![]() |
জ্যামাইকার মন্টেগোর সাগর তীরে রোজ হল |
জ্যামাইকার
মন্টেগোর সাগর তীরে রোজ
হল এমন একটি স্থান
যা প্রথম দেখাতেই ভালো
লাগার মতো। কিন্তু
রোজ হলের ইতিহাস শুনলে
ভয়ের ঠাণ্ডা স্রোত শিরদাঁড়া
দিয়ে বয়ে যায়।
অনেকে বলেন এখানে এখনও
অ্যানি পালমারের অতৃপ্ত আত্মা বাস
করে। ভৌতিক
এই ইতিহাস অ্যানিকে নিয়েই।
১৮২০ সালে অ্যানি জন
পালমারকে বিয়ে করে এখানে
বসবাস শুরু করেন।
কিন্তু এর পরের দশকেই
অ্যানির স্বামী এবং আরো
দুজন ভৃত্য রহস্যজনকভাবে মারা
যান। স্থানীয়রা
ধারণা করেন অ্যানি জাদুবিদ্যা
প্রয়োগ করে এ ঘটনা
ঘটিয়েছে। এ
সময় অ্যানি পরকীয়ায় লিপ্ত
ছিলেন। ফলে
ঘটনা ধামাচাপা দিতে অ্যানি লাশগুলো
দ্রুত সমুদ্রে ভাসিয়ে দিতে ভৃত্যদের
বাধ্য করেন। কিন্তু
এ কাজে যারা অনীহা
প্রকাশ করে রহস্যজনকভাবে তারাও
পরে নিহত হন।
পরে ভৃত্যরা এক হয়ে অ্যানিকে মেরে ফেলে।
অনেকের মতে শুধু অ্যানি
নয়, দাসদের শিশুদের আত্মাও
সেখানে ঘোরাঘুরি করে।
No comments:
Post a Comment