eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, August 21, 2019

জাতীয় বাজেট ২০১৯-২০

বাজেট'১৯-২০ ও সমীক্ষা'১৯
————————————————★
————————————————
০১. ২০১৯-২০ অর্থবছরে বাজেট – ৪৮তম
০২. বাংলাদেশে অন্তর্বর্তীকালীন বাজেটসহ মোট বাজেট
– ৪৯তম [১৯৯৬-৯৭ সহ]
০৩. বাংলাদেশে অর্থবছর মোট – ৪৯টি
০৪. একই সাথে ২ অর্থবছরের বাজেট উত্থাপিত হয় – ১৯৭২
সালে (১৯৭২-৭৩ ও ১৯৭৩-৭৪ অর্থবছরের বাজেট পেশ হয়)
০৫. প্রথমবারের মত প্রধানমন্ত্রী হিসেবে বাজেট উত্থাপন
করেন – শেখ হাসিনা (২০১৯-২০ বাজেট) <£$>
০৬. অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের – ১ম বাজেট (বর্তমান
সরকারের – ১১তম বাজেট)
০৭. বাজেট পেশ করেন – অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
০৮. ২০১৯-২০ বাজেট উত্থাপিত হয় – ১৩ জুন ২০১৯, রোজ
বৃহস্পতিবার
০৯. ২০১৯-২০ বাজেটের স্লোগান – "সমৃদ্ধ আগামীর
পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের"
<£$>
১০. ২০১৯-২০ বাজেট পাশ হয় – ৩০ জুন,২০১৯
১১. ২০১৯-২০ বাজেট কার্যকর হয় – ১ জুলাই, ২০১৯
১২. বাজেটের অর্থবছর – ১ জুলাই থেকে ৩০ জুন
১৩. মোট বাজেট – ৫,২৩,১৯০ কোটি টাকা
১৪. সামগ্রিক আয় – ৩,৮১,৯৭৮ কোটি টাকা
১৫. সামগ্রিক ঘটতি (অনুদানসহ) – ১,৪১,২১২ কোটি টাকা
১৬. সামগ্রিক ঘাটতি (অনুদান ব্যতীত) – ১,৪৫,৩৮০ কোটি টাকা <£$>
১৭. মোট রাজস্ব আয় – ৩,৭৭,৮১০ কোটি টাকা
১৮. বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) – ২,২,৭২১ কোটি টাকা
১৯. জিডিপি প্রবৃদ্ধির হার – ৮.২%
২০.মুদ্রাস্ফীতির লক্ষ্য – ৫.৫%
২১. ভ্যাটের স্তর – ৪ টি [৫%, ৭.৫%, ১০% ও ১৫%] <£$>
২২.ভ্যাট নাই – ৫০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে
২৩. নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন কার্যকর হবে – ১জুলাই
২০১৯ থেকে
২৪. মাথাপিছু বরাদ্দ – ৩২,৩৫৫ টাকা
২৫. মাথাপিছু আয় (প্রক্ষেপন) – ২,১৭৩ ডলার <£$>
২৬. মাথাপিছু ঘাটতি – ৮,৯৯০ টাকা
২৭. মুক্তিযুদ্ধ ভাতা – ১২,০০০ টাকা
২৮. ব্যয়ের খাতঃ
(ক) জনপ্রশাসন খাতে – ৯৬,৪৭০ কোটি (মোট বাজেটের
১৮.৫%)
(খ) শিক্ষা ও প্রযুক্তি খাতে – ৭৯,৪৮৬ কোটি টাকা (মোট
বাজেটের ১৫.২%) <£$>
(গ) পরিবহন ও যোগাযোগ খাতে – ৬৪,৮২০ কোটি টাকা (মোট
বাজেটের ১২.৪%)
২৯. আয়ের খাতঃ
(ক) মূল্য সংযোজন কর (VAT) – ১,২৩,০৬৭ কোটি টাকা (মোট
বাজেটের ২৩.৫%)
(খ) আয় ও মুনাফা থেকে কর – ১,১৩,৯১২ কোটি টাকা (মোট
বাজেটের ২১.৮%) <£$>
(গ) সম্পূরক শুল্ক – ৪৮,১৫৩ কোটি টাকা (মোট বাজেটের
৯.২%)
৩০. করমুক্ত আয়সীমাঃ
(ক) সাধারণ ব্যক্তির আয়সীমা – ২,৫০,০০০ টাকা <£$>
(খ) মহিলা ও ৬৫ বছরের উর্ধ্ব ব্যক্তি – ৩,০০,০০০ টাকা
(গ) প্রতিবন্ধী ব্যক্তি করদাতা – ৪,০০,০০০ টাকা
(ঘ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধা – ৪,২৫,০০০ টাকা।।<£$>।।
————————————————
★ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯
————————————————
০১. জনসংখ্যা (২০১৮, প্রাক্কলিত) – ১৬ কোটি ৩৭ লক্ষ (১৬৩.৭
মিলিয়ন) <£$>
০২. জনসংখ্যা বৃদ্ধির হার, ২০১৭ – ১.৩৭%
০৩. পুরুষ-মহিলা অনুপাত, ২০১৭ – ১০০.২ঃ ১০০
০৪. জনসংখ্যার ঘনত্ব/বর্গ কিমি – ১১০৩ জন
০৫. স্থূল জন্মহার (১০০০ জনে) – ১৮.৫ জন
০৬. স্থূল মৃত্যুহার (১০০০ জনে) – ৫.১ জন
০৭. এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার (১০০০ জনে) – ২৪
জন
০৮. প্রত্যাষিত গড় আয়ুষ্কাল, ২০১৭ – ৭২ বছর <£$>
(পুরুষ – ৭০.৬ বছর ও মহিলা – ৭৩.৫ বছর)
০৯. ডাক্তার ও জনসংখ্যার অনুপাত – ১ঃ ১৭২৪ জন
১০. স্বাক্ষরতার হার, ২০১৭ – ৭২.৩%
(পুরুষ – ৭৪.৩% ও মহিলা – ৭০.২%)
১১. দারিদ্র্যের হার – ২১.৮%
১২. চরম দারিদ্র্যের হার – ১১.৩%
১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (মা: ডলারে) – ১৯০৯ মা. ড.
১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি (মা: ডলারে) – ১৮২৭ মা. ড. <£$>
১৫. স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার – ৮.১৩%
১৬. মোট শ্রমশক্তির শতকরা হারঃ
(ক) কৃষি – ৪০.৬%
(খ) শিল্প – ২০.৪%
(গ) সেবা – ৩৯%
১৭. মূল্যস্ফীতি গড় (জুলাই-মার্চ, ২০১৯) – ৫.৪৪% <£$>
১৮. মোট ব্যাংকের সংখ্যা – ৫৯ টি
ক. রাষ্ট্র মালিকানাধীন – ০৬ টি
খ. বিশেষায়িত – ০৩ টি
গ. বেসরকারি – ৪১ টি
ঘ. বৈদেশিক – ০৯ টি
ঙ. আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত) – ৩৪ টি
১৯. খাত সমূহের অবদানঃ
ক. কৃষি- ১৩.৬০%
খ. শিল্প- ৩৫.১৪%
গ. সেবা- ৫১.২৬%
২০. বর্তমানে বিদ্যুত সবিধার আওতায় এসেছে দেশের মোট
জনগনের – ৯৩%।।

No comments:

Post a Comment