====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
=======================
১। "লোকটি ও তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না" উক্তিটিতে জেনারেল ইয়াহিয়া খান কাকে নির্দেশ করেছিল ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
২। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে
বিজয়ী হন?
= গোপালগঞ্জ আসনে।
৩। যুক্তফ্রন্টের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন কে?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪। বঙ্গবন্ধু পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কত সালে পদত্যাগ করেন?
=১৯৫৬ সালে।
৫। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
=২৪ নং
১। "লোকটি ও তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না" উক্তিটিতে জেনারেল ইয়াহিয়া খান কাকে নির্দেশ করেছিল ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
২। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে
বিজয়ী হন?
= গোপালগঞ্জ আসনে।
৩। যুক্তফ্রন্টের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন কে?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪। বঙ্গবন্ধু পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কত সালে পদত্যাগ করেন?
=১৯৫৬ সালে।
৫। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
=২৪ নং
৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
= আইন বিভাগের। (
৬। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে বহিষ্কৃত হন?
= ১৯৪৯ সালে। (তৃতীয় ও চতুর্থশ্রেণির শ্রমিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়ার জন্য)
৭। বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
=১৯৩৮ সালে ৭ দিন।
৮। ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
= ১৬ ফেব্রুয়ারি। ( ভাষা আন্দোলনের প্রথমের দিকে তিনি ফরিদপুর কারাগারে ছিলেন পরে কাসিমপুর কারাগারে আনা )
৯। কত সালে বঙ্গবন্ধুকে শান্তি পদক হিসিবে ' জুলিও কুরি' পদকে ভূষিত হন?
= ১৯৭২ সালে।
১০। বাংলাদেশের অসহযোগ আন্দোলন কবে হয় ?
= ২-২৫ মার্চ , ১৯৭১ । মোট ২৪দিন ।
১১। অসহযোগ আন্দোলনের শুরুতেই ২ মার্চ ছাত্রসংগঠনগুলো কোনন পরিষদ গঠন করেছিল?
=স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ
১২। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শেষ হয়?
---- অসহযোগ আন্দোলন
১৩। অসহযোগ আন্দোলনের প্রথম ছয়দিনে সরকারি প্রেসনেট অনুযায়ী হতাহতের সংখ্যা ছিল?
=১৭২ জন নিহত এবং ৩৫৮ জন আহত
১৪। 'ছাত্র সংগ্রাম পরিষদ' পাকিস্তান দিবসের পরিবর্তে ' প্রতিরোধ দিবস ' পালন করে?
=২৩ মার্চ , ১৯৭১ ।
১৫। ছাত্র সংগ্রাম পরিষদে বঙ্গবন্ধুরর উপস্থিতি তে 'স্বাধীনতার ইশতেহার ' ঘোষণা করা হয়?
= ৩ মার্চ , ১৯৭১ ।
= আইন বিভাগের। (
৬। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে বহিষ্কৃত হন?
= ১৯৪৯ সালে। (তৃতীয় ও চতুর্থশ্রেণির শ্রমিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়ার জন্য)
৭। বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
=১৯৩৮ সালে ৭ দিন।
৮। ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
= ১৬ ফেব্রুয়ারি। ( ভাষা আন্দোলনের প্রথমের দিকে তিনি ফরিদপুর কারাগারে ছিলেন পরে কাসিমপুর কারাগারে আনা )
৯। কত সালে বঙ্গবন্ধুকে শান্তি পদক হিসিবে ' জুলিও কুরি' পদকে ভূষিত হন?
= ১৯৭২ সালে।
১০। বাংলাদেশের অসহযোগ আন্দোলন কবে হয় ?
= ২-২৫ মার্চ , ১৯৭১ । মোট ২৪দিন ।
১১। অসহযোগ আন্দোলনের শুরুতেই ২ মার্চ ছাত্রসংগঠনগুলো কোনন পরিষদ গঠন করেছিল?
=স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ
১২। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শেষ হয়?
---- অসহযোগ আন্দোলন
১৩। অসহযোগ আন্দোলনের প্রথম ছয়দিনে সরকারি প্রেসনেট অনুযায়ী হতাহতের সংখ্যা ছিল?
=১৭২ জন নিহত এবং ৩৫৮ জন আহত
১৪। 'ছাত্র সংগ্রাম পরিষদ' পাকিস্তান দিবসের পরিবর্তে ' প্রতিরোধ দিবস ' পালন করে?
=২৩ মার্চ , ১৯৭১ ।
১৫। ছাত্র সংগ্রাম পরিষদে বঙ্গবন্ধুরর উপস্থিতি তে 'স্বাধীনতার ইশতেহার ' ঘোষণা করা হয়?
= ৩ মার্চ , ১৯৭১ ।
১৬। বাংলাদেশের সংবিধানের প্রণয়ন প্রক্রিয়া শুরু হয় কবে?
=২৩ মার্চ, ১৯৭২।
১৭ । স্বাধীন বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
= ১০ এপ্রিল, ১৯৭২। ( ’৭০ র নির্বাচনের বিজয়ী ৪০৩জন সদস্য নিয়ে )
=২৩ মার্চ, ১৯৭২।
১৭ । স্বাধীন বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
= ১০ এপ্রিল, ১৯৭২। ( ’৭০ র নির্বাচনের বিজয়ী ৪০৩জন সদস্য নিয়ে )
====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বিষয় - বাংলা
বিষয় - বাংলা
====================
১। বিষাদ সিন্ধু- মোট ৩টি পর্বে বিভক্ত। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব
২। বিষাদ সিন্ধুর প্রধান চরিত্র বা নায়ক - এজিদ
৩। মীর মশাররফ হোসেনের ভাব গুরু ছিলেন- হরিনাথ মজুমদার(কাঙাল হরিনাথ)
৪। মেঘনাদবধ কাব্যে প্রকাশিত হয়েছে- করুণ রস
৫। রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা- তীর্থযাত্রী, টি এস এলিয়টের কবিতার অনুবাদ।
৬। সুফিয়া কামালের সাঝের মায়া কাব্যগ্রন্থের ভূমিকা লিখে দেন- কাজী নজরুল ইসলাম
৭। সাপ্তাহিক বেগমের প্রথম সম্পাদক ছিলেন- সুফিয়া কামাল
৮। সোনালি কাবিন কাব্যটিতে রয়েছে - ১৪টি সনেটগুচ্ছ
৯। বিষ্ণ দে প্রভাবিত ছিলেন- টি এস এলিয়ট দ্বারা
১০। খসড়া কাব্যটি- অমিয় চক্রবর্তীর
১। বিষাদ সিন্ধু- মোট ৩টি পর্বে বিভক্ত। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব
২। বিষাদ সিন্ধুর প্রধান চরিত্র বা নায়ক - এজিদ
৩। মীর মশাররফ হোসেনের ভাব গুরু ছিলেন- হরিনাথ মজুমদার(কাঙাল হরিনাথ)
৪। মেঘনাদবধ কাব্যে প্রকাশিত হয়েছে- করুণ রস
৫। রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা- তীর্থযাত্রী, টি এস এলিয়টের কবিতার অনুবাদ।
৬। সুফিয়া কামালের সাঝের মায়া কাব্যগ্রন্থের ভূমিকা লিখে দেন- কাজী নজরুল ইসলাম
৭। সাপ্তাহিক বেগমের প্রথম সম্পাদক ছিলেন- সুফিয়া কামাল
৮। সোনালি কাবিন কাব্যটিতে রয়েছে - ১৪টি সনেটগুচ্ছ
৯। বিষ্ণ দে প্রভাবিত ছিলেন- টি এস এলিয়ট দ্বারা
১০। খসড়া কাব্যটি- অমিয় চক্রবর্তীর
১। বাংলাদেশ এখন পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কতটিতে অংশগ্রহণ করেছে ?
=৪০টি দেশের ৫৪টি
২। বর্তমানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান কত?
=৪র্থ। ( আপডেট তথ্য)
৩ । কত সালের পর বাংলাদেশে অতি দরিদ্র থাকবে না?
=২০১৮
৪। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত?
= ৪৭তম
৫। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে বিরাজমান চ্যালেঞ্জ কয়টি?
= ৩ টি
৬। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ কততম বৃহৎ অর্থনীতির দেশ ?
= ১৭৬ তম । ২০৫০ সালে হবে ২৩তম ।
৭। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
=৮২ তম
৮ । বাংলাদেশের রপ্তানি নির্ভর একমাত্র স্থল বন্দর কোনটি?
=আখাউড়া
৯। বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত?
= আইভরি কোস্ট ( বাংলাদেশ স্কয়ার > লাইবেরিয়া
১০। কোন দেশ বাংলাদেশ দিবস পালন করে?
=নেদারল্যান্ড বা হল্যান্ড বা ডাচ রা
১১। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদের নাম কী ?
=হাজীপুর, ভোলা।
= আইভরি কোস্ট ( বাংলাদেশ স্কয়ার > লাইবেরিয়া
১০। কোন দেশ বাংলাদেশ দিবস পালন করে?
=নেদারল্যান্ড বা হল্যান্ড বা ডাচ রা
১১। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদের নাম কী ?
=হাজীপুর, ভোলা।
১২। ২০১৭ সালে জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
= ইতালি ।
১৩। প্রধানমন্ত্রীর কার্যলয়ের অধীনে পরিচালিত A2i কার্যক্রমে সহযোগিতা করবে কে?
= UNDP &USAID
১৪। পদ্মা সেতুর দুই পাশে কত কি. মি রেলপথ স্থাপিত হবে?
= ১৬০
১৫।জৈব নিরাপত্তা বিষয়ক কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হবে?
=৩১ ডিসেম্বর, ২০২০ ।
১৬। ভারত ও চীন কত সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ?
= ২০২০ ।
১৭। বর্তমান বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশ কত
তম ?
=২য় । প্রথম চীন ।
১৮। পদ্মা সেতুর দুই পাশে কত কি. মি. রেলপথ স্থাপিত হবে?
= ১৬০
১৯ । NAM এর পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
= আজারবাইজান
২০ । দ্য আর্ট অব দ্য ডিল গ্রন্থটি কার লেখা ?
= মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
২১। ১৯৬২ সালে চীন -ভারত এর মধ্যকার যুদ্ধ কতদিনের ছিল ?
= ১৫দিনে।
= ইতালি ।
১৩। প্রধানমন্ত্রীর কার্যলয়ের অধীনে পরিচালিত A2i কার্যক্রমে সহযোগিতা করবে কে?
= UNDP &USAID
১৪। পদ্মা সেতুর দুই পাশে কত কি. মি রেলপথ স্থাপিত হবে?
= ১৬০
১৫।জৈব নিরাপত্তা বিষয়ক কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হবে?
=৩১ ডিসেম্বর, ২০২০ ।
১৬। ভারত ও চীন কত সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ?
= ২০২০ ।
১৭। বর্তমান বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশ কত
তম ?
=২য় । প্রথম চীন ।
১৮। পদ্মা সেতুর দুই পাশে কত কি. মি. রেলপথ স্থাপিত হবে?
= ১৬০
১৯ । NAM এর পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
= আজারবাইজান
২০ । দ্য আর্ট অব দ্য ডিল গ্রন্থটি কার লেখা ?
= মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
২১। ১৯৬২ সালে চীন -ভারত এর মধ্যকার যুদ্ধ কতদিনের ছিল ?
= ১৫দিনে।
====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.====================
১। বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?
= প বর্গ
২। বাংলা ভাষার শব্দ ভান্ডারে বিদেশি শব্দ কতভাগ ?
= ৮%
৩। বাংলা স্বরধ্বনিতে কতটিতে হ্রসস্বর আছে?
= ৪টি । অ, ই, উ, ঋ।
৪। বাংলা ভাষায় ‘ঞ’ হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ?
= ২।
৫। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি ?
