eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, January 18, 2020

আনকমন সিম্পটমসে হোমিওপ্যাথিঃ

আনকমন সিম্পটমসে হোমিওপ্যাথিঃ

* রোগী চিকিৎসকের সামনেই দরদর করে ঘেমে চলেছে ( Profuse sweating) --- ,হিপার সালফ , মার্ক সল, সাইলেসিয়া
* চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, আড়ে আড়ে তাকিয়ে কথা বলছে, ডাঃ পিয়ার্স বলেছেন -Oblique Vision--- স্টাফিসেগ্রিয়া
* পা দুটি সমানে নাড়িয়ে চলেছে-- নেট্রাম মিউর
,
* বাচ্চার নাক দিয়ে লম্বা দড়