত্বকাকীন ভাতার হার মাসিক – ৫০০ টাকা।
★ প্রতিবন্ধী ভাতার হার মাসিক – ৫০০ টাকা।
★ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার হার মাসিক – ৮০০০ টাকা।
★ কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) হলো – খাদ্য সহায়তার একটি কর্মসূচি।
★ অাশ্রয় হলো – দারিদ্র বিমোচন ও পূনর্বাসন একটি প্রকল্প।
★ VGF এর পূর্ণরূপ – Vulnerable Group Feeding.
★ VGD এর পূর্ণরূপ – Vulnerable Group Development.
★ একটি বাড়ি একটি খামার কর্মসূচির অাওতাধীনে টাকার ভোগকারীর সংখ্যা – ৫০ লক্ষেরও বেশি।
★ নিম্ন দারিদ্র্য রেখায় বসবাসকারী জনসংখ্যা মোট জনসংখ্যার -১৭.৬%।
★ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যা মোট জনসংখ্যার – ৩১.৫%।
★ সবচেয়ে বেশি দরিদ্র মানুষ অধ্যুষিত বিভাগ – রংপুর।
★ সবচেয়ে কম দরিদ্র মানুষ অধ্যুষিত বিভাগ – সিলেট।
★ দারিদ্র্য হারে শীর্ষ জেলা কুড়িগ্রাম – ৬৩.৭%।
★ কম দারিদ্র্য হারে শীর্ষ জেলা কুষ্টিয়া – ৩.৬০%।
★ দারিদ্র হিসেবে গণ্য হয় দৈনিক অায় – ১.২৫ ডলারের কম হলে।
★ দারিদ্র্য হিসেবে গণ্য হয় দৈনিক ২১২২ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণ করলে।
★ চরম দারিদ্র্য – দৈনিক ১৮০৫ কিলোক্যালোরির নিচে খাদ্য গ্রহণ করলে।
★ দৈনিক ১ ডলার ৩৫ সেন্ট অায়কে সর্বনিম্ন ধরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র্য পরিমাপ করাকে বলে – এশিয়ান পোভার্টি লাইন।
★ বিভাগওয়ারি দারিদ্র্য :
→ রংপুর – ৪২.০০%
→ বরিশাল – ৩৮.৩০%
→ খুলনা – ৩১.৯০%
→ ঢাকা – ৩০.৫০%
→ রাজশাহী – ২৭.৪০%
→ চট্টগ্রাম – ২৬.১০%
→ সিলেট – ২৫.১০%

No comments:

Post a Comment