eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

William Shakespeare

William Shakespeare (part-1)

জন্ম:২৩ এপ্রিল ১৫৬৪
মৃত্যু : ২৩/২৬ এপ্রিল ১৬১৬
( তাঁর জন্ম- মৃত্যুর তারিখ নিয়ে মতবিরোধ আছে) 

জীবনী : উইলিয়াম শেক্সপিয়রের পিতা জন শেক্সপিয়রের আদি নিবাস ছিল স্নিটারফিল্ডে। তাঁর মায়ের নাম ছিল মেরী আরডেন। শেক্সপিয়র জন্মগ্রহণ করেছিলেন স্ট্র্যাটফোর্ড-আপঅন-অ্যাভনে। এজন্য তাঁকে Bard of Avon বলা হয়ে থাকে। তাঁর জন্মের সঠিক তারিখটি জানা যায় না। তবে ২৩ এপ্রিল তাঁর জন্মদিন পালন করার প্রথা রয়েছে। তিনি তাঁর পিতামাতার আট সন্তানের মধ্যে তৃতীয় এবং জীবিত সন্তানদের মধ্যে সর্বজ্যেষ্ঠ।

সেযুগের কোনো লিখিত প্রমাণ না পাওয়া গেলেও, অধিকাংশ জীবনীকার মোটামুটি একমত যে শেক্সপিয়র সম্ভবত স্ট্র্যাটফোর্ডের কিং'স নিউ স্কুলে পড়াশোনা করেছিলেন। স্কুলটি শেকসপিয়রের বাড়ি থেকে পৌনে-এক মাইল দূরে অবস্থিত ছিল।

১৫৮২ সালে ১৮ বছর বয়সে শেক্সপিয়র ২৬ বছর বয়সী অ্যানি হ্যাথাওয়েকে বিবাহ করেন। বিয়ের ছয় মাস পরে অ্যানি সুজানা নামে একটি মেয়ের জন্ম দিয়েছিলেন।এর প্রায় দুই বছর বাদে শেক্সপিয়র দম্পতির হ্যামনেট নামে এক পুত্র ও জুডিথ নামে এক কন্যা জন্মায়। এরা ছিল যমজ। হ্যামনেটের মৃত্যু হয়েছিল মাত্র এগারো বছর বয়সে। তার মৃত্যুর কারণ জানা যায় না।

১৫৮৫ থেকে ১৫৯২ পর্যন্ত এ সাত বছর শেক্সপিয়ারের জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। শেক্সপিয়ারের জীবনীকার ও গবেষকেরা এই সময়টাকে ‘লস্ট ইয়ারস’ বলে অবিহিত করে থাকেন। ই. এ. জে হনিগম্যানেরর মত শেক্সপিয়ার ঐ সময়টুকুতে কোন ধনী লোকের গৃহে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।

তবে ১৫৯২ থেকে শেক্সপিয়ারের অস্তিত্ব লন্ডনে জানা হয় রবার্ট গ্রিন নামক এক প্রবীণ নাট্যকারের এক আক্রমণাত্মক প্যাম্ফলেট থেকে। শেক্সপিয়ার সম্ভবত প্রথমে ফিলিপ হেনসলোর অধীনে নাট্যজগতে প্রশিক্ষণ শুরু করেন। তিনি ছিলেন ১৫৮৭ সালে স্থাপিত দ্য রোজ থিয়েটারের মালিক। সম্ভবত প্রাথমিক অবস্থায় দ্য রোজ থিয়েটার হলে শেক্সপিয়ার যুক্ত ছিলেন। এর অল্পসময় পরে (১৫৯৪) শেক্সপিয়ার জেইমস বারবেজের অধীনে দ্য থিয়েটার হলে অভিনয়কারী দল “লর্ড চেম্বারলেইনস মেন” দলে যোগ দেন।

১৫৯৯ সালে শেক্সপিয়ারের নাট্যগোষ্ঠী টেইমস নদীর পাড়ে সাউথ ব্যাংক নামক জায়গাটিতে দ্য গ্লোব নামক একটি নতুন থিয়েটার হল প্রতিষ্ঠা করে। শেক্সপিয়ারসহ বারোজন অভিনেতা ও নাট্যকার এর মালিক হন। নাট্যমঞ্চ হিসেবে দ্য গ্লোব অনন্য বৈশিষ্ট্য দ্বারা ঋদ্ধ ছিল। কিন্তু এর কোনো ধবংসাবশেষ পাওয়া যায়নি।

১৬০৩ সালে রানি এলিজাবেথ মারা গেলে পরবর্তী রাজা জেইমস দ্য ফার্স্ট শেক্সপিয়ারের দলটিকে রাজার একান্ত দল হিসেবে গ্রহণ করেন, এবং দলটির নাম পরিবর্তিত হলো ‘দ্য কিংস মেন’ হিসেবে। 

শেক্সপিয়ারের শেষ রচিত নাটক দ্য টেম্পেস্ট, লিখেছিল ১৬১১ সালে। এরপর শেক্সপিয়ার লন্ডন ছেড়ে স্ট্রাটফোর্ডে গিয়ে বসবাস করেন, এবং পেটের অসুখে ১৬১৬ সালে মারা যান।

সাহিত্যকর্ম :
তিনি মোট ৩৭ টি নাটক ও ১৫৪ টি সনেট লিখেছেন।

*  তাঁর লিখিত comedy হলো:
১.All's Well That Ends Well
২.As You Like It
৩.The Comedy of Errors
৪.Cymbeline
৫.Love's Labours Lost
৬.Measure for Measure
৭.The Merry Wives of Windsor
৮.The Merchant of Venice
৯.A Midsummer Night's Dream
১০.Much Ado About Nothing
১১.Pericles, Prince of Tyre
১২.Taming of the Shrew
১৩.The Tempest
১৪.Twelfth Nigh
১৬.Two Gentlemen of Verona

# ঐতিহাসিক নাটক :
১.Henry IV, part 1
২.Henry IV, part 2
৩.Henry V
৪.Henry VI, part 1
৫.Henry VI, part 2
৬.Henry VI, part 3
৭.Henry VIII
৮.King John
৯.Richard II
১০.Richard III

# তাঁর উল্লেখযোগ্য Tragedy হলো :
১.Hamlet
২.Julius Caesar
৩.King Lear
৪.Macbeth
৫.Othello
৬.Romeo and Juliet
৭.Titus Andronicus

# তাঁর কবিতা:
The sonnets
A Lover's Complaint
The Rape of Lucrece

No comments:

Post a Comment