= ২০টি
৬। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
= রুপতত্ত্বে
৭ । অব্যয় প্রধানত কত প্রকার ?
= ৪ । সমুচ্চয়ী , অনন্বয়ী , অনুসর্গ , অনুকার বা ধ্বন্যাত্মক
৮ । গুরুচণ্ডালী দোষ বলতে বুঝায়
= সাধু ও চলিত ভাষার মিশ্রণ
৯ । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসই হলে
= আসত্তি
১০ । গঠন অনুসারে বাক্য কত প্রকার ?
= ৩ । সরল , মিশ্র বা জঠিল ও যৌগিক ।
১১ । জ্ঞানপাপী বলে
= সজ্ঞানে অন্যায় করে যে
১২। ’আকাশ ও পৃথিবীর অন্তরালোকে ‘ এক কথায় বলে
= ক্রন্দসী
১৩। নদের চাঁদ বাগধারাটির অর্থ
= সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
১৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি ‘ গ্রন্থে কবে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন ?
= ১৮৪৭ ।
১৫ । ‘শ্রীঘর’ এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী ?
= জেলাখানা
.====================
১। বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?
= প বর্গ
২। বাংলা ভাষার শব্দ ভান্ডারে বিদেশি শব্দ কতভাগ ?
= ৮%
৩। বাংলা স্বরধ্বনিতে কতটিতে হ্রসস্বর আছে?
= ৪টি । অ, ই, উ, ঋ।
৪। বাংলা ভাষায় ‘ঞ’ হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ?
= ২।
৫। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি ?
= ২০টি
৬। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
= রুপতত্ত্বে
৭ । অব্যয় প্রধানত কত প্রকার ?
= ৪ । সমুচ্চয়ী , অনন্বয়ী , অনুসর্গ , অনুকার বা ধ্বন্যাত্মক
৮ । গুরুচণ্ডালী দোষ বলতে বুঝায়
= সাধু ও চলিত ভাষার মিশ্রণ
৯ । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসই হলে
= আসত্তি
১০ । গঠন অনুসারে বাক্য কত প্রকার ?
= ৩ । সরল , মিশ্র বা জঠিল ও যৌগিক ।
১১ । জ্ঞানপাপী বলে
= সজ্ঞানে অন্যায় করে যে
১২। ’আকাশ ও পৃথিবীর অন্তরালোকে ‘ এক কথায় বলে
= ক্রন্দসী
১৩। নদের চাঁদ বাগধারাটির অর্থ
= সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
১৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি ‘ গ্রন্থে কবে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন ?
= ১৮৪৭ ।
১৫ । ‘শ্রীঘর’ এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী ?
= জেলাখানা
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
================================
বাংলা ব্যাকরণের প্রকারভেদ সমূহ:
.==========================
১। বাংলা ভাষা কত প্রকার ?
= ২প্রকার । ক. মৌলিক খ. লৈখিক । মৌখিক ভাষা : ২ প্রকার : মান মৌখিক ও আঞ্চলিক । লৈখিক ভাষা দুই প্রকার । যথা : সাধু ও চলিত ( এদের বৈশিষ্ট্য ও পার্থক্য, রুপ দেখে নিন , ।
২। ব্যাকরণে সাধারণ আলোচ্য বিষয় কয়টি ?
= ৩টি । যথা : ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব বা পদক্রম । (সূত্র : সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা ) । ৯-১০ শ্রেণির বই অর্থতত্ত্ব সহ ৪টির কথা আছে । ব্যাকরণের বিভিন্ন বিষয় কে কোনটিতে আলোচিত হয় দেখে নিন )
৩। ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি ?
= ৬টি । ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব , বাক্যতত্ত্ব বা পদক্রম , ছন্দ ও অলঙ্কার প্রকরণ , বাগর্থ বিজ্ঞান বা অর্থতত্ত্ব , অভিধানতত্ত্ব ।
৪। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো কয়ভাগে বিভক্ত ?
= ২ ভাগে । যথা : স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) । এসম্পর্কিত অধ্যায়টি ভালো করে দেখেনিন , ১টা তো কমন পাবেনই ।
৫। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কত ?
= ৫০টি ।
৬। ণ -ত্ব বিধানের নিয়ম কয়টি ?
= ৪টি । (বাংলা বানানের নিয়ম ও ণ-ত্ব এবং ষ-ত্ব বিধান ভালো করে দেখে রাখুন )
৭। বাংলা সন্ধি কত প্রকার ?
= ২ প্রকার । স্বরসন্ধি , ব্যঞ্জন সন্ধি নোট : সংস্কৃত সন্ধি ৩ প্রকার । যথা: স্বরসন্ধি , ব্যঞ্জন সন্ধি , বিসর্গ সন্ধি। ( এই অধ্যায়ের নিপাতনে সিদ্ধ ও বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণগুলো ভালো করে দেখে নিন । )
৮ । লিঙ্গ কত প্রকার ?
= ২ প্রকার । যথা: পুং লিঙ্গ ও স্ত্রী লিঙ্গ । ( এই অধ্যায়ের নিত্য স্ত্রী , নিত্য পুং এবং উভয় লিঙ্গ সহ একই লিঙ্গের একাধিক লিঙ্গ গুলো দেখে নিন। )
৯ । বচন কত প্রকার?
= ২ প্রকার । যথা : একবচন , বহুবচন । ( ব্যতিক্রম গুলো দেখে নিন । )
১০ । উপসর্গ কত প্রকার ?
= ৩ প্রকার । খাঁটি বাংলা ( ২১) , তৎসম(২০) ও বিদেশি ) । { সবগুলোই একবার দেখে নিন ।
১১। প্রত্যয় কত প্রকার ?
= ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
১২। কারক কত প্রকার ?
= ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক , করণ , অপাদান, সম্প্রদান , অধিকরণ ।
১৩। বিভক্তি কত টি ?
= ৭টি ।
১৪ । সমাস সাধারণত কত প্রকার ?
