eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, October 4, 2017

______জ্যামিতির_এন্টিবায়োটিক____

#___গুরুত্বপূর্ণ_টপিকস_ত্রিভুজ_পর্ব_05__

#ত্রিভুজ:-
           যে কোন সমতলে তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজকে বলা হয়।
    #উল্লেখ্য:- ত্রিভুজ কোণভেদে তিন প্রকার ও বাহুভেদে তিন প্রকার।

#ত্রিভুজের_বাহু:-
                        তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। এ রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। অর্থাৎ ABC ত্রিভুজের AB BC CA তিনটি বাহু।

#ত্রিভুজের_শীর্ষবিন্দু:-
                               ত্রিভুজের যে কোন দুটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। ত্রিভুজের যেকোনো দুটি বাহু শীর্ষবিন্দুকে কোণ উৎপন্ন করে। অর্থাৎ ABC ত্রিভুজের A, B, C তিনটি শীর্ষবিন্দু।

#ত্রিভুজের_পরিসীমা:-
                              ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
অর্থাৎ  ▼ABC পরিসীমা = AB + BC + CA.
ত্রিভুজের পরিসীমাকে 2S দ্বারা প্রকাশ করা হয়।
সুতরাং,           2S = AB + BC + CA
অর্ধপরিসীমা  S = [(AB + BC + CA)/2]

#ত্রিভুজক্ষেত্র:-
                   ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
যেমনঃ  AB, BC ও CA বাহুদ্বয় দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজক্ষেত্র - ABC

#ত্রিভুজের_মধ্যমা:-
                             ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
  যেকোন ত্রিভুজের মধ্যমা তিনটি।

#ত্রিভুজের_উচ্চতা:-
                          ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব দূরত্বই ত্রিভুজের উচ্চতা।

#উল্লেখ্য:-
দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তাবলী:-
● তিনটি বাহু সমান হবে।
● দুটি বাহু ও তাদের মধ্যবর্তী কোণ সমান।
● দুটি কোণ ও তাদের সাধারণ বাহু সমান।
● সমকোণী ত্রিভুজের অতিভূজ ও একটি বাহু

No comments:

Post a Comment