#___গুরুত্বপূর্ণ_টপিকস_ত্রিভুজ_পর্ব_05__
#ত্রিভুজ:-
যে কোন সমতলে তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজকে বলা হয়।
#উল্লেখ্য:- ত্রিভুজ কোণভেদে তিন প্রকার ও বাহুভেদে তিন প্রকার।
#ত্রিভুজের_বাহু:-
তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। এ রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। অর্থাৎ ABC ত্রিভুজের AB BC CA তিনটি বাহু।
#ত্রিভুজের_শীর্ষবিন্দু:-
ত্রিভুজের যে কোন দুটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। ত্রিভুজের যেকোনো দুটি বাহু শীর্ষবিন্দুকে কোণ উৎপন্ন করে। অর্থাৎ ABC ত্রিভুজের A, B, C তিনটি শীর্ষবিন্দু।
#ত্রিভুজের_পরিসীমা:-
ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
অর্থাৎ ▼ABC পরিসীমা = AB + BC + CA.
ত্রিভুজের পরিসীমাকে 2S দ্বারা প্রকাশ করা হয়।
সুতরাং, 2S = AB + BC + CA
অর্ধপরিসীমা S = [(AB + BC + CA)/2]
#ত্রিভুজক্ষেত্র:-
ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
যেমনঃ AB, BC ও CA বাহুদ্বয় দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজক্ষেত্র - ABC
#ত্রিভুজের_মধ্যমা:-
ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
যেকোন ত্রিভুজের মধ্যমা তিনটি।
#ত্রিভুজের_উচ্চতা:-
ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব দূরত্বই ত্রিভুজের উচ্চতা।
#উল্লেখ্য:-
দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তাবলী:-
● তিনটি বাহু সমান হবে।
● দুটি বাহু ও তাদের মধ্যবর্তী কোণ সমান।
● দুটি কোণ ও তাদের সাধারণ বাহু সমান।
● সমকোণী ত্রিভুজের অতিভূজ ও একটি বাহু
No comments:
Post a Comment