= ৬ প্রকার । দ্বন্দ্ব , কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব , দ্বিগু , বহুব্রিহি । { নোট : বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব , তৎপুরুষীয় , দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক । নিত্য , প্রাদি, অলুক , উপপদ , মধ্যপদলোপী এগুলো ভালো করে দেখে নিন। }
১৫ । সমাসের প্রতীতি কয়টি ?
= ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
১৬ । কতটি উপায়ে শব্দ গঠন করা যায় ?
= ৮টি । যথা: সন্ধির মাধ্যমে , সমাসের , বহুবচনের , বাক্য সংকোচনের , উপসর্গ, পদ পরিবর্তনের , প্রত্যয়ের , দ্বিরুক্তি শব্দের সহযোগে ।
১৭ । উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার ?
= ৫ । তৎসম, অর্ধতৎসম , তদ্ভব, দেশি, বিদেশি । ( উদাহরণ গুলো দেখে নিন । )
১৮। গঠনগত ভাবে শব্দ কত প্রকার ?
= ২ । মৌলিক ও সাধিত । ( উদাহরণ গুলো দেখে নিন । )
১৯ । অর্থগত ভাবে শব্দ কত প্রকার ?
= ৩ প্রকার । যৌগিক , রুঢ়, যোগরুঢ় । উদাহরণ গুলো দেখে নিন । )
২০ । দ্বিরুক্তি কত প্রকার ?
= ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি , অনুকার দ্বিরুক্তি । উদাহরণ গুলো দেখে নিন । )
২১। পদ প্রধানত কত প্রকার ?
= ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
২২। নামপদ কত প্রকার ?
= ৪ প্রকার , বিশেষ্য , বিশেষণ , অব্যয় , সর্বনাম । ( নোট : পদ পরিবর্তন থেকে একটি প্রশ্ন পাবেন তাই দেখে নিন। )
২৩। অব্যয় কত প্রকার ?
= ৪ প্রকার । যথা : সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক , অনন্বয়ী , অনুসর্গ, অনুকার অব্যয়।
২৪। বাক্য প্রধানত কত প্রকার ?
= ৩ প্রকার । সরল , জঠিল বা মিশ্র , যৌগিক । ( নোট : বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয় ; বাক্যের গুণ ৩টি : আকাঙ্ক্ষা , আসত্তি, যোগ্যতা। বিভিন্ন প্রকার দোষ ও বাক্যে রুপান্তর দেখে নিন)
২৫ । যতিচিহ্ন কয়টি ?
= ১২ টি । { বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে বেতালপঞ্চবিংশতি গ্রন্থে । নোট : বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি।} বিভিন্ন যতিচিহ্নের ব্যবহার ও অপরনাম গুলো দেখে নিন)
২৬। অক্ষর কত প্রকার ?
= ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
২৭। বাংলা ছন্দ কত প্রকার ?
= ৩ প্রকার । যথা : অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ( গঠন গুলো দেখে নিন)
২৮ ।ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার ?
= ২ প্রকার । যথা: শব্দালঙ্কার , অর্থালঙ্কার ।
২৯ । ক্রিয়ার কাল কত প্রকার ?
= ৩ প্রকার । বর্তমান কাল , অতীতকাল , ভবিষ্যৎকাল
৩০ । ক্রিয়ার ভাব কত প্রকার ?
= ৪ প্রকার । নির্দেশক , সাপেক্ষ, আকাঙ্ক্ষা , অনুজ্ঞা
৩১। সংখ্যাবাচক শব্দ কত প্রকার ?
= ৪ প্রকার । যথা: অঙ্ক বাচক ,পরিমাণবাচক , , ক্রমবাচক, তারিখ বাচক ।
৩২। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার ?
= ২ প্রকার । যথা: সমাপিকা ও অসমাপিকা ।
৩৩। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা হয় ?
= ২ প্রকার । সকর্মক , অকর্মক ।
================================
বাংলা ব্যাকরণের প্রকারভেদ সমূহ:
.==========================
১। বাংলা ভাষা কত প্রকার ?
= ২প্রকার । ক. মৌলিক খ. লৈখিক । মৌখিক ভাষা : ২ প্রকার : মান মৌখিক ও আঞ্চলিক । লৈখিক ভাষা দুই প্রকার । যথা : সাধু ও চলিত ( এদের বৈশিষ্ট্য ও পার্থক্য, রুপ দেখে নিন , ।
২। ব্যাকরণে সাধারণ আলোচ্য বিষয় কয়টি ?
= ৩টি । যথা : ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব বা পদক্রম । (সূত্র : সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা ) । ৯-১০ শ্রেণির বই অর্থতত্ত্ব সহ ৪টির কথা আছে । ব্যাকরণের বিভিন্ন বিষয় কে কোনটিতে আলোচিত হয় দেখে নিন )
৩। ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি ?
= ৬টি । ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব , বাক্যতত্ত্ব বা পদক্রম , ছন্দ ও অলঙ্কার প্রকরণ , বাগর্থ বিজ্ঞান বা অর্থতত্ত্ব , অভিধানতত্ত্ব ।
৪। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো কয়ভাগে বিভক্ত ?
= ২ ভাগে । যথা : স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) । এসম্পর্কিত অধ্যায়টি ভালো করে দেখেনিন , ১টা তো কমন পাবেনই ।
৫। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কত ?
= ৫০টি ।
৬। ণ -ত্ব বিধানের নিয়ম কয়টি ?
= ৪টি । (বাংলা বানানের নিয়ম ও ণ-ত্ব এবং ষ-ত্ব বিধান ভালো করে দেখে রাখুন )
৭। বাংলা সন্ধি কত প্রকার ?
= ২ প্রকার । স্বরসন্ধি , ব্যঞ্জন সন্ধি নোট : সংস্কৃত সন্ধি ৩ প্রকার । যথা: স্বরসন্ধি , ব্যঞ্জন সন্ধি , বিসর্গ সন্ধি। ( এই অধ্যায়ের নিপাতনে সিদ্ধ ও বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণগুলো ভালো করে দেখে নিন । )
৮ । লিঙ্গ কত প্রকার ?
= ২ প্রকার । যথা: পুং লিঙ্গ ও স্ত্রী লিঙ্গ । ( এই অধ্যায়ের নিত্য স্ত্রী , নিত্য পুং এবং উভয় লিঙ্গ সহ একই লিঙ্গের একাধিক লিঙ্গ গুলো দেখে নিন। )
৯ । বচন কত প্রকার?
= ২ প্রকার । যথা : একবচন , বহুবচন । ( ব্যতিক্রম গুলো দেখে নিন । )
১০ । উপসর্গ কত প্রকার ?
= ৩ প্রকার । খাঁটি বাংলা ( ২১) , তৎসম(২০) ও বিদেশি ) । { সবগুলোই একবার দেখে নিন ।
১১। প্রত্যয় কত প্রকার ?
= ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
১২। কারক কত প্রকার ?
= ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক , করণ , অপাদান, সম্প্রদান , অধিকরণ ।
১৩। বিভক্তি কত টি ?
= ৭টি ।
১৪ । সমাস সাধারণত কত প্রকার ?
= ৬ প্রকার । দ্বন্দ্ব , কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব , দ্বিগু , বহুব্রিহি । { নোট : বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব , তৎপুরুষীয় , দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক । নিত্য , প্রাদি, অলুক , উপপদ , মধ্যপদলোপী এগুলো ভালো করে দেখে নিন। }
১৫ । সমাসের প্রতীতি কয়টি ?
= ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
১৬ । কতটি উপায়ে শব্দ গঠন করা যায় ?
= ৮টি । যথা: সন্ধির মাধ্যমে , সমাসের , বহুবচনের , বাক্য সংকোচনের , উপসর্গ, পদ পরিবর্তনের , প্রত্যয়ের , দ্বিরুক্তি শব্দের সহযোগে ।
১৭ । উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার ?
= ৫ । তৎসম, অর্ধতৎসম , তদ্ভব, দেশি, বিদেশি । ( উদাহরণ গুলো দেখে নিন । )
১৮। গঠনগত ভাবে শব্দ কত প্রকার ?
= ২ । মৌলিক ও সাধিত । ( উদাহরণ গুলো দেখে নিন । )
১৯ । অর্থগত ভাবে শব্দ কত প্রকার ?
= ৩ প্রকার । যৌগিক , রুঢ়, যোগরুঢ় । উদাহরণ গুলো দেখে নিন । )
২০ । দ্বিরুক্তি কত প্রকার ?
= ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি , অনুকার দ্বিরুক্তি । উদাহরণ গুলো দেখে নিন । )
২১। পদ প্রধানত কত প্রকার ?
= ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
২২। নামপদ কত প্রকার ?
= ৪ প্রকার , বিশেষ্য , বিশেষণ , অব্যয় , সর্বনাম । ( নোট : পদ পরিবর্তন থেকে একটি প্রশ্ন পাবেন তাই দেখে নিন। )
২৩। অব্যয় কত প্রকার ?
= ৪ প্রকার । যথা : সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক , অনন্বয়ী , অনুসর্গ, অনুকার অব্যয়।
২৪। বাক্য প্রধানত কত প্রকার ?
= ৩ প্রকার । সরল , জঠিল বা মিশ্র , যৌগিক । ( নোট : বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয় ; বাক্যের গুণ ৩টি : আকাঙ্ক্ষা , আসত্তি, যোগ্যতা। বিভিন্ন প্রকার দোষ ও বাক্যে রুপান্তর দেখে নিন)
২৫ । যতিচিহ্ন কয়টি ?
= ১২ টি । { বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে বেতালপঞ্চবিংশতি গ্রন্থে । নোট : বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি।} বিভিন্ন যতিচিহ্নের ব্যবহার ও অপরনাম গুলো দেখে নিন)
২৬। অক্ষর কত প্রকার ?
= ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
২৭। বাংলা ছন্দ কত প্রকার ?
= ৩ প্রকার । যথা : অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ( গঠন গুলো দেখে নিন)
২৮ ।ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার ?
= ২ প্রকার । যথা: শব্দালঙ্কার , অর্থালঙ্কার ।
২৯ । ক্রিয়ার কাল কত প্রকার ?
= ৩ প্রকার । বর্তমান কাল , অতীতকাল , ভবিষ্যৎকাল
৩০ । ক্রিয়ার ভাব কত প্রকার ?
= ৪ প্রকার । নির্দেশক , সাপেক্ষ, আকাঙ্ক্ষা , অনুজ্ঞা
৩১। সংখ্যাবাচক শব্দ কত প্রকার ?
= ৪ প্রকার । যথা: অঙ্ক বাচক ,পরিমাণবাচক , , ক্রমবাচক, তারিখ বাচক ।
৩২। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার ?
= ২ প্রকার । যথা: সমাপিকা ও অসমাপিকা ।
৩৩। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা হয় ?
