eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, September 30, 2017

প্রাণির টিস্যুর প্রকার ভেদ

(বিঃদ্র:-  আপনারা এটা Share করুন বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন  
 ভাল লাগলে কমেন্টে T লেখতে পারেন।)

১। প্রাণিদেহে কয় ধরণের টিস্যু পাওয়া যায় ?
-
ধরণের যথা :
.এপিথেলিয়াল বা আবরণী টিস্যু
খ। কানেকটিভটিস্যু বা যোজক কলা
খ। পেশিটিস্যু
গ। স্নায়ুটিস্যু

২। আবরণী টিস্যু কত প্রকার (৩৫তম বিসিএস )
-
৩প্রকার . স্কোয়ামাস .কিউবডাল . কলামনার
৩। কোন টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা কম ?
-
কানেকটিভ বা যোজক টিস্যুতে।
৪। কানেকটিভ বা যোজক টিস্যু কত প্রকার ?
-
প্রকার। , ফ্রাইব্রাস . স্কেলিটার . তরল টিস্যু।
৫। অস্থি তরুনাস্থি কোণ ধরণের টিস্যু ?
-
স্কেলিটাল যোজক টিস্যু।
৬। রক্ত কি ধরণের টিস্যু ?
-
তরল যোজক টিস্যু।
৭। রক্ত কি ধরণের ?
-
ক্ষারীয় , ঈষদ লবণাক্ত
৮। রক্ত কোন কোন নালির ভিতর দিয়ে প্রবাহিত হয় ?
-
শিরা , ধমনী , কৈশিকজালিকা।
৯। রক্তের উপাদান কয়টি ?
-
২টি যথা। রক্ত রস রক্ত কণিকা
১০। রক্তরসে শতকরা কত অংশ পানি ?
-
৯১-৯২%
১১।রক্তকণিকা কয় ধরণের ?
-
৩ধরণের যথা . লোহিত কণিকা , . শ্বেত কণিকা . অনুচক্রিকা
১২। কিসের কারণে রক্ত লাল হয় ?
-
হিমোগ্লোবিনের কারনে।
১২। হিমোগ্লোবিন কি? (৩৫তম)
-
আয়রণ বা লৌহজাত
১৩। কে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ?
-
হিমোগ্লোবিন।
১৪। জীবানু ধ্বংস করে কে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয় ?
-
শ্বেত কণিকা।
১৫। রক্ত জমাট বাঁধতে কে সহয়তা করে ?
-
অনুচক্রিকা বা থ্রম্বোসাইট।
১৬।কোন টিস্যুতে একাধিক নিউক্লিয়াস থাকে?
-
পেশি টিস্যু। এজন্য পেশিতে এত শক্তি
১৭। পেশি টিস্যু কত প্রকার ?
-
৩প্রকার যথা : . ঐচ্ছিক . অনৈচ্ছিক . হৃদ পেশি
১৮।মানুষের পাযের পেশি কোন ধরণের পেশি ?
-
ঐচ্ছিক পেশি। >(এটিতে আড়াআড়ি দাগ থাকে বলে একে অমসৃণ পেশিও বলে।
১৯। মেরুদন্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিকনালী, ইত্যাদিতে কোন পেশি থাকে?
-
অনৈচ্ছিক পেশি বা মসৃন পেশি।
২০। কার্ডিয়াক বা হৃদপেশি কি ধরণের পেশি?(৩৫তম বিসিএস )
-
এক বিশেষ ধরণের অনৈচ্ছিক পেশি।
২১। কোন টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় এবং তাতে সাড়া দেয় ?
-
স্নায়ুটিস্যু
২২। স্নায়ুটিস্যুর একক কি?
-
নিউরণ
২২। একটি নিউরণে কয়টি অংশ থাকে?
-
৩টি। যথা : অ্যাক্সন, ডেনড্রাইট, কোষদেহ।
২২। নিউরণের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্তু নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে কি বলে ?
-
অ্যাক্সন।
২৩। নিউরনের কোষদেহে প্রলম্বিত অংশকে বলে
-
ডেনড্রাইট।
২৪। পরপর দুট নিউরনে প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়সন্ধি গঠিত হয় তাকে কি বলে ?
-
সিনাপসিস।
২৪। কার মাধ্যমে স্নায়ুটিস্যু উদ্দিপণা বহন সংগ্রহ করে ?
-
সিনাপসিস।
২৫। প্রাণীদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ?
-- -
ত্বক
২৬।হরমোন কোন গ্রন্থি থেকে নিসৃত হয় ?
-
অন্ত:ক্ষরা
২৭। কোন কোন গ্রন্থির সম্বনয়ে অন্ত:ক্ষরা গ্রন্থি গঠিত?
-
পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড ,অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস সুপ্রেনাল ইত্যাদি

No comments:

Post a Comment