★
রিং বলতে বুঝায় একটি ছোট ৭-১২ মিলি মিটার মাপের ব্যান্ড যা লম্বা একই মাপ বা ৫ মিলি মিটার হতে পারে।
রিং মূলত একটি চিন্হ বা সনাক্তকরণ ব্যান্ড।
★রিং এর কবুতর বলতে কি বূঝায়:-
আমাদের দেশে সাধারনত বিদেশী রিং এর কবুতরকে রিং এর কবুতর বুঝায়।
লোকাল কবুতরকে বিদেশী রিং পড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমাদের দেশ এর সোনার ছেলেরা এরকমটাও অনেক শোনা যায়।
★বিভিন্ন দেশের রিং এর নাম:-
EE - EUROPEAN ENTENTEE /
যা ইউরোপিয়ান ইউনিয়ন বা এর তালিকা ভুক্ত দেশে ব্যবহার হয়।
INFPA - IRISH NATIONAL FANCY. PIGEON ASSOCIATION .
IT/ITALIA - ITALY ER RING.
DV - GERMANY ER RING.
NL - NEDERLAND ER RING.
BELG - BELGIUM ER RING .
BAN - BANGLADESH ER RING .
#কবে রিং এর প্রচলন ও কারা শুরু করেন:-
১৮০৩ সালে প্রথম In North America John James Audubon and Ernest Thompson কবুতর এর পায়ে একটি সিলভার সূতা বেধে শুরু করেন । মূলত ১৮৯৯ সালে Hans Christian Cornelius Mortensen অ্যালুমিনিয়াম দিয়ে প্রথম কবুতরের রিং শুরু করেন।
কি দিয়ে তৈরি হয়:-
যা কখনো প্লাস্টিক বা মেটাল বা সিলভার এর হয়।
কি কি থাকে রিংয়ে:-
রিংয়ে এখন দেশ এর নাম, সিরিয়াল নাম্বার, সাল এর নাম্বার বা কতো সাল
অনেক সময় ক্লাব বা মালিকের নাম ও মোবাইল নাম্বারও থাকে।
অনেক সময় সূতা বা টাকা ও রিং হিসাবে ব্যবহার হতে দেখা যায়।
★কবুতরের পায়ে রিং বা ট্যাগ কেন পরায়?
বা গায়ে সিল কেন মারা হয়??
ট্যাগ তিন ধরনের হয়,
১) রেগুলার বা ব্যক্তিগত ট্যাগ ।
২) ক্লাব ট্যাগ।
৩) রেস ট্যাগ।
১) রেগুলার বা ব্যক্তিগত ট্যাগ:-
আমার মতে এটি কবুতর এর পরিচয় বহন করে।
রেগুলার ট্যাগ - এইখানে আপনার নাম থাকতে পারে, অনেকে মোবাইল নাম্বার দেয়।
সিরিয়াল নাম্বার থাকে ১২৩৪৫ / ৭৮৯১০।
সাল থাকে ২০১৭/২০১৮ যা থেকে আমরা জানতে বা বুঝতে পারি কার কবুতর
বা অনেক সময় আমরা বের করতে পারি কার বাচ্চা কোনটা? কোন জাতের কোনটা, কোন সালে জন্ম।
২) ক্লাব ট্যাগ:-
কোন ক্লাব এর তা বুঝা যায়।
কোন দেশের তা বুঝা যায়।
সিরিয়াল নাম্বার থাকে।
কত সাল এর কবুতর তা থাকে।
৩) রেস ট্যাগ:-
ইহা ক্লিপ আকারে বা প্রেছ করে লাগানো হতে পারে যাতে গোপন নাম্বার থাকে, রেস এর আগে লাগানো হয়, যার বিস্তারিত নাম্বার কমিটি বা ক্লাব এ গোপন ভাবে সংরক্ষণ করে, এবং কবুতর ফিরে আসার পর তা চেক করে দেখা হয় মিলে কিনা।
Friday, May 4, 2018
০৫. RING / রিং কি? কাকে বলে??
Tags
# কবুতর পালন
# পিজমন
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
পিজমন
Labels:
কবুতর পালন,
পিজমন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment