eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 13, 2017

আজকের "দৈনিক প্রথম আলো" থেকে


১১ সেপ্টেম্বর,২০১৭
২৭ ভাদ্র,১৪২৪
# আন্তর্জাতিক_খবর

১) রোহিঙ্গা সমস্যা সমাধানে গঠিত
কমিশনের নাম-আনান কমিশন।
২) এ কমিশন গঠন করে জাতিসংঘের
সাবেক মহাসচিব-কফি আনান।
৩) মিয়ানমারের রাখাইনে সংগঠিত
হত্যাকান্ডকে "গণহত্যা" বলে মনে
করছে-আন্তর্জাতিক সম্প্রদায়।
৪) বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান
রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন-
আর্চবিশপ জর্জ কোচেরি।
৫) রোহিঙ্গা ইস্যু নিয়ে নিউইয়র্কে
জাতিসংঘের সাধারন পরিষদে
আলোচনা হবে-আগামী ১৭ তারিখ।
৬) তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক
নেতা-দালাই লামা।
৭) তিনি বর্তমানে অবস্থান করছেন-
ভারতের হিমাচল প্রদেশে।
৮)মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ
জনগোষ্ঠী-বৌদ্ধ ধর্মাবলম্বী।
৯) কাজাখস্তানের রাজধানী-
আস্তানা।
১০) গত রোববার OIC এর "বিজ্ঞান ও
প্রযুক্তিবিষয়ক" শীর্ষ সম্মেলনটি
অনুষ্ঠিত হয়-আস্তানায়।
১১) OIC-Organization of Islamic Co-
operation
১২) OIC এর সদস্যদেশ-৫৭টি(সর্বশেষ-
আইভরি কোস্ট)
১৩ )OIC এর মহাসচিব-ইউসুফ আল
ওথাইমিন।
১৪) তুরষ্কের প্রেসিডেন্ট-রিসেপ
তাইয়েপ এরদোয়ান।
১৫) মিয়ানমারের মুদ্রার নাম-কিয়েট।
১৬) মিয়ানমারের রাখাইন রাজ্যে
একপক্ষীয় অস্ত্রবিরতি ঘোষণা
করেছে রোহিঙ্গাদের বিদ্রোহী
সংগঠন-আরাকান রোহিঙ্গা
স্যালভেশন আর্মি(আরসা)।
১৭)আরসার কমান্ডার ইন চিফ-আতা
উল্লাহ।
১৮)"আরসা" পূর্ব নাম-"ফেইথ মুভমেন্ট"
বা "হারাকাহ আল ইয়াসিন"।
১৯)আইইডি-ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ
ডিভাইস(স্থলমাইন)
২০)সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী-
আবদেল আল জুবায়ের।
২১)অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী-ম
্যালকম টার্নবুল।
২২)জাতিসংঘের মহাসচিব-আন্তোনিও
গুতেরেস।
২৩)লো জুর্নাল দু দিমঁশ-ফ্রান্সের
সাপ্তাহিক পত্রিকা।
২৪)জামানির চ্যান্সেলর-অ্যাঙ্গেলা
ম্যার্কেল।
২৫)পিয়ংইয়ংয়ের ওপর আরও কঠোর
অবরোধ আরোপে আজ সোমবার
জাতিসংঘের নিরপত্তা পরিষদে
ভোটাভুটির প্রস্তাব দিয়েছে-যুক্তরাষ
্ট্র।(এ প্রস্তাবের বিরোধিতা করেছে-
চীন ও রাশিয়া)
২৬)উত্তর কোরিয়া এ পর্যন্ত পরমাণু
পরীক্ষা চালিয়েছে-৬ বার।
২৭)শিশুশ্রম নিয়ে কাজের
স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল
পেয়েছিলেন ভারতের-কৈলাশ
সত্যার্থী।
২৮)ভারতের সর্বদক্ষিণের এলাকা-
কন্যাকুমারী।
২৯)ভারতের জনপ্রিয় পত্রিকা
"আনন্দবাজার" প্রকাশিত হয়-কলকাতা
থেকে।
৩০)মিয়ানমারের সামরিক জান্তা
