eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, May 4, 2018

০৫. RING / রিং কি? কাকে বলে??



রিং বলতে বুঝায় একটি ছোট ৭-১২ মিলি মিটার মাপের ব্যান্ড যা লম্বা একই মাপ বা ৫ মিলি মিটার হতে পারে।
রিং মূলত একটি চিন্হ বা সনাক্তকরণ ব্যান্ড।
★রিং এর কবুতর বলতে কি বূঝায়:-
আমাদের দেশে সাধারনত বিদেশী রিং এর কবুতরকে রিং এর কবুতর বুঝায়।
লোকাল কবুতরকে বিদেশী রিং পড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমাদের দেশ এর সোনার ছেলেরা এরকমটাও অনেক শোনা যায়।
★বিভিন্ন দেশের রিং এর নাম:-
EE - EUROPEAN ENTENTEE /
যা ইউরোপিয়ান ইউনিয়ন বা এর তালিকা ভুক্ত দেশে ব্যবহার হয়।
INFPA - IRISH NATIONAL FANCY. PIGEON ASSOCIATION .
IT/ITALIA - ITALY ER RING.
DV - GERMANY ER RING.
NL - NEDERLAND ER RING.
BELG - BELGIUM ER RING .
BAN - BANGLADESH ER RING .
#কবে রিং এর প্রচলন ও কারা শুরু করেন:-
১৮০৩ সালে প্রথম In North America John James Audubon and Ernest Thompson কবুতর এর পায়ে একটি সিলভার সূতা বেধে শুরু করেন । মূলত ১৮৯৯ সালে Hans Christian Cornelius Mortensen অ্যালুমিনিয়াম দিয়ে প্রথম কবুতরের রিং শুরু করেন।
কি দিয়ে তৈরি হয়:-
যা কখনো প্লাস্টিক বা মেটাল বা সিলভার এর হয়।
কি কি থাকে রিংয়ে:-
রিংয়ে এখন দেশ এর নাম, সিরিয়াল নাম্বার, সাল এর নাম্বার বা কতো সাল
অনেক সময় ক্লাব বা মালিকের নাম ও মোবাইল নাম্বারও থাকে।
অনেক সময় সূতা বা টাকা ও রিং হিসাবে ব্যবহার হতে দেখা যায়।
★কবুতরের পায়ে রিং বা ট্যাগ কেন পরায়?
বা গায়ে সিল কেন মারা হয়??
ট্যাগ তিন ধরনের হয়,
১) রেগুলার বা ব্যক্তিগত ট্যাগ ।
২) ক্লাব ট্যাগ।
৩) রেস ট্যাগ।
১) রেগুলার বা ব্যক্তিগত ট্যাগ:-
আমার মতে এটি কবুতর এর পরিচয় বহন করে।
রেগুলার ট্যাগ - এইখানে আপনার নাম থাকতে পারে, অনেকে মোবাইল নাম্বার দেয়।
সিরিয়াল নাম্বার থাকে ১২৩৪৫ / ৭৮৯১০।
সাল থাকে ২০১৭/২০১৮ যা থেকে আমরা জানতে বা বুঝতে পারি কার কবুতর
বা অনেক সময় আমরা বের করতে পারি কার বাচ্চা কোনটা? কোন জাতের কোনটা, কোন সালে জন্ম।
২) ক্লাব ট্যাগ:-
কোন ক্লাব এর তা বুঝা যায়।
কোন দেশের তা বুঝা যায়।
সিরিয়াল নাম্বার থাকে।
কত সাল এর কবুতর তা থাকে।
৩) রেস ট্যাগ:-
ইহা ক্লিপ আকারে বা প্রেছ করে লাগানো হতে পারে যাতে গোপন নাম্বার থাকে, রেস এর আগে লাগানো হয়, যার বিস্তারিত নাম্বার কমিটি বা ক্লাব এ গোপন ভাবে সংরক্ষণ করে, এবং কবুতর ফিরে আসার পর তা চেক করে দেখা হয় মিলে কিনা।

No comments:

Post a Comment