eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, September 30, 2017

International Code of Botanical Nomenclature

(বিঃদ্র:-  আপনারা এটা Share করুন বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন  
 ভাল লাগলে কমেন্টে T লেখতে পারেন।)

১ । জীব বিজ্ঞানের জনক কে?- অ্যারিস্টটল
২। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স কি বিষয়ে আলোচনা করা হয় ?- জিন বংশধারা
২। বিবর্তনবিদ্যা(Evolution )কি বিষয়ে আলোচনা করা হয় ?- পৃথিবীতে প্রাণের বিকাশ, জীরের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ।
৩। এন্ডোক্রাইনোলজি কি বিষয়ে আলোচনা করা হয় ?- হরমোন এর কার্যকারিতা
৪। বায়োইনফরমেটিকস কি বিষয়ে আলোচনা করা হয় ?-- কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার ইত্যাদি বিশ্লেষন।
   >.অঙ্গনিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে ?- এ্যানাটমি।
৫। ট্যাক্সোনমিতে কি বিষয়ে আলোচনা করা হয় ?- উদ্ভিদ প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
৫। শ্রেণিবিন্যাসের জনক কে?- ক্যারোল্যাস লিনিয়াস
৬। পর্যন্ত কতগুলো প্রজাতির উদ্ভিদ প্রাণির নামকরণ করা হয়েছে ?- উদ্ভিদ ৪লক্ষ , প্রাণি ১লক্ষ।
৭। শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি?- প্রতিটি জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা পূণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা
৮। ক্যারোলাস লিনিয়াস প্রাণিজগতকে কয়টি ভাগে ভাগ করেছিলেন ?- দুটি।
৯। হুইটেকার প্রাণিজগতকে কয়টি ভাগে ভাগ করেছিলেন ?-৫টি।
১০। শ্রেণিবিন্যাসের কয়টি ধাপ আছে ?- ৭টি। সর্বোচ্চ একক > জগত , সর্বনিম্ন > প্রজাতি
১১। দ্বিপদ নামকরণের জনক কে?- ক্যারোল্যাস লিনিয়াস।
১২। দ্বিপদ নামকরণ কোন ভাষায় লিখতে হয় ?-ল্যাটিন।
১৩ ICBN ?- International Code of Botanical Nomenclature
14. ICZN ?-- International Code of Zoological Nomenclature

১৫। কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রাণির দ্বিপদ নাম :‘
মানুষ >> Homo sapiens
ধান >>> Oryza Sativa
শাপলা >>>> Nymphea nouchali
দোয়েল >> Copsychus saularis
রয়েল বেঙ্গল টাইগার >> Panthera Tigris
গোলআলু <<<>>>.>>Solanum tuberosum
ইলিশ >>>>>>>>>>Tenualosa ilisha
আম >>>>>> Magnifera indica

No comments:

Post a Comment