==================================
¤¤<উপন্যাস>
===============
ঢাকার <ইন্দিরা> রোডে <আনন্দমঠ>এ প্রত্যেক <রজনী>তে <যুগলাঙ্গরীয়> অনুষ্ঠান হয় । সে অনুষ্ঠানে <রাধারাণী> ও <সিতারাম>এর প্রেমলীলা দেখানো হয় । এই অনুষ্ঠানে ইডেন কলেজ থেকে দুই সুন্দরী তরুণী <কপালকুণ্ডলা> ও <মৃণালিনী> বেড়াতে আসে ,আবার ঢা.বি থেকে আসে দুই সুদর্শন তরুণ <রাজসিংহ> ও <চন্দ্রশেখর>। তারা উভয়ই একে অপরের সৌন্দর্যে মুগ্ধ হয় এবং নিজেদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করে । কিন্তু এই সম্বন্ধের মধ্যে <বিষবৃক্ষ>র চারা রোপণ করে দেয় <দুর্গেশনন্দিনী>। এই বিষবৃক্ষ কিছুতেই তোলা সম্ভব হচ্ছিল না । অবশেষে এই বিষবৃক্ষ তোলার জন্য একটা উইল করা হয় যার নাম <কৃষ্ণকান্তের উইল>। আর এই উইলটি রচনা করেন <দেবী চৌধুরানী>।
.
এখন মিলিয়ে নিন ।
/<ইন্দিরা>
<আনন্দমঠ>
রজনী
<যুগলাঙ্গরীয়>
<রাধারাণী> ও <সিতারাম>
<রাজসিংহ> ও <চন্দ্রশেখর>
<কপালকুণ্ডলা> ও <মৃণালিনী>
<বিষবৃক্ষ>
<দুর্গেশনন্দিনী>।
<কৃষ্ণকান্তের হুইল>
<দেবী চৌধুরানী>
==========
বঙ্কিমের ত্রয়ী উপন্যাস >> আদেসী
আনন্দমঠ , দেবী চৌধুরাণী , সীতারাম ।
.
=====================
¤<প্রবন্ধ>
বঙ্কিম <লোকরহস্য> উদঘাটন করতে <কমলাকান্তের দপ্তর>এ গেল সেখানে গিয়ে <কৃষ্ণ চরিত্র>এর <বিবিধ সমালোচনা> শুনে রাগান্বিত হয়ে <সাম্য> ও <ধর্মতত্ত্ব অনুশীলন> করতে শুরু করল ।
==============
Jagat Golder
No comments:
Post a Comment