= ২ প্রকার । সকর্মক , অকর্মক ।
====================
মনে রাখি কাজে দিবে
====================
১। ভাষার মূল উপকরণ >> বাক্য
১। ভাষার মূল উপকরণ >> বাক্য
২। ভাষার মূল উপাদান >>> ধ্বনি
৩। ভাষার মৌলিক উপাদান >> শব্দ
৪। বাক্যের ক্ষুদ্রতম একক/ মৌলিক উপাদান>>> শব্দ
৫। শব্দের ক্ষুদ্রতম একক >>>> ধ্বনি
৫ । বাক্যের প্রাণ >>>>>> শব্দ
৬। উপসর্গ পদের আগে বসে , আর প্রত্যয় পদের পরে বসে ।
৭। উপসর্গের অর্থবাচকতা নেই , কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
৮। যে ৪টি উপসর্গ বাংলা , তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে >> আ, সু , নি , বি।
৯। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
১০। বিভক্তিহীন নাম শব্দ বলে >>>>> প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
১১। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে >> পদ ।
১২। ক্রিয়াপদের মূলকে বলে >>>>>>> ধাতু ।
১৩। বাক্যে অপরিহার্য>>>>>>>>>>> ক্রিয়াপদ ।
১৪। সন্ধির সুবিধা > ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।
১৫। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত , ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত
১৬। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই
১৭। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৮ । সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৯ । সমাস ভাষাকে >> সংক্ষেপ করে ।
২০। সমাসের রীতি >> সংস্কৃত থেকে আগত
২১। ব্যাকরণ শব্দটি >> সংস্কৃত থেকে আগত
২২। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ বলে > উপধা ।
২৩। সমন্ধ পদ , তারিখ লিখতে , ঠিকানা লিখতে পদের পর > কমা বসাতে হয়।
৩। ভাষার মৌলিক উপাদান >> শব্দ
৪। বাক্যের ক্ষুদ্রতম একক/ মৌলিক উপাদান>>> শব্দ
৫। শব্দের ক্ষুদ্রতম একক >>>> ধ্বনি
৫ । বাক্যের প্রাণ >>>>>> শব্দ
৬। উপসর্গ পদের আগে বসে , আর প্রত্যয় পদের পরে বসে ।
৭। উপসর্গের অর্থবাচকতা নেই , কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
৮। যে ৪টি উপসর্গ বাংলা , তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে >> আ, সু , নি , বি।
৯। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
১০। বিভক্তিহীন নাম শব্দ বলে >>>>> প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
১১। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে >> পদ ।
১২। ক্রিয়াপদের মূলকে বলে >>>>>>> ধাতু ।
১৩। বাক্যে অপরিহার্য>>>>>>>>>>> ক্রিয়াপদ ।
১৪। সন্ধির সুবিধা > ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।
১৫। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত , ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত
১৬। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই
১৭। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৮ । সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৯ । সমাস ভাষাকে >> সংক্ষেপ করে ।
২০। সমাসের রীতি >> সংস্কৃত থেকে আগত
২১। ব্যাকরণ শব্দটি >> সংস্কৃত থেকে আগত
২২। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ বলে > উপধা ।
২৩। সমন্ধ পদ , তারিখ লিখতে , ঠিকানা লিখতে পদের পর > কমা বসাতে হয়।
====================
৩৮তম বিসিএস প্রস্তুতি --
৩৮তম বিসিএস প্রস্তুতি --
>>উৎসর্গকৃত কিছু সাহিত্য কর্ম
====================
১৷ সঞ্চিতা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে
২৷ ছায়ানট >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন মুজাফফর আহমেদকে
৩৷ অগ্নিবীণা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন বারীণ ঘোষকে
৪৷ চিত্তনামা >> কাজী নজরুল ইসলাম
>>উৎসর্গ করেন বাসন্তী দেবীকে
৫৷ সর্বহারা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন বিরজা সুন্দরী দেবীকে
৬৷ সন্ধ্যা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন মাদারীপুরের শান্তিসেনা ও বীরদের
৭৷ বিষের বাশীঁ >> কাজী নজরুল ইসলাম
উৎসর্গ করেন মুসাম্মদ মাসুমা খাতুনকে
৮৷ চোখের চাতক >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন প্রতিভা বসু রানুকে
৯৷ চার অধ্যায় >> বরীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন কারা বন্দীদেরকে
১০৷ তাসের দেশ >> রবীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন নেতাজী সুভাস চন্দ্র বসুকে
১১৷ কালের যাত্রা >> বরীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে
১২৷ বসন্ত >> রবীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে
১৩৷ বসন্ত কুমারী >> মীর মশাররফ হোসেন
>>উৎসর্গ করেন নবাব আব্দুল লতিফকে
১৪৷ নারীর মূল্য >> শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
>> উৎসর্গ করেন দিদি অনিলা দেবীকে
১৫৷ ক্ষণিকা >> রবীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন শ্রীযুক্ত বাবু লোকেন্দ্রনাথ পালিতকে
>> উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে
২৷ ছায়ানট >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন মুজাফফর আহমেদকে
৩৷ অগ্নিবীণা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন বারীণ ঘোষকে
৪৷ চিত্তনামা >> কাজী নজরুল ইসলাম
>>উৎসর্গ করেন বাসন্তী দেবীকে
৫৷ সর্বহারা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন বিরজা সুন্দরী দেবীকে
৬৷ সন্ধ্যা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন মাদারীপুরের শান্তিসেনা ও বীরদের
৭৷ বিষের বাশীঁ >> কাজী নজরুল ইসলাম
উৎসর্গ করেন মুসাম্মদ মাসুমা খাতুনকে
৮৷ চোখের চাতক >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন প্রতিভা বসু রানুকে
৯৷ চার অধ্যায় >> বরীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন কারা বন্দীদেরকে
১০৷ তাসের দেশ >> রবীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন নেতাজী সুভাস চন্দ্র বসুকে
১১৷ কালের যাত্রা >> বরীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে
১২৷ বসন্ত >> রবীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে
১৩৷ বসন্ত কুমারী >> মীর মশাররফ হোসেন
>>উৎসর্গ করেন নবাব আব্দুল লতিফকে
১৪৷ নারীর মূল্য >> শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
>> উৎসর্গ করেন দিদি অনিলা দেবীকে
১৫৷ ক্ষণিকা >> রবীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন শ্রীযুক্ত বাবু লোকেন্দ্রনাথ পালিতকে
====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
======================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
======================
১। কারাগারের রোজনামচা’ অানুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে ?
=১৭ মার্চ ২০১৭।{ নোট : বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত , গ্রন্থটিতে বঙ্গন্ধুর ১৯৬৬-১৯৬৮ সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে }
২। বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর তালিকায় ঢাকা অবস্থান কততম স্থানে?
= ১১তম।
৩। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নাম কী.?
