.
#গভর্নরঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন শাসকদের বলা হত গভর্নর।
#প্রথম_গভর্নরঃ লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০)
#সর্বশেষ_গভর্নরঃ ওয়ারেন হেস্টিং (১৭৭২-১৭৭৪)
#গভর্নর_জেনারেলঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক তবে তা ব্রিটিশ পার্লামেন্ট এর অধীন ছিলেন।ভারত শাসন সংক্রান্ত রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ এর মাধ্যমে এটি কার্যকর করা হয়।
#প্রথম_গভর্নর_জেনারেলঃ ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৪)
#সর্বশেষ_গভর্নর_জেনারেলঃ লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)
#ভাইসরয়ঃ রাণী ভিক্টোরিয়ার অধীন শাসনকর্তাকে ভাইসরয় বা বড় লাট বলা হয়।১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ফলশ্রুতিতে কোম্পানির শাসন বিলুপ্ত হয় এবং ভাইসরয় পদের সূচনা করা হয়।
#প্রথম_ভাইসরয়ঃ লর্ড ক্যানিং (১৮৫৮-১৮৬২)
#সর্বশেষ_ভাইসরয়ঃ লর্ড মাউন্টব্যাটেন (মার্চ ১৯৪৭-আগস্ট ১৯৪৭)
আশাকরি কনফিউশন দূর হবে।
সৌজন্যে_ Abdur Rouf, DU
Saturday, August 5, 2017
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment