eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

জলবায়ু বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য

১। জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশে প্রধানত ঋতু কয়টি ?
= ৩টি । গ্রীষ্ম, বর্ষা , শীত ।
২ । ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণনের জন্য কতটি ঝুঁকি চিহ্নিত করে ?
= ৫টি । মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা ।
৩। ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণনের জন্য চিহ্নিত ৫টি ঝুঁকিতে থাকা ১২টি দেশের মধ্যে বাংলাদেশ কতটিতে শীর্ষে ?
= ৩টি। বন্যা , ঝড়, সমুদ্রে পৃষ্ঠের উচ্চতা
৪। জাতিসংঘ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে আগামী ৫০বছরে সমুদ্রপৃষ্ঠের ৩ফুট বাড়লে বাংলাদেশের উপকূলবর্তী ভূমির কত শতাংশ পানির নিচে যাবে ?
= ১৭ % । ৩ কোটি মানুষ উদ্বাস্তু হবে।
৫। Intergovernmental Panel on Climate Change- কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিশ্বের কতজন ক্ষতিগ্রস্ত হবে ?
= ১০০ কোটি
৬।২০০৭সালে IPCC - কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এই শতাব্দীর শেষে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার কত রাখার পরমর্শ দেওয়া হয়েছে ?
= ২ ডিগ্রি সেলসিয়াস
৮। বাংলাদেশের বার্ষিক পার ক্যাপিটা গ্রিন হাউজ দূষণ কত ?
=০ .৯
৯। কার্বন নিঃসরণে শীর্ষ দেশ
= চীন
১০ । মেরু অঞ্চলের বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষ দুর্ভোগের শিকার হবে ?
-= ৪০%
১১। বর্তমান বিশ্বের ৫৫% গ্রিন হাউজ নিঃসরণকারী দেশ কতটি ?
= ৫৫ টি
১২। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে ’সম্মতি’ দিয়েছিল কতটি দেশ ?
= ১৯৬ টি দেশ ও িএকটি সংস্থা । ( কপ -২১ এ , ৩০নভে- ১২ ডি ২০১৫)
১৩। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে ’স্বাক্ষর ‘ ‘ করেছে কতটি দেশ ?
= ১৭৪টি দেশ ও একটি সংস্থা ( ই্ইউ) । ২২ এপ্রিল , নিউইর্য়ক , ২০১৬।
১৪। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি কার্যকর হবে কবে থেকে ?
= ২০১৮সাল থেকে
১৫। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে ২১শতকের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিহার কত রাখার উল্লেখ আছে ?
=অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস নিচে ( ৩.৬ ডিগ্রি ফারেন হাইট ) । তবে ন্যূনতম ১.৫ ডিগ্রি সেলসিয়াস ( ২.৭ ডিগ্রি ফারেন হাইট)
১৬। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে ‘জলবায়ু তহবিলে” ধনী দেশগুলো ২০২০ সাল থেকে কি পরিমাণ অর্থ দেওয়ার কথা বলা হয়েছে ?
= ১০০ বিলিয়ন মার্কিন ডলার বা ৯২ বিলিয়ন ইউরো। ২০২৫সালের পর পরিবর্তিত হবে।
১৭। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিটি কার্যকর হওয়ার কত বছর পর পর পর্যালোচনা করা হবে ?
=৫বছর ।
১৮। কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হবে ?
=২০২০ সালে ।
১৯। UNFCC- সদর দপ্তর কোথায় ?
= জার্মানির বনে । ১৯৬ সদস্য। ১৯৯২সালে গঠিত। কার্যকর > ১৯৯৪ ।
.
২০.ক্লাইমেট অ্যাণ্ড ক্লিন এয়ার কোয়ালিশন িএর প্রবক্তা কে ?
= হিলারি ক্লিনটন । সদস্য > ৬টি । বাংলাদেশ, কানাডা, ঘানা, মেক্সিকো , সুইডেন ও যুক্তরাষ্ট্র। ২০১২ সালে সুইডেনে প্রথম সম্মেলন হয় ।
.
২১. গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণে ঐতিহাসিক চুক্তি হয় কোন দেশ দুটির মধ্যে ?
= যুক্তরাষ্ট্র ও চীন । ২০১৪সালে। ২০২৫সালের মধ্যে মধ্যে ২০০৫ সালে ভিত্তিতে ২৬-২৮ % নিঃসরণ কমিয়ে আনার কথা উল্লেখ আছে।

No comments:

Post a Comment