![]() |
টাওয়ার অব লন্ডন |
টাওয়ার
অব লন্ডনের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস। কিন্তু
সেই ইতিহাস প্রায় চাপা
পড়ে গেছে ভৌতিক কিছু
ঘটনার নিচে। স্থানটি
আরেকটি কারণে বিখ্যাত, আর
তা হলো টাওয়ারে ৮৮৮২৪৬টি
সিরামিকের তৈরি পপি গাছ। এর
লাল ফুল দূর থেকে
রক্তের স্রোতের মতো দেখায়।
অমাবস্যার রাতে টাওয়ারের পুরো
পরিবেশ তখন অপরূপ হয়ে
ওঠে। সেই
সুন্দরের মধ্যেও তখন অনেকে
অশুভ কিছুর খোঁজ করেন। যদিও
এই গাছগুলো প্রথম বিশ্বযুদ্ধে নিহত
ব্রিটিশ সৈনিকদের স্মরণে তৈরি করা
হয়েছিল।
তবে এখানকার ভৌতিক কিছু ঘটনার
ব্যাখ্যা পাওয়া যায়ে এভাবে-
১৫৩৬ সালে তৃতীয় হেনরির
সময় এই টাওয়ারে অন্যায়ভাবে
রাজকুমারীর শিরচ্ছেদ করা হয়।
এরপর থেকেই অনেকে দাবি
করেন সেখানে বিভিন্ন অনুষ্ঠানে
সেই রাজকুমারীকে তারা দেখেছেন।
এমনকি জায়গাটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারাও
দাবি করেছেন রাতে কেউ
একজন রাজকুমারীর ছিন্ন মাথা নিয়ে
হেঁটে যাচ্ছে এমনটি তারা
দেখেছেন। মজার
ব্যাপার হলো সেই দৃশ্য
নিজ চোখে দেখতে এখনও
অনেকেই সেখানে ভিড় করেন।
No comments:
Post a Comment