★ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশে দারিদ্যের হার – ২৪.৩%
★ দারিদ্যের হার সবচেয়ে কম – কুষ্টিয়া জেলায়।
★ দারিদ্যের হার সবচেয়ে বেশি – কুড়িগ্রাম জেলায়।
★ PRSP এর পূর্ণরূপ – Poverty Reduction Strategy Paper.
★ মানব উন্নয়ন সূচক রিপোর্ট ২০১৪ অনুযায়ী বাংলাদেশের অবস্থান – ১৪২ তম।
★ ২০২১ সালের দারিদ্র্যের লক্ষমাত্রা – ১৫% এ নামিয়ে অানা।
★ এমডিজি এর বর্তমান লক্ষ্য হচ্ছে – ক্ষুধা ও চরম দারিদ্র্য কমিয়ে অানা।
★ ২০১৫-২০১৬ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দের পরিমাণ – ১৬৭২৫ কোটি টাকা।
★ বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ – ৪০০ টাকা
★ বর্তমানে বিধবা ভাতার পরিমাণ – ৪০০ টাকা।
★ দরিদ্র মায়ের মাতৃত্বকাকীন ভাতার হার মাসিক – ৫০০ টাকা।
★ প্রতিবন্ধী ভাতার হার মাসিক – ৫০০ টাকা।
★ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার হার মাসিক – ৮০০০ টাকা।
★ কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) হলো – খাদ্য সহায়তার একটি কর্মসূচি।
★ অাশ্রয় হলো – দারিদ্র বিমোচন ও পূনর্বাসন একটি প্রকল্প।
★ VGF এর পূর্ণরূপ – Vulnerable Group Feeding.
★ VGD এর পূর্ণরূপ – Vulnerable Group Development.
★ একটি বাড়ি একটি খামার কর্মসূচির অাওতাধীনে টাকার ভোগকারীর সংখ্যা – ৫০ লক্ষেরও বেশি।
★ নিম্ন দারিদ্র্য রেখায় বসবাসকারী জনসংখ্যা মোট জনসংখ্যার -১৭.৬%।
★ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যা মোট জনসংখ্যার – ৩১.৫%।
★ সবচেয়ে বেশি দরিদ্র মানুষ অধ্যুষিত বিভাগ – রংপুর।
★ সবচেয়ে কম দরিদ্র মানুষ অধ্যুষিত বিভাগ – সিলেট।
★ দারিদ্র্য হারে শীর্ষ জেলা কুড়িগ্রাম – ৬৩.৭%।
★ কম দারিদ্র্য হারে শীর্ষ জেলা কুষ্টিয়া – ৩.৬০%।
★ দারিদ্র হিসেবে গণ্য হয় দৈনিক অায় – ১.২৫ ডলারের কম হলে।
★ দারিদ্র্য হিসেবে গণ্য হয় দৈনিক ২১২২ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণ করলে।
★ চরম দারিদ্র্য – দৈনিক ১৮০৫ কিলোক্যালোরির নিচে খাদ্য গ্রহণ করলে।
★ দৈনিক ১ ডলার ৩৫ সেন্ট অায়কে সর্বনিম্ন ধরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র্য পরিমাপ করাকে বলে – এশিয়ান পোভার্টি লাইন।
★ বিভাগওয়ারি দারিদ্র্য :
→ রংপুর – ৪২.০০%
→ বরিশাল – ৩৮.৩০%
→ খুলনা – ৩১.৯০%
→ ঢাকা – ৩০.৫০%
→ রাজশাহী – ২৭.৪০%
→ চট্টগ্রাম – ২৬.১০%
→ সিলেট – ২৫.১০%
Sunday, September 11, 2016
বাংলাদেশের দারিদ্র মানচিত্র ও দারিদ্র বিমোচন
Tags
# Bangladesh Affairs
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Bangladesh Affairs
Labels:
Bangladesh Affairs
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment