১১ সেপ্টেম্বর,২০১৭
২৭ ভাদ্র,১৪২৪
# আন্তর্জাতিক_খবর
১) রোহিঙ্গা সমস্যা সমাধানে গঠিত
কমিশনের নাম-আনান কমিশন।
২) এ কমিশন গঠন করে জাতিসংঘের
সাবেক মহাসচিব-কফি আনান।
৩) মিয়ানমারের রাখাইনে সংগঠিত
হত্যাকান্ডকে "গণহত্যা" বলে মনে
করছে-আন্তর্জাতিক সম্প্রদায়।
৪) বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান
রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন-
আর্চবিশপ জর্জ কোচেরি।
৫) রোহিঙ্গা ইস্যু নিয়ে নিউইয়র্কে
জাতিসংঘের সাধারন পরিষদে
আলোচনা হবে-আগামী ১৭ তারিখ।
৬) তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক
নেতা-দালাই লামা।
৭) তিনি বর্তমানে অবস্থান করছেন-
ভারতের হিমাচল প্রদেশে।
৮)মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ
জনগোষ্ঠী-বৌদ্ধ ধর্মাবলম্বী।
৯) কাজাখস্তানের রাজধানী-
আস্তানা।
১০) গত রোববার OIC এর "বিজ্ঞান ও
প্রযুক্তিবিষয়ক" শীর্ষ সম্মেলনটি
অনুষ্ঠিত হয়-আস্তানায়।
১১) OIC-Organization of Islamic Co-
operation
১২) OIC এর সদস্যদেশ-৫৭টি(সর্বশেষ-
আইভরি কোস্ট)
১৩ )OIC এর মহাসচিব-ইউসুফ আল
ওথাইমিন।
১৪) তুরষ্কের প্রেসিডেন্ট-রিসেপ
তাইয়েপ এরদোয়ান।
১৫) মিয়ানমারের মুদ্রার নাম-কিয়েট।
১৬) মিয়ানমারের রাখাইন রাজ্যে
একপক্ষীয় অস্ত্রবিরতি ঘোষণা
করেছে রোহিঙ্গাদের বিদ্রোহী
সংগঠন-আরাকান রোহিঙ্গা
স্যালভেশন আর্মি(আরসা)।
১৭)আরসার কমান্ডার ইন চিফ-আতা
উল্লাহ।
১৮)"আরসা" পূর্ব নাম-"ফেইথ মুভমেন্ট"
বা "হারাকাহ আল ইয়াসিন"।
১৯)আইইডি-ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ
ডিভাইস(স্থলমাইন)
২০)সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী-
আবদেল আল জুবায়ের।
২১)অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী-ম
্যালকম টার্নবুল।
২২)জাতিসংঘের মহাসচিব-আন্তোনিও
গুতেরেস।
২৩)লো জুর্নাল দু দিমঁশ-ফ্রান্সের
সাপ্তাহিক পত্রিকা।
২৪)জামানির চ্যান্সেলর-অ্যাঙ্গেলা
ম্যার্কেল।
২৫)পিয়ংইয়ংয়ের ওপর আরও কঠোর
অবরোধ আরোপে আজ সোমবার
জাতিসংঘের নিরপত্তা পরিষদে
ভোটাভুটির প্রস্তাব দিয়েছে-যুক্তরাষ
্ট্র।(এ প্রস্তাবের বিরোধিতা করেছে-
চীন ও রাশিয়া)
২৬)উত্তর কোরিয়া এ পর্যন্ত পরমাণু
পরীক্ষা চালিয়েছে-৬ বার।
২৭)শিশুশ্রম নিয়ে কাজের
স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল
পেয়েছিলেন ভারতের-কৈলাশ
সত্যার্থী।
২৮)ভারতের সর্বদক্ষিণের এলাকা-
কন্যাকুমারী।
২৯)ভারতের জনপ্রিয় পত্রিকা
"আনন্দবাজার" প্রকাশিত হয়-কলকাতা
থেকে।
৩০)মিয়ানমারের সামরিক জান্তা
সরকার ক্ষমতা গ্রহণ করেরে-১৯৬২
সালে।
৩১)জাপানের প্রধানমন্ত্রী-শিনজো
আবে।
৩২)ফ্লোরিডা অঙ্গরাজ্যেটি-যু
ক্তরাষ্ট্রে।
৩৩)টাইমস স্কয়ার-নিউইয়র্কে।
৩৪)নিউইয়র্কের বিখ্যাত টুইন টাউয়ারে
ইতিহাসের অন্যতম প্রাণহানির ৯/১১
সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল-১১
সেপ্টেম্বর,২০০১ সালে।
৩৫)ভারতে চালু হচ্ছে-বুলেট ট্রেন
প্রকল্প(প্রকল্পের কাজ শেষ হবে-২০২৪
সালে)।
৩৬)বর্তমানে বিশ্বের সবচেয়ে
দ্রুতগতির ট্রেনটি চলে-জাপানে।
# দেশের_খবর
৩৭)দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল
ল্যান্ডিং স্টেশন(SMW-5) তৈরী
হচ্ছে-কুয়াকাটা,পটুয়াখালীতে(প্র
থমটি-কক্সবাজারে)।
৩৮)এ স্টেশন থেকে নিরবচ্ছিন্নভাবে
ডেটা আদানপ্রদান করা যাবে-১৫০০
জিবিপিএস(গিগাবাইট পার সেকেন্ড)
গতিতে।
৩৯)বাংলাদেশ বিনা খরচে
ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের
(IIG) এর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ
পেয়েছিল-১৯৯১ ও ১৯৯৪ সালে
(বিএনপি সরকার কর্তৃক এ প্রস্তাব তখন
গ্রহণ করা হয়নি)।
৪০)পররাষ্ট্রমন্ত্রী-আবুল হাসান মাহমুদ
আলী।
৪১)কুতুপালং রোহিঙ্গা শিবির-
কক্সবাজারের উখিয়ায়।
৪২)জাতীয় মানবাধিকার কমিশনের
চেয়ারম্যান-কাজী রিয়াজুল হক।
৪৩)জাতিসংঘের পরিসংখ্যান
অনুযায়ী,বর্তমানে দেশে রোহিঙ্গা
শরণার্থীর সংখ্যা-৭ লাখ(সম্প্রতি
এসেছে-৩ লাখ,আগে থেকে অবস্থান
করছে-৪ লাখ রোহিঙ্গা)
# সম্পাদকীয়
৪৪)এমডিজি-মিলিনিয়াম
ডেভেলপমেন্ট গোল।
৪৫)এসডিজি-সাসটেইনেবল
ডেভেলপমেন্ট গোল।
৪৬)এমডিজি অর্জনের সময় শেষ
হয়-২০১৫ সালে(২০০০-১৫ পর্যন্ত)।
৪৭)এসডিজি অর্জনের সময় শেষ
হবে-২০৩০ সালে(২০১৫-৩০ পর্যন্ত)
৪৮)এমডিজির লক্ষ্যমাত্রা
ছিল-৮টি,এসডিজির লক্ষ্যমাত্রা-১৭
টি।
৪৯)বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে
রোহিঙ্গার শরণার্থী নিয়ে চুক্তি
হয়-১৯৭৮ সালে।
৫০)এ চুক্তিতে বাংলাদেশে অবস্থিত
তখনকার সকল রোহিঙ্গাদেরকে
মিয়ানমারের নাগরিক হিসাবে
আইনানুগভাবে স্বীকৃত দেওয়া
হয়েছিল।
৫১)রোহিঙ্গাদের একটি জাতিগোষ্ঠী
হিসাবে উল্লেখ করা হয়েছিল-
মিয়ানমার সরকার কর্তৃক প্রকাশিত
এনসাইক্লোপিডিয়ার ১৯৭৪ সালে
সংস্করণে।
৫২)রোহিঙ্গাদের নাগরিকত্ব ছিনিয়ে
নেওয়া হয়য়-১৯৮২ সালে।
# বিনোদন
৫৩)বিশ্বের অন্যতম সম্মানজনক ভেনিস
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৪ তম
আসরে সর্ব্বোচ্চ পুরষ্কার(গোল্ড
লায়ন) জিতেছেন-নির্মাত
া গিয়েরমো দেল তোরো(ছবির নাম-
দ্য শেপ অব ওয়াটার)
৫৪)দ্বিতীয় সর্ব্বোচ্চ পুরষ্কার
(সিলভার লায়ন) জিতেছেন-জেভিয়ার
লেগ্র্যান্ড(ছবির নাম-কাস্টাডি)।
No comments:
Post a Comment