eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, August 21, 2019

শব্দার্থ (যা পরীক্ষায় আসে)


০১. আহব - যুদ্ধ।
০২. অভিরাম - সুন্দর।
০৩. আকাল - দুর্ভিক্ষ।
০৪. কুণ্ডুয়ান - কুণ্ডলী পাকান।
০৫. শম - শান্তি।
০৬. মার্জার - বিড়াল।
০৭. কপোল-গণ্ডদেশ।
০৮. শিষ্টাচার - সদাচার।
০৯. অভিনিবেশ - মনোযোগ।
১০. নির্মোক - সাপের খোলস।

১১. গণ্ডগ্রাম - বৃহৎ গ্রাম।
১২. শ্বশ্রু - শাশুড়ি।
১৩. শ্মশ্রু - গোঁফদাড়ি।
১৪.প্রথিত - বিখ্যাত।
১৫. জঙ্গম - গতিশীল ।
১৬. প্রাকৃত - স্বাভাবিক।
১৭. বিরাগী - উদাসীন।
১৮. কেওয়াট - কপাট।
১৯. বহুব্রীহি - বহু ধান।
২০. অপলাপ - অস্বীকার।

২১. বামেতর - ডান।
২২. কনক - স্বর্ণ।
২৩. দিনমণি - সূর্য।
২৪. কিরীট - মুকুট।
২৫. কিরীটিনী - মুকুট ভূষিত।
২৬. হেমহর্ম - স্বর্ণনির্মিত অট্টালিকা।
২৭. আবিল - কলুষিত।
২৮. শৃঙ্গধর - পর্বত।
২৯. অহি - সাপ।
৩০. অবলেপে - সগর্বে; সদর্পে।

৩১. কৌমুদি - জোৎস্না।
৩২. কুমুদ -পদ্ম।
৩৩. কুঞ্জর - হাতি।
৩৪. সাদী - অশ্বরোহী সেনা।
৩৫. শূর - বীর।
৩৬. মকর - সমুদ্র।
৩৭. প্রভঞ্জ - প্রবল বায়ু।
৩৮. নিগর - শৃঙ্খল।
৩৯. বীতংস - পাখি ধরার ফাঁদ।
৪০. ভাল - কপাল।

৪১. বারীন্দ্র - সমুদ্র।
৪২. সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
৪৩. মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
৪৪. সংহতি - সংযোগ সাধন।
৪৫. নীবার - উড়িধান;তৃণধান্য।
৪৬. ঈদৃশ - এই রকম।।
৪৭. মাদৃশ - আমার মতো।
৪৮. তাদৃশ - সে রকম।
৪৯. সমীপবর্তিনী - নিকটবর্তী হয়েছে এমন নারী।
৫০. আতপ - সূর্যকিরণ।
৫১. শোণিত - রক্ত।
৫২. আধার - আশ্রয়।
৫৩. প্রসবণ - ঝরনা।
৫৪. নিনাদ - শব্দ।
৫৫. নীপবৃক্ষ - কদম গাছ।
৫৬. রসাল - আম।
৫৭. বারিধি - সমুদ্র।
৫৮. আততায়ী - গুপ্তঘাতক।
৫৯. চরিতার্থ - সফল।
৬০. জণয়িতা - জন্মদাতা।

৬১. অন্তরায় - বাঁধা।
৬২. জিগর - হৃদয়,প্রাণ,মন।
৬৩. আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৪. মীনসন্তান - মাছ।
৬৫. ধোঁয়াশা - ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল।
৬৬. কল্কি - তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র বা ছিলিম।
৬৭. পাটাতন - নৌকা বা জাহাজের কাঠের মেঝে
৬৮. জনান্তিকে - সংগোপনে; জনগনের আড়ালে।
৬৯. পতঞ্জলি - পাণিনি ব্যাকরণের ভাষ্যকার।
৭০. ওয়াগণ - মালগাড়ি।

☞ ক্লান্ত হলে কিন্তু চলবে না...!!

৭১. আরক্ত - লালচে।
৭২. পাণিনি - বিখ্যাত বৈয়াকরণ।
৭৩. বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
৭৪. রায়ট - দাঙ্গা।
৭৫. এল নিনিও - খুদে শিশু।
৭৬. উন্নত দেশ - Developed country|
৭৭. উন্নয়নশীল দেশ - Developing country।
৭৮. স্বল্পোন্নত দেশ - least Developed country|
৭৯. আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
৮০. সৎকার - সমাদর; আপ্যায়ন।

৮১. বহিত্র - নৌকা।
৮২. অদ্রি - পর্বত।
৮৩. শরণি - সড়ক,পথ ,রাস্তা।
৮৪. দামিনী - বিদ্যুৎ।
৮৫. জলধি - সমুদ্র।
৮৬. নিপাত - পতন।
৮৭. হায়দর - ব্যাঘ্র, সিংহ।
৮৮. কোহিনূর - সুবিখ্যাত হীরকখণ্ড।
৮৯. বিবর্ধন - উত্তেজনা।
৯০. বিরাগী - উদাসীন।

৯১.বেসাতি - কেনা বেচা।
৯২. কুক্কুট - মুরগী।
৯৩. বীচী - তরঙ্গ।
৯৪. আভরণ - অলংকার।
৯৫. শীকর - জলকণা।
৯৬. শীল - চরিত্র।
৯৭. খপোত - উড়োজাহাজ।
৯৮. রাতুল - লাল।
৯৯. নির্বন্ধ - বিধান।
১০০. শম্বর - হরিণ।

১০১. গোকুল - গরু জাতি।
১০২. মকমক - ব্যাঙের ডাক।
১০৩. পল্লবগ্রহিতা - ভাসা ভাসা জ্ঞান।
১০৪. কুম্ভলিক - অন্যের লেখা চুরি করে নিজের নামে যে চালায়।
১০৫. সম্যক - সর্বতোভাবে, পরিপূর্নরূপে
১০৬. অভিধান- শব্দার্থ।
১০৭. গবাক্ষ - জানালা।
১০৮. মার্তন্ড - সূর্য।
১০৯. উর্ণনাভ - মাকড়সা।
১১০. ওদন - ভাত।     

#collected

No comments:

Post a Comment