eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

গল্পে গল্পে   বঙ্কিমের রচনাবলী মনে রাখার কৌশল


==================================
¤¤<উপন্যাস>
===============
ঢাকার <ইন্দিরা> রোডে <আনন্দমঠ>এ প্রত্যেক <রজনী>তে <যুগলাঙ্গরীয়> অনুষ্ঠান হয় । সে অনুষ্ঠানে <রাধারাণী> ও <সিতারাম>এর প্রেমলীলা দেখানো হয় । এই অনুষ্ঠানে ইডেন কলেজ থেকে দুই সুন্দরী তরুণী <কপালকুণ্ডলা> ও <মৃণালিনী> বেড়াতে আসে ,আবার ঢা.বি থেকে আসে দুই সুদর্শন তরুণ <রাজসিংহ> ও <চন্দ্রশেখর>। তারা উভয়ই একে অপরের সৌন্দর্যে মুগ্ধ হয় এবং নিজেদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করে । কিন্তু এই সম্বন্ধের মধ্যে <বিষবৃক্ষ>র চারা রোপণ করে দেয় <দুর্গেশনন্দিনী>। এই বিষবৃক্ষ কিছুতেই তোলা সম্ভব হচ্ছিল না । অবশেষে এই বিষবৃক্ষ তোলার জন্য একটা উইল  করা হয় যার নাম <কৃষ্ণকান্তের উইল>। আর এই উইলটি রচনা করেন <দেবী চৌধুরানী>।
.
এখন মিলিয়ে নিন ।
/<ইন্দিরা>
<আনন্দমঠ>
রজনী
<যুগলাঙ্গরীয়>
<রাধারাণী> ও <সিতারাম>
<রাজসিংহ> ও <চন্দ্রশেখর>

<কপালকুণ্ডলা> ও <মৃণালিনী>
<বিষবৃক্ষ>
<দুর্গেশনন্দিনী>।

<কৃষ্ণকান্তের হুইল>
<দেবী চৌধুরানী>
==========
বঙ্কিমের ত্রয়ী উপন্যাস >> আদেসী
আনন্দমঠ , দেবী চৌধুরাণী , সীতারাম ।
.
=====================
¤<প্রবন্ধ>
বঙ্কিম <লোকরহস্য> উদঘাটন করতে <কমলাকান্তের দপ্তর>এ গেল সেখানে গিয়ে <কৃষ্ণ চরিত্র>এর <বিবিধ সমালোচনা> শুনে রাগান্বিত হয়ে <সাম্য> ও <ধর্মতত্ত্ব অনুশীলন> করতে শুরু করল ।
==============
Jagat Golder

No comments:

Post a Comment