যখন একজন ছাত্র নিজেকে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত করে এবং রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে তখন তাকে ছাত্র রাজনীতি বলে।
যখন একজন ছাত্র = When a student
নিজেকে যুক্ত করে = involves himself
যে কোন রাজনৈতিক দলের সাথে = in any political party
এবং = and
অংশগ্রহণ করে = takes part
রাজনৈতিক কর্মকান্ডে = in political acts
তাকে বলা হয় = is called
ছাত্র রাজনীতি = Students politics
সর্বোপরি অনুবাদটি
When a student involves himself in any political party and takes part in political acts is called students politics.
আজ এটি বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়েছে।
আজ = Today
এটি ছড়িয়ে পড়েছে = it has spread
অধিকাংশ = Most of
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে = the educational institutions
বাংলাদেশের = of Bangladesh
সর্বোপরি :- অনুবাদটি
Today it has spread most of the educational institutions of Bangladesh.
আমাদের দেশের ছাত্র সংগঠনগুলোর দীর্ঘ এবং গৌরবময় ইতিহাস আছে।
ছাত্র সংগঠনগুলোর = Students organisations
আমাদের দেশের = Of our country
রয়েছে দীর্ঘ = have long
এবং গৌরবময় ইতিহাস = and glorious history
সর্বোপরি:- অনুবাদটি
Students organisations of our country have long and glorious history
ছাত্ররা বৃটিশবিরোধী আন্দোলনে, আমাদের ভাষা আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ছাত্ররা = The students
পালন করেছিল = played
গুরুত্বপূর্ণ ভূমিকা = important role
বৃটিশবিরোধী আন্দোলনে = in anti - British movement.
আমাদের ভাষা আন্দোলনে in our language movement
এবং মুক্তিযুদ্ধে = and liberation war.
সর্বোপরি :- অনুবাদটি
The students played important role in anti - British movement, in our language movement and liberation war.
ঐ সময়ের ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ছিল সাধারন ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষা করা এবং দমননীতি, অত্যাচার, অবিচার প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদ করা।
ঐ সময়ের = At that time
মূল উদ্দেশ্য = the main objectives
ছাত্র রাজনীতির = of students politics
ছিল = were
স্বার্থ রক্ষা করা = to protect interest
সাধারণ ছাত্র-ছাত্রীদের = of the general students.
[এবং এর পরের অংশটি]
এবং = and
প্রতিবাদ করা = to protest
দমননীতির বিরুদ্ধে = against repression,
অত্যাচার = oppression,
অবিচার প্রভৃতি = injustice etc.
সর্বোপরি :- অনুবাদটি
At that time, the main objectives of students politics were to protect interest of the general students and to protest against repression, oppression, injustice etc.
ধন্যবাদ
No comments:
Post a Comment