eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 13, 2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি


-----------------------
প্রস্তুতি যাচাই মডেল টেস্ট :
-----------------------
বিষয়: বাংলা : ভাষা | নম্বর -- ১৫ | সময় - ২০ মিনিট
-----------------------
.
.
১. প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ?
ক. ভাগ্য।
খ. দৈত্য ।
গ. পুনশ্চ।
ঘ. সরোজ।
২. 'Knight' শব্দের অর্থ কী
ক. ছুরি।
খ. নিশিথে।
গ. সম্ভ্রান্ত বংশীয়।
ঘ. নিশিকালীন সময়ে।
৩. সঠিক সমার্থক শব্দগুচ্ছ কোনটি ?
ক. সর্বশুচি, অনল , অহি।
খ. অরবিন্দ , নলিনী , অদ্রি।
গ. পাথার , তপন , মার্তণ্ড।
ঘ. করী , দ্বিরদ , দন্তী।
৪. 'ঈষৎ উষ্ণ' এর সঠিক এক কথায় প্রকাশ কোনটি ?
ক. অনুষ্ণ।
খ. কবোষ্ণ।
গ. ইনোষ্ণ।
ঘ. নবোষ্ণ।
৫. গায়ত্রী , অনুষ্টুপ ইত্যাদি কী ?
ক. সংস্কৃত ছন্দ ।
খ. হিন্দি ছন্দ।
গ. লৌকিক ছন্দ।
ঘ. স্বরবৃত্ত ছন্দ।
৬. শুদ্ধ বাক্য কোনটি ?
ক. মাননীয় অধ্যক্ষ সমীপেষূ।
খ. মাননিয় অধ্যক্ষ সমীপেষূ।
গ. মাননিয় অধ্যক্ষ সমিপেষু।
ঘ. মাননীয় অধ্যক্ষ সমীপেষু ।
৭. বেকারত্ব অনিহার জীবনকে তমোময় করেছে । এখানে 'তমোময়' শব্দটি কোন  অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. শৃংখলাবদ্ধ হওয়া।
খ. বাস্তবতা উপলব্ধি করা ।
গ. অন্ধকারময়।
ঘ. মানবিকতা।
৮. 'গামলা' ও 'গালিচা' শব্দ দুটি কোন ভাষার শব্দ ?
ক. পর্তুগিজ ও ফার্সি শব্দ ।
খ. দুটিই পর্তুগিজ শব্দ।
গ. পর্তুগিজ ও আরবি শব্দ।
ঘ. তুর্কি ও পর্তুগিজ শব্দ।
৯. শুদ্ধ বানান কোনগুলো ?
ক. ঘূর্ন্যমান , বৈচিত্র্য , ব্রাক্ষণ।
খ. ব্যুৎপত্তি , স্বতঃস্ফুর্ত , যশস্বী।
গ. ন্যূন , সণ্ন্যাসী , সান্ত্বনা।
ঘ. ক্ষণ্নিবৃত্তি, কৃচ্ছ্র, শ্বশ্রূ।
১০. 'আলাহিদা > আলাদা' ধ্বনির কোন ধরনের পরিবর্তন ?
ক. স্বরাগম ।
খ. অন্তর্হতি ।
গ. অভিশ্রুতি।
ঘ. সমীভবন।
১১. আত্মার সম্পর্কই হল আত্মীয় -- 'আত্মীয়' কোন কারকের কোন বিভক্তি ?
ক. কর্তায় সপ্তমী।
খ. করণে সপ্তমী।
গ. কর্মে শূন্য।
ঘ. অধিকরণে শূন্য।
১২. 'ব্যক্তিগত' শব্দটি কোন সমাস ?
ক. কর্ম তৎপুরুষ সমাস।
খ. উপমান কর্মধারয় সমাস।
গ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
ঘ. অব্যয়ীভাব সমাস।
১৩. বাংলা লিপির সুসংগঠন কোন আমলে হয় ?
ক. মুঘল আমলে।
খ. সুলতানি আমলে।
গ. পাল আমলে।
ঘ. সেন রাজাদের আমলে।
১৪. খাঁটি বাংলা উপসর্গ কোনটি ?
ক. প্র , অজ।
খ. স , কু ।
গ. আন , অধি।
ঘ. ভর , হর।
১৫. 'পরধনে লোভে মত্ত করিনু ভ্রমণ' - এ বাক্যে কোন স্হানে কমা বসবে ?
ক. 'লোভে' এর পর ।
খ. 'করিনু' এর পর ।
গ. 'মত্ত' এর পর।
ঘ. 'ভ্রমণ'

No comments:

Post a Comment