eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, August 27, 2017

অনেক গুলো তথ্য একসাথে

====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
=======================
১। "লোকটি ও তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না" উক্তিটিতে  জেনারেল ইয়াহিয়া খান কাকে নির্দেশ  করেছিল ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
২। ১৯৫৪ সালে  যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে
বিজয়ী হন?
= গোপালগঞ্জ আসনে।
৩। যুক্তফ্রন্টের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন কে?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪। বঙ্গবন্ধু পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কত সালে পদত্যাগ করেন?
=১৯৫৬ সালে।
৫। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
=২৪  নং
৬। বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
= আইন বিভাগের। (
৬।  বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে  বহিষ্কৃত হন?
= ১৯৪৯ সালে।  (তৃতীয় ও চতুর্থশ্রেণির শ্রমিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়ার জন্য)
৭।  বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
=১৯৩৮ সালে ৭ দিন।
৮।  ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
= ১৬  ফেব্রুয়ারি। (  ভাষা আন্দোলনের প্রথমের দিকে তিনি ফরিদপুর কারাগারে ছিলেন  পরে কাসিমপুর কারাগারে  আনা  )
৯। কত সালে বঙ্গবন্ধুকে শান্তি পদক হিসিবে  ' জুলিও কুরি' পদকে ভূষিত হন?
= ১৯৭২ সালে।
১০। বাংলাদেশের অসহযোগ আন্দোলন কবে হয় ?
= ২-২৫ মার্চ , ১৯৭১ । মোট ২৪দিন ।
১১। অসহযোগ আন্দোলনের শুরুতেই ২ মার্চ ছাত্রসংগঠনগুলো  কোনন  পরিষদ গঠন করেছিল?
=স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ
১২।  স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শেষ হয়?
---- অসহযোগ আন্দোলন
১৩।  অসহযোগ আন্দোলনের প্রথম ছয়দিনে সরকারি প্রেসনেট অনুযায়ী হতাহতের সংখ্যা ছিল?
=১৭২ জন নিহত এবং ৩৫৮ জন আহত
১৪।  'ছাত্র সংগ্রাম পরিষদ' পাকিস্তান দিবসের পরিবর্তে ' প্রতিরোধ দিবস ' পালন করে?
=২৩ মার্চ , ১৯৭১ ।
১৫। ছাত্র সংগ্রাম পরিষদে  বঙ্গবন্ধুরর উপস্থিতি তে 'স্বাধীনতার ইশতেহার ' ঘোষণা করা হয়?
= ৩ মার্চ , ১৯৭১ ।
১৬। বাংলাদেশের সংবিধানের প্রণয়ন  প্রক্রিয়া শুরু হয় কবে?
=২৩ মার্চ, ১৯৭২।
১৭ । স্বাধীন  বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
= ১০ এপ্রিল, ১৯৭২। ( ’৭০ র নির্বাচনের বিজয়ী ৪০৩জন সদস্য নিয়ে )


====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বিষয় - বাংলা
====================
১। বিষাদ সিন্ধু- মোট ৩টি পর্বে বিভক্ত। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ পর্ব
২। বিষাদ সিন্ধুর প্রধান চরিত্র বা নায়ক - এজিদ
৩। মীর মশাররফ হোসেনের ভাব গুরু ছিলেন- হরিনাথ মজুমদার(কাঙাল হরিনাথ)
৪। মেঘনাদবধ কাব্যে প্রকাশিত হয়েছে- করুণ রস
৫। রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা- তীর্থযাত্রী, টি এস এলিয়টের কবিতার অনুবাদ।
৬। সুফিয়া কামালের সাঝের মায়া কাব্যগ্রন্থের ভূমিকা লিখে দেন- কাজী নজরুল ইসলাম
৭। সাপ্তাহিক বেগমের প্রথম সম্পাদক ছিলেন- সুফিয়া কামাল
৮। সোনালি কাবিন কাব্যটিতে রয়েছে - ১৪টি সনেটগুচ্ছ
৯। বিষ্ণ দে প্রভাবিত ছিলেন- টি এস এলিয়ট দ্বারা
১০। খসড়া কাব্যটি- অমিয় চক্রবর্তীর



১। বাংলাদেশ এখন  পর্যন্ত    জাতিসংঘের  শান্তিরক্ষা মিশনের কতটিতে অংশগ্রহণ করেছে ?
=৪০টি দেশের ৫৪টি
২। বর্তমানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান কত?
=৪র্থ। ( আপডেট তথ্য)
৩ ।  কত সালের পর বাংলাদেশে অতি দরিদ্র থাকবে না?
=২০১৮
৪। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান  কত?
= ৪৭তম
৫। বিশ্বব্যাংকের মতে  বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে বিরাজমান চ্যালেঞ্জ কয়টি?
=  ৩ টি
৬। সম্প্রতি প্রকাশিত  বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ কততম বৃহৎ অর্থনীতির দেশ ?
=  ১৭৬ তম  । ২০৫০ সালে হবে  ২৩তম ।
৭। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
=৮২ তম 
৮ । বাংলাদেশের রপ্তানি নির্ভর  একমাত্র  স্থল বন্দর কোনটি?
=আখাউড়া
৯। বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত?
= আইভরি কোস্ট ( বাংলাদেশ স্কয়ার > লাইবেরিয়া
১০। কোন দেশ বাংলাদেশ দিবস পালন করে?
=নেদারল্যান্ড বা হল্যান্ড বা ডাচ রা
১১। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদের নাম কী ?
=হাজীপুর, ভোলা।
১২। ২০১৭ সালে জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
= ইতালি ।
১৩। প্রধানমন্ত্রীর কার্যলয়ের অধীনে পরিচালিত  A2i কার্যক্রমে সহযোগিতা করবে কে?
= UNDP &USAID
১৪।  পদ্মা সেতুর দুই পাশে কত কি. মি রেলপথ স্থাপিত হবে?
= ১৬০
১৫।জৈব নিরাপত্তা বিষয়ক  কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হবে?
=৩১ ডিসেম্বর,  ২০২০ । 
১৬। ভারত ও চীন কত সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ?
= ২০২০ ।
১৭। বর্তমান বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে  বাংলাদেশ কত
তম ?
=২য় । প্রথম চীন ।
১৮। পদ্মা সেতুর দুই পাশে কত কি. মি. রেলপথ স্থাপিত হবে?
= ১৬০
১৯ । NAM এর পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
= আজারবাইজান
২০ । দ্য আর্ট অব দ্য ডিল গ্রন্থটি কার লেখা ?
= মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
২১। ১৯৬২ সালে চীন -ভারত এর মধ্যকার যুদ্ধ কতদিনের ছিল ?
= ১৫দিনে।


====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.====================

১। বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?
= প বর্গ
২। বাংলা ভাষার  শব্দ ভান্ডারে বিদেশি শব্দ কতভাগ ?
= ৮%
৩। বাংলা স্বরধ্বনিতে কতটিতে হ্রসস্বর  আছে?
= ৪টি । অ, ই, উ, ঋ।
৪। বাংলা ভাষায় ‘ঞ’ হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ?
= ২।
৫। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি ?
= ২০টি
৬। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়  ?
= রুপতত্ত্বে
৭ । অব্যয় প্রধানত কত প্রকার ?
= ৪ । সমুচ্চয়ী , অনন্বয়ী , অনুসর্গ , অনুকার বা ধ্বন্যাত্মক
৮ । গুরুচণ্ডালী দোষ বলতে বুঝায়
= সাধু ও চলিত ভাষার মিশ্রণ
৯ । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসই হলে
= আসত্তি
১০ । গঠন অনুসারে বাক্য কত প্রকার ?
= ৩ । সরল , মিশ্র বা জঠিল ও যৌগিক ।
১১ । জ্ঞানপাপী বলে
= সজ্ঞানে অন্যায় করে যে
১২। ’আকাশ ও পৃথিবীর অন্তরালোকে ‘ এক কথায় বলে
= ক্রন্দসী
১৩। নদের চাঁদ বাগধারাটির অর্থ
= সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
১৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি ‘ গ্রন্থে কবে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন ?
= ১৮৪৭ ।
১৫ । ‘শ্রীঘর’ এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী ?
= জেলাখানা



৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
================================
বাংলা ব্যাকরণের প্রকারভেদ  সমূহ:
.==========================

১। বাংলা ভাষা কত প্রকার ?
= ২প্রকার । ক. মৌলিক খ. লৈখিক  । মৌখিক ভাষা : ২ প্রকার : মান মৌখিক ও আঞ্চলিক । লৈখিক ভাষা দুই প্রকার । যথা : সাধু ও চলিত ( এদের বৈশিষ্ট্য ও পার্থক্য, রুপ দেখে নিন ,  ।
২। ব্যাকরণে সাধারণ আলোচ্য বিষয় কয়টি ?
= ৩টি । যথা : ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব  এবং বাক্যতত্ত্ব বা পদক্রম ।  (সূত্র : সৌমিত্র শেখরের  সাহিত্য জিজ্ঞাসা ) । ৯-১০ শ্রেণির বই অর্থতত্ত্ব সহ ৪টির কথা আছে ।  ব্যাকরণের বিভিন্ন বিষয় কে কোনটিতে আলোচিত হয় দেখে নিন )
৩। ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি ?
= ৬টি । ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব  ,  বাক্যতত্ত্ব বা পদক্রম , ছন্দ ও অলঙ্কার প্রকরণ , বাগর্থ বিজ্ঞান বা অর্থতত্ত্ব , অভিধানতত্ত্ব ।
৪। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো কয়ভাগে বিভক্ত ?
= ২ ভাগে । যথা : স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) । এসম্পর্কিত অধ্যায়টি ভালো করে দেখেনিন , ১টা তো কমন পাবেনই ।
৫। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কত ?
= ৫০টি ।
৬। ণ -ত্ব বিধানের নিয়ম কয়টি ?
= ৪টি । (বাংলা বানানের নিয়ম ও ণ-ত্ব  এবং ষ-ত্ব বিধান ভালো করে দেখে রাখুন )
৭। বাংলা সন্ধি কত প্রকার ?
= ২ প্রকার । স্বরসন্ধি , ব্যঞ্জন সন্ধি  নোট : সংস্কৃত সন্ধি ৩ প্রকার । যথা: স্বরসন্ধি , ব্যঞ্জন সন্ধি , বিসর্গ সন্ধি।  ( এই অধ্যায়ের নিপাতনে সিদ্ধ ও বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণগুলো ভালো করে দেখে নিন । )
৮ । লিঙ্গ কত প্রকার ?
= ২ প্রকার । যথা: পুং লিঙ্গ ও স্ত্রী লিঙ্গ । ( এই অধ্যায়ের নিত্য স্ত্রী , নিত্য পুং  এবং   উভয় লিঙ্গ সহ একই লিঙ্গের একাধিক লিঙ্গ গুলো দেখে নিন। )
৯ । বচন কত প্রকার?
= ২ প্রকার । যথা : একবচন , বহুবচন । ( ব্যতিক্রম গুলো দেখে নিন । )
১০ । উপসর্গ কত প্রকার ?
= ৩ প্রকার । খাঁটি বাংলা ( ২১) , তৎসম(২০)  ও বিদেশি )  । { সবগুলোই একবার দেখে নিন ।
১১। প্রত্যয় কত প্রকার ?
= ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
১২। কারক কত প্রকার ?
= ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক , করণ , অপাদান, সম্প্রদান , অধিকরণ ।
১৩।  বিভক্তি কত টি ?
= ৭টি ।
১৪ । সমাস সাধারণত কত প্রকার ?
= ৬ প্রকার । দ্বন্দ্ব , কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব , দ্বিগু , বহুব্রিহি । { নোট : বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা:  অব্যয়ীভাব , তৎপুরুষীয় , দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক । নিত্য , প্রাদি, অলুক , উপপদ , মধ্যপদলোপী  এগুলো ভালো করে দেখে নিন।  }
১৫ । সমাসের প্রতীতি কয়টি ?
= ৫টি । যথা:  সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
১৬ । কতটি উপায়ে শব্দ গঠন করা যায় ?
= ৮টি । যথা:  সন্ধির মাধ্যমে , সমাসের , বহুবচনের , বাক্য সংকোচনের , উপসর্গ, পদ পরিবর্তনের , প্রত্যয়ের , দ্বিরুক্তি শব্দের সহযোগে  ।
১৭ । উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার ?
= ৫ । তৎসম, অর্ধতৎসম , তদ্ভব, দেশি, বিদেশি ।  ( উদাহরণ গুলো দেখে নিন । )
১৮। গঠনগত ভাবে শব্দ কত প্রকার ?
= ২ । মৌলিক ও সাধিত ।  ( উদাহরণ গুলো দেখে নিন । )
১৯ । অর্থগত ভাবে শব্দ কত প্রকার ?
= ৩ প্রকার  । যৌগিক , রুঢ়, যোগরুঢ় ।  উদাহরণ গুলো দেখে নিন । )
২০ । দ্বিরুক্তি কত প্রকার ?
= ৩  প্রকার ।  শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি , অনুকার দ্বিরুক্তি ।  উদাহরণ গুলো দেখে নিন । )
২১। পদ প্রধানত কত প্রকার ?
= ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
২২। নামপদ কত প্রকার ?
= ৪ প্রকার , বিশেষ্য , বিশেষণ , অব্যয় , সর্বনাম  । ( নোট : পদ পরিবর্তন থেকে একটি প্রশ্ন পাবেন তাই দেখে নিন। )
২৩। অব্যয় কত প্রকার ?
= ৪ প্রকার । যথা : সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক , অনন্বয়ী , অনুসর্গ, অনুকার অব্যয়।
২৪। বাক্য প্রধানত কত প্রকার ?
= ৩ প্রকার । সরল , জঠিল বা মিশ্র , যৌগিক । ( নোট : বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ‍ও বিধেয় ;  বাক্যের গুণ ৩টি : আকাঙ্ক্ষা , আসত্তি, যোগ্যতা। বিভিন্ন প্রকার দোষ ও বাক্যে রুপান্তর দেখে নিন)
২৫ । যতিচিহ্ন কয়টি ?
= ১২ টি । { বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন  ঈশ্বরচন্দ্র  বিদ্যাসাগর ১৮৪৭ সালে বেতালপঞ্চবিংশতি গ্রন্থে ।  নোট : বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি।} বিভিন্ন  যতিচিহ্নের ব্যবহার ও অপরনাম গুলো দেখে নিন)
২৬। অক্ষর কত প্রকার ?
= ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
২৭। বাংলা ছন্দ কত প্রকার ?
= ৩ প্রকার  । যথা : অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ( গঠন গুলো দেখে নিন)
২৮ ।ব্যাকরণে অলঙ্গকার  কত প্রকার ?
= ২ প্রকার । যথা:  শব্দালঙ্কার , অর্থালঙ্কার ।
২৯ । ক্রিয়ার কাল কত প্রকার ?
= ৩ প্রকার । বর্তমান কাল , অতীতকাল , ভবিষ্যৎকাল
৩০ । ক্রিয়ার ভাব কত প্রকার ?
= ৪ প্রকার । নির্দেশক , সাপেক্ষ, আকাঙ্ক্ষা , অনুজ্ঞা
৩১। সংখ্যাবাচক শব্দ কত প্রকার ?
= ৪ প্রকার । যথা: অঙ্ক বাচক ,পরিমাণবাচক , , ক্রমবাচক, তারিখ বাচক ।
৩২। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার ?
= ২ প্রকার । যথা: সমাপিকা ও অসমাপিকা ।
৩৩। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা হয় ?
= ২ প্রকার । সকর্মক , অকর্মক । 



====================
মনে রাখি কাজে দিবে 
====================
১। ভাষার মূল উপকরণ >> বাক্য
২। ভাষার মূল উপাদান >>> ধ্বনি
৩। ভাষার মৌলিক উপাদান >> শব্দ 
৪। বাক্যের ক্ষুদ্রতম একক/ মৌলিক উপাদান>>> শব্দ
৫। শব্দের ক্ষুদ্রতম একক >>>> ধ্বনি
৫ । বাক্যের প্রাণ >>>>>> শব্দ
৬। উপসর্গ পদের আগে বসে , আর প্রত্যয় পদের পরে বসে ।
৭। উপসর্গের অর্থবাচকতা নেই , কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
৮। যে ৪টি উপসর্গ বাংলা , তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে >> আ, সু , নি , বি।
৯। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
১০। বিভক্তিহীন নাম শব্দ বলে >>>>> প্রাতিপাদিক  বা নাম প্রকৃতি ।
১১। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে >> পদ ।
১২। ক্রিয়াপদের মূলকে বলে >>>>>>> ধাতু ।
১৩। বাক্যে অপরিহার্য>>>>>>>>>>> ক্রিয়াপদ । 
১৪। সন্ধির সুবিধা > ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন ।
১৫। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত , ২ শব্দগঠনজনিত ৩. শব্দের অর্থগত
১৬।  খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই
১৭। তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৮ । সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
১৯ । সমাস  ভাষাকে >> সংক্ষেপ করে ।
২০। সমাসের রীতি >> সংস্কৃত থেকে আগত
২১। ব্যাকরণ শব্দটি >> সংস্কৃত থেকে আগত
২২। শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ বলে > উপধা ।
২৩। সমন্ধ পদ , তারিখ লিখতে , ঠিকানা লিখতে  পদের পর > কমা বসাতে হয়।

====================
৩৮তম বিসিএস প্রস্তুতি --
>>উৎসর্গকৃত কিছু সাহিত্য কর্ম
====================
১৷ সঞ্চিতা >> কাজী নজরুল ইসলাম 
>> উৎসর্গ করেন রবীন্দ্রনাথকে
২৷ ছায়ানট >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন মুজাফফর আহমেদকে
৩৷ অগ্নিবীণা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন বারীণ ঘোষকে
৪৷ চিত্তনামা >> কাজী নজরুল ইসলাম
>>উৎসর্গ করেন বাসন্তী দেবীকে
৫৷ সর্বহারা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন বিরজা সুন্দরী দেবীকে
৬৷ সন্ধ্যা >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন মাদারীপুরের শান্তিসেনা ও বীরদের
৭৷ বিষের বাশীঁ >> কাজী নজরুল ইসলাম
  উৎসর্গ করেন মুসাম্মদ মাসুমা খাতুনকে
৮৷ চোখের চাতক >> কাজী নজরুল ইসলাম
>> উৎসর্গ করেন প্রতিভা বসু রানুকে
৯৷ চার অধ্যায়  >> বরীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন কারা বন্দীদেরকে
১০৷ তাসের দেশ  >> রবীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন নেতাজী সুভাস চন্দ্র বসুকে
১১৷ কালের যাত্রা  >> বরীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে
১২৷ বসন্ত  >> রবীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে
১৩৷ বসন্ত কুমারী  >> মীর মশাররফ হোসেন
>>উৎসর্গ করেন নবাব আব্দুল লতিফকে
১৪৷ নারীর মূল্য  >> শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
>> উৎসর্গ করেন দিদি অনিলা দেবীকে
১৫৷ ক্ষণিকা  >> রবীন্দ্রনাথ ঠাকুর
>> উৎসর্গ করেন শ্রীযুক্ত বাবু লোকেন্দ্রনাথ পালিতকে

====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
======================

১। কারাগারের রোজনামচা’ অানুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে ?
=১৭ মার্চ ২০১৭।{ নোট : বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত , গ্রন্থটিতে বঙ্গন্ধুর ১৯৬৬-১৯৬৮  সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে }
২। বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর তালিকায় ঢাকা অবস্থান কততম স্থানে?
= ১১তম।
৩।  অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নাম কী.?
= ওরিও
৪। বাংলাদেশের যমুনা নদীর বালু রপ্তানি হবে কোন দেশে?
= সিঙ্গাপুর ও মালদ্বীপ।
৫।জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়?
=১১ মার্চ ২০১৭।
৬।. বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?
=৪১তম। {১২মার্চ ২০১৭ থেকে  অন্তর্ভুক্ত)
৭। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত সাবমেরিন দুটির নাম কী?
=নবযাত্রা ও জয়যাত্রা।
৮। তিন নেতার মাজারের স্থপতি কে ?
=শিল্পী মাসুদ আহমেদ। ( নোট : তিন নেতা হলো : শেরে বাংলা , সোহরাওয়ার্দী , খাজা নাজিমউদ্দিন)
৯। দরিয়া-ই-নূর কী?
=বাংলাদেশের বৃহত্তম ও মূল্যবান হীরক।
১০। শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে?
=সাকিব আল হাসান।
১১। মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ
- হংকং।
১২। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র কোন দেশে ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে?
=দক্ষিণ কোরিয়া
১৩। সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কোন প্রাচীন জনপদ?
= বগুড়ার মহাস্থানগড়।
১৪। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয়দের প্রতিটি পরিবারকে কত লাখ রুপি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার?
=৫ লাখ রুপি।
১৫। মধ্যম আয়ের দেশে উন্নীত হলে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকে কতটি কনভেনশন অনুসরণ করতে হবে?
= ২৭টি।
১৬। প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?
=৪নভেম্বর, ২০১৬
১৭। জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন(COP-22) কোথায় অনুষ্ঠিত হয়?
=মরক্কোর মারাক্কেশে।
১৮। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
= ইলিশ ও  জামদানি
১৯। ছয় দফা দিবস কবে?
=৭ জুন
২০ । সম্প্রতি  মাস্টারদা সূর্যসেনকে নিয়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের  নাম কী???
=চিটাগং

====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি 
====================

১। ইনতিফাদা শব্দের অর্থ- গণঅভ্যুত্থান
২। ইয়াল্টা সম্মেলনে অনুষ্ঠিত হয়- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও রাশিয়ার স্ট্যালিনের মধ্যে
৩। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কর্মসূচিসংক্রান্ত প্রথম দলিল- কমিউনিস্ট মেনিফেস্টো, মার্কস ও এঙ্গেলস কতৃক রচিত
৪। গ্যাটের উরুগুয়েরর আলোচনা পর্ব শুরু হয়- গ্যাটের তৎকালীন মহাপরিচালক আর্থার ডাংকেল এর প্রস্তাবের ভিত্তিতে
৫। উরুগুয়ে রাউন্ড- শুরু হয় ১৯৮৬ সালে শেষ হয় ১৯৯৩ সালে
৬। এপ্রিল থিসিস সম্পর্কিত - রুশ বিপ্লবের সাথে
৭। গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচি গ্রহণ করে - চীন
৮। ট্রম্যান নীতি ঘোষিত হয়- ১৯৪৭ সালে
৯। ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত স্থায়ী জার্মানির নাৎসি সাম্রাজ্যকে বলা হয়- থার্ড রাইখ
১০। ২য় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ঘোষিত নীতি- মার্শাল পরিকল্পনা
১১। শত ফুল ফুটতে দাও আন্দোলন পরিচালিত হয়- চীনে, ১৯৫৭-৫৮ সালে
====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.====================

১। সম্প্রতি আবিষ্কৃত বঙ্গবন্ধু দ্বীপ এর আয়তন কত?
= ৭.৮৪ বর্গ কি.মি. ( সব মিলিয়ে ১০ বর্গ কি.মি.
২।বর্তমান বিশ্বে  দরিদ্র জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
= ভারত (বাংলাদেশ ৮ম)
৩। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
= চীন(২য় ভারত)
৪।বর্তমান বিশ্বে  স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ-
=চীন (২য় ভারত)
৫। বর্তমান বিশ্বে 5G পরীক্ষামূলকভাবে পরিচালনাকারী দেশ কোনটি?
= দক্ষিণ কোরিয়া
৬। ইন্টারনেট গতির দিক থেকে শীর্ষ দেশ কোনটি?
= হংকং
৭ ।বর্তমান বিশ্বে ফেইসবুক ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
=যুক্তরাষ্ট্র(২য় ভারত) । নোট : চীনে ফেইসবুক নিষিদ্ধ
৮। সক্রিয় ফেইসবুক ব্যবহারে বিশ্বে ঢাকা শরের অবস্থান  কততম ?
= দ্বিতীয়
৯।সেপ্টেস্বর  , ২০১৭  ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায়   অনুষ্ঠিত হতে যাচ্ছে ?
=চীনে
১০ ।  ফার্ক বিদ্রোহীদের সাথে কলম্বিয়ায় ৫০ বছরের যুদ্ধের অবসান ঘোষণা করা হয়  কবে ?
= ১৫ আগস্ট ২০১৭
১১।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কী ?
= গুচ্ছ দেশ
১২। এশিয়ার অর্থনৈতিক দৈত্য বলা হয় কাদের ?
= ভারত ও চীন
১৩। ব্রেক্সিট কার্যকর কবে  হবে ?
=  ২০১৯ সালে
১৪ । এশিয়ায় জাপানের নেতৃত্বে শিল্পবিপ্লব শুরু হয় কবে ?
= ১৯৬০ সালের দিকে
১৫। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে বাংলাদেশের
= ২০% ভূমি ডুবে যাবে, ৩ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে
১৬। যুক্তরাষ্ট্রে সাংস্কৃতিক লড়াই হয়েছিল কবে ?
= ১৯২০ এর দশকে
১৭। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভোক্তা আস্থা সূচকে বাংলাদেশের অবস্থান
= ৩য়

====================
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.====================

১। বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?
= প বর্গ
২। বাংলা ভাষার  শব্দ ভান্ডারে বিদেশি শব্দ কতভাগ ?
= ৮%
৩। বাংলা স্বরধ্বনিতে কতটিতে হ্রসস্বর  আছে?
= ৪টি । অ, ই, উ, ঋ।
৪। বাংলা ভাষায় ‘ঞ’ হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ?
= ২।
৫। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি ?
= ২০টি
৬। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়  ?
= রুপতত্ত্বে
৭ । অব্যয় প্রধানত কত প্রকার ?
= ৪ । সমুচ্চয়ী , অনন্বয়ী , অনুসর্গ , অনুকার বা ধ্বন্যাত্মক
৮ । গুরুচণ্ডালী দোষ বলতে বুঝায়
= সাধু ও চলিত ভাষার মিশ্রণ
৯ । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসই হলে
= আসত্তি
১০ । গঠন অনুসারে বাক্য কত প্রকার ?
= ৩ । সরল , মিশ্র বা জঠিল ও যৌগিক ।
১১ । জ্ঞানপাপী বলে
= সজ্ঞানে অন্যায় করে যে
১২। ’আকাশ ও পৃথিবীর অন্তরালোকে ‘ এক কথায় বলে
= ক্রন্দসী
১৩। নদের চাঁদ বাগধারাটির অর্থ
= সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
১৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি ‘ গ্রন্থে কবে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন ?
= ১৮৪৭ ।
১৫ । ‘শ্রীঘর’ এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী ?
= জেলাখানা

No comments:

Post a Comment