সরকার ক্ষমতা গ্রহণ করেরে-১৯৬২
সালে।
৩১)জাপানের প্রধানমন্ত্রী-শিনজো
আবে।
৩২)ফ্লোরিডা অঙ্গরাজ্যেটি-যু
ক্তরাষ্ট্রে।
৩৩)টাইমস স্কয়ার-নিউইয়র্কে।
৩৪)নিউইয়র্কের বিখ্যাত টুইন টাউয়ারে
ইতিহাসের অন্যতম প্রাণহানির ৯/১১
সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল-১১
সেপ্টেম্বর,২০০১ সালে।
৩৫)ভারতে চালু হচ্ছে-বুলেট ট্রেন
প্রকল্প(প্রকল্পের কাজ শেষ হবে-২০২৪
সালে)।
৩৬)বর্তমানে বিশ্বের সবচেয়ে
দ্রুতগতির ট্রেনটি চলে-জাপানে।
# দেশের_খবর
৩৭)দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল
ল্যান্ডিং স্টেশন(SMW-5) তৈরী
হচ্ছে-কুয়াকাটা,পটুয়াখালীতে(প্র
থমটি-কক্সবাজারে)।
৩৮)এ স্টেশন থেকে নিরবচ্ছিন্নভাবে
ডেটা আদানপ্রদান করা যাবে-১৫০০
জিবিপিএস(গিগাবাইট পার সেকেন্ড)
গতিতে।
৩৯)বাংলাদেশ বিনা খরচে
ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের
(IIG) এর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ
পেয়েছিল-১৯৯১ ও ১৯৯৪ সালে
(বিএনপি সরকার কর্তৃক এ প্রস্তাব তখন
গ্রহণ করা হয়নি)।
৪০)পররাষ্ট্রমন্ত্রী-আবুল হাসান মাহমুদ
আলী।
৪১)কুতুপালং রোহিঙ্গা শিবির-
কক্সবাজারের উখিয়ায়।
৪২)জাতীয় মানবাধিকার কমিশনের
চেয়ারম্যান-কাজী রিয়াজুল হক।
৪৩)জাতিসংঘের পরিসংখ্যান
অনুযায়ী,বর্তমানে দেশে রোহিঙ্গা
শরণার্থীর সংখ্যা-৭ লাখ(সম্প্রতি
এসেছে-৩ লাখ,আগে থেকে অবস্থান
করছে-৪ লাখ রোহিঙ্গা)
# সম্পাদকীয়
৪৪)এমডিজি-মিলিনিয়াম
ডেভেলপমেন্ট গোল।
৪৫)এসডিজি-সাসটেইনেবল
ডেভেলপমেন্ট গোল।
৪৬)এমডিজি অর্জনের সময় শেষ
হয়-২০১৫ সালে(২০০০-১৫ পর্যন্ত)।
৪৭)এসডিজি অর্জনের সময় শেষ
হবে-২০৩০ সালে(২০১৫-৩০ পর্যন্ত)
৪৮)এমডিজির লক্ষ্যমাত্রা
ছিল-৮টি,এসডিজির লক্ষ্যমাত্রা-১৭
টি।
৪৯)বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে
রোহিঙ্গার শরণার্থী নিয়ে চুক্তি
হয়-১৯৭৮ সালে।
৫০)এ চুক্তিতে বাংলাদেশে অবস্থিত
তখনকার সকল রোহিঙ্গাদেরকে
মিয়ানমারের নাগরিক হিসাবে
আইনানুগভাবে স্বীকৃত দেওয়া
হয়েছিল।
৫১)রোহিঙ্গাদের একটি জাতিগোষ্ঠী
হিসাবে উল্লেখ করা হয়েছিল-
মিয়ানমার সরকার কর্তৃক প্রকাশিত
এনসাইক্লোপিডিয়ার ১৯৭৪ সালে
সংস্করণে।
৫২)রোহিঙ্গাদের নাগরিকত্ব ছিনিয়ে
নেওয়া হয়য়-১৯৮২ সালে।
# বিনোদন
৫৩)বিশ্বের অন্যতম সম্মানজনক ভেনিস
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৪ তম
আসরে সর্ব্বোচ্চ পুরষ্কার(গোল্ড
লায়ন) জিতেছেন-নির্মাত
া গিয়েরমো দেল তোরো(ছবির নাম-
দ্য শেপ অব ওয়াটার)
৫৪)দ্বিতীয় সর্ব্বোচ্চ পুরষ্কার
(সিলভার লায়ন) জিতেছেন-জেভিয়ার
লেগ্র্যান্ড(ছবির নাম-কাস্টাডি)।

No comments:

Post a Comment