![]() |
ইংল্যান্ডের ওয়ালেস স্টেটের স্কিরিড মাউনটেন ইন |
ইংল্যান্ডের
ওয়ালেস স্টেটের স্কিরিড মাউনটেন ইন এমন একটি
ভৌতিক স্থান যার নাম
শুনলেই মানুষ কৌতূহলী হয়ে
ওঠে। সাহসীরা
চান জায়গাটি নিজ চোখে দেখে
আসতে। ছুটে
যেতে চান সেখানে।
ইতিহাসের অংশ হয়ে ওঠা
এই বাড়ির নিচে ছিল
মদের দোকান এবং ওপরে
আদালত। বলা
হয়ে থাকে ওয়ালেসের সবচেয়ে
বড় এবং বিখ্যাত মদের
দোকান ছিল সেটি।
কিন্তু বাড়িটি এখন আর
সেজন্য বিখ্যাত নয়।
এটি
বিখ্যাত ভূতের কারণে! মূল
ঘটনা হলো, দ্বিতীয় তলায়
আদালত কক্ষে বিচারে অনেকের
ফাঁসির রায় হতো।
দোষীদের সেই কক্ষে একটি
বিমের সঙ্গে ঝুলিয়ে রায়
কার্যকর করা হতো।
এভাবে প্রায় ১৮০ জন
অপরাধীর ফাঁসি দেওয়া হয়। একদিন
হঠাৎ এই বাড়িতে দেখতে
পাওয়া যায় গ্লাস উড়ছে!
আরেকদিন দেখা যায় জানালার
কার্নিশে দাঁড়িয়ে কোনো এক আবছা
মূর্তি ফাঁস বানাচ্ছে, কখনও
আবার হঠাৎ করেই বাড়ির
তাপমাত্রা গরম হয়ে উঠতো। এসব
যখন ধীরে ধীরে প্রকাশ
হতে থাকে তখন এই
বাড়িটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সেই বিমটি আজও রয়েছে। পর্যটকেরা
এই বিমটি দেখতে যান।
No comments:
Post a Comment