= ওরিও
৪। বাংলাদেশের যমুনা নদীর বালু রপ্তানি হবে কোন দেশে?
= সিঙ্গাপুর ও মালদ্বীপ।
৫।জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়?
=১১ মার্চ ২০১৭।
৬।. বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?
=৪১তম। {১২মার্চ ২০১৭ থেকে অন্তর্ভুক্ত)
৭। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত সাবমেরিন দুটির নাম কী?
=নবযাত্রা ও জয়যাত্রা।
৮। তিন নেতার মাজারের স্থপতি কে ?
=শিল্পী মাসুদ আহমেদ। ( নোট : তিন নেতা হলো : শেরে বাংলা , সোহরাওয়ার্দী , খাজা নাজিমউদ্দিন)
৯। দরিয়া-ই-নূর কী?
=বাংলাদেশের বৃহত্তম ও মূল্যবান হীরক।
= সিঙ্গাপুর ও মালদ্বীপ।
৫।জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়?
=১১ মার্চ ২০১৭।
৬।. বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?
=৪১তম। {১২মার্চ ২০১৭ থেকে অন্তর্ভুক্ত)
৭। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত সাবমেরিন দুটির নাম কী?
=নবযাত্রা ও জয়যাত্রা।
৮। তিন নেতার মাজারের স্থপতি কে ?
=শিল্পী মাসুদ আহমেদ। ( নোট : তিন নেতা হলো : শেরে বাংলা , সোহরাওয়ার্দী , খাজা নাজিমউদ্দিন)
৯। দরিয়া-ই-নূর কী?
=বাংলাদেশের বৃহত্তম ও মূল্যবান হীরক।
১০। শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে?
=সাকিব আল হাসান।
১১। মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ
- হংকং।
=সাকিব আল হাসান।
১১। মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ
- হংকং।
১২। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র কোন দেশে ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে?
=দক্ষিণ কোরিয়া
১৩। সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কোন প্রাচীন জনপদ?
= বগুড়ার মহাস্থানগড়।
১৪। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয়দের প্রতিটি পরিবারকে কত লাখ রুপি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার?
=৫ লাখ রুপি।
১৫। মধ্যম আয়ের দেশে উন্নীত হলে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকে কতটি কনভেনশন অনুসরণ করতে হবে?
= ২৭টি।
১৬। প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?
=৪নভেম্বর, ২০১৬
১৭। জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন(COP-22) কোথায় অনুষ্ঠিত হয়?
=মরক্কোর মারাক্কেশে।
১৮। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
= ইলিশ ও জামদানি
১৯। ছয় দফা দিবস কবে?
=৭ জুন
২০ । সম্প্রতি মাস্টারদা সূর্যসেনকে নিয়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কী???
=চিটাগং
=দক্ষিণ কোরিয়া
১৩। সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কোন প্রাচীন জনপদ?
= বগুড়ার মহাস্থানগড়।
১৪। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয়দের প্রতিটি পরিবারকে কত লাখ রুপি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার?
=৫ লাখ রুপি।
১৫। মধ্যম আয়ের দেশে উন্নীত হলে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকে কতটি কনভেনশন অনুসরণ করতে হবে?
= ২৭টি।
১৬। প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?
=৪নভেম্বর, ২০১৬
১৭। জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন(COP-22) কোথায় অনুষ্ঠিত হয়?
=মরক্কোর মারাক্কেশে।
১৮। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
= ইলিশ ও জামদানি
১৯। ছয় দফা দিবস কবে?
=৭ জুন
২০ । সম্প্রতি মাস্টারদা সূর্যসেনকে নিয়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কী???
=চিটাগং
====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
====================
১। ইনতিফাদা শব্দের অর্থ- গণঅভ্যুত্থান
২। ইয়াল্টা সম্মেলনে অনুষ্ঠিত হয়- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও রাশিয়ার স্ট্যালিনের মধ্যে
৩। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কর্মসূচিসংক্রান্ত প্রথম দলিল- কমিউনিস্ট মেনিফেস্টো, মার্কস ও এঙ্গেলস কতৃক রচিত
৪। গ্যাটের উরুগুয়েরর আলোচনা পর্ব শুরু হয়- গ্যাটের তৎকালীন মহাপরিচালক আর্থার ডাংকেল এর প্রস্তাবের ভিত্তিতে
৫। উরুগুয়ে রাউন্ড- শুরু হয় ১৯৮৬ সালে শেষ হয় ১৯৯৩ সালে
৬। এপ্রিল থিসিস সম্পর্কিত - রুশ বিপ্লবের সাথে
৭। গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচি গ্রহণ করে - চীন
৮। ট্রম্যান নীতি ঘোষিত হয়- ১৯৪৭ সালে
৯। ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত স্থায়ী জার্মানির নাৎসি সাম্রাজ্যকে বলা হয়- থার্ড রাইখ
১০। ২য় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ঘোষিত নীতি- মার্শাল পরিকল্পনা
১১। শত ফুল ফুটতে দাও আন্দোলন পরিচালিত হয়- চীনে, ১৯৫৭-৫৮ সালে
১। ইনতিফাদা শব্দের অর্থ- গণঅভ্যুত্থান
২। ইয়াল্টা সম্মেলনে অনুষ্ঠিত হয়- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও রাশিয়ার স্ট্যালিনের মধ্যে
৩। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কর্মসূচিসংক্রান্ত প্রথম দলিল- কমিউনিস্ট মেনিফেস্টো, মার্কস ও এঙ্গেলস কতৃক রচিত
৪। গ্যাটের উরুগুয়েরর আলোচনা পর্ব শুরু হয়- গ্যাটের তৎকালীন মহাপরিচালক আর্থার ডাংকেল এর প্রস্তাবের ভিত্তিতে
৫। উরুগুয়ে রাউন্ড- শুরু হয় ১৯৮৬ সালে শেষ হয় ১৯৯৩ সালে
৬। এপ্রিল থিসিস সম্পর্কিত - রুশ বিপ্লবের সাথে
৭। গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচি গ্রহণ করে - চীন
৮। ট্রম্যান নীতি ঘোষিত হয়- ১৯৪৭ সালে
৯। ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত স্থায়ী জার্মানির নাৎসি সাম্রাজ্যকে বলা হয়- থার্ড রাইখ
১০। ২য় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ঘোষিত নীতি- মার্শাল পরিকল্পনা
১১। শত ফুল ফুটতে দাও আন্দোলন পরিচালিত হয়- চীনে, ১৯৫৭-৫৮ সালে
====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.====================
.====================
১। সম্প্রতি আবিষ্কৃত বঙ্গবন্ধু দ্বীপ এর আয়তন কত?
= ৭.৮৪ বর্গ কি.মি. ( সব মিলিয়ে ১০ বর্গ কি.মি.
২।বর্তমান বিশ্বে দরিদ্র জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
= ভারত (বাংলাদেশ ৮ম)
৩। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
= চীন(২য় ভারত)
৪।বর্তমান বিশ্বে স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ-
=চীন (২য় ভারত)
৫। বর্তমান বিশ্বে 5G পরীক্ষামূলকভাবে পরিচালনাকারী দেশ কোনটি?
= দক্ষিণ কোরিয়া
৬। ইন্টারনেট গতির দিক থেকে শীর্ষ দেশ কোনটি?
= হংকং
৭ ।বর্তমান বিশ্বে ফেইসবুক ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
=যুক্তরাষ্ট্র(২য় ভারত) । নোট : চীনে ফেইসবুক নিষিদ্ধ
৮। সক্রিয় ফেইসবুক ব্যবহারে বিশ্বে ঢাকা শরের অবস্থান কততম ?
= দ্বিতীয়
৯।সেপ্টেস্বর , ২০১৭ ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ?
=চীনে
১০ । ফার্ক বিদ্রোহীদের সাথে কলম্বিয়ায় ৫০ বছরের যুদ্ধের অবসান ঘোষণা করা হয় কবে ?
= ১৫ আগস্ট ২০১৭
১১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কী ?
= গুচ্ছ দেশ
১২। এশিয়ার অর্থনৈতিক দৈত্য বলা হয় কাদের ?
= ভারত ও চীন
১৩। ব্রেক্সিট কার্যকর কবে হবে ?
= ২০১৯ সালে
১৪ । এশিয়ায় জাপানের নেতৃত্বে শিল্পবিপ্লব শুরু হয় কবে ?
= ১৯৬০ সালের দিকে
১৫। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে বাংলাদেশের
= ২০% ভূমি ডুবে যাবে, ৩ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে
১৬। যুক্তরাষ্ট্রে সাংস্কৃতিক লড়াই হয়েছিল কবে ?
= ১৯২০ এর দশকে
১৭। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভোক্তা আস্থা সূচকে বাংলাদেশের অবস্থান
= ৩য়
====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.====================
১। বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?
= প বর্গ
২। বাংলা ভাষার শব্দ ভান্ডারে বিদেশি শব্দ কতভাগ ?
= ৮%
৩। বাংলা স্বরধ্বনিতে কতটিতে হ্রসস্বর আছে?
= ৪টি । অ, ই, উ, ঋ।
৪। বাংলা ভাষায় ‘ঞ’ হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ?
= ২।
৫। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি ?
= ২০টি
৬। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
= রুপতত্ত্বে
৭ । অব্যয় প্রধানত কত প্রকার ?
= ৪ । সমুচ্চয়ী , অনন্বয়ী , অনুসর্গ , অনুকার বা ধ্বন্যাত্মক
৮ । গুরুচণ্ডালী দোষ বলতে বুঝায়
= সাধু ও চলিত ভাষার মিশ্রণ
৯ । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসই হলে
= আসত্তি
১০ । গঠন অনুসারে বাক্য কত প্রকার ?
= ৩ । সরল , মিশ্র বা জঠিল ও যৌগিক ।
১১ । জ্ঞানপাপী বলে
= সজ্ঞানে অন্যায় করে যে
১২। ’আকাশ ও পৃথিবীর অন্তরালোকে ‘ এক কথায় বলে
= ক্রন্দসী
১৩। নদের চাঁদ বাগধারাটির অর্থ
= সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
১৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি ‘ গ্রন্থে কবে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন ?
= ১৮৪৭ ।
১৫ । ‘শ্রীঘর’ এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী ?
= জেলাখানা
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.====================
১। বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?
= প বর্গ
২। বাংলা ভাষার শব্দ ভান্ডারে বিদেশি শব্দ কতভাগ ?
= ৮%
৩। বাংলা স্বরধ্বনিতে কতটিতে হ্রসস্বর আছে?
= ৪টি । অ, ই, উ, ঋ।
৪। বাংলা ভাষায় ‘ঞ’ হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ?
= ২।
৫। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি ?
= ২০টি
৬। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
= রুপতত্ত্বে
৭ । অব্যয় প্রধানত কত প্রকার ?
= ৪ । সমুচ্চয়ী , অনন্বয়ী , অনুসর্গ , অনুকার বা ধ্বন্যাত্মক
৮ । গুরুচণ্ডালী দোষ বলতে বুঝায়
= সাধু ও চলিত ভাষার মিশ্রণ
৯ । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসই হলে
= আসত্তি
১০ । গঠন অনুসারে বাক্য কত প্রকার ?
= ৩ । সরল , মিশ্র বা জঠিল ও যৌগিক ।
১১ । জ্ঞানপাপী বলে
= সজ্ঞানে অন্যায় করে যে
১২। ’আকাশ ও পৃথিবীর অন্তরালোকে ‘ এক কথায় বলে
= ক্রন্দসী
১৩। নদের চাঁদ বাগধারাটির অর্থ
= সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
১৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি ‘ গ্রন্থে কবে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন ?
= ১৮৪৭ ।
১৫ । ‘শ্রীঘর’ এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী ?
= জেলাখানা
No comments:
Post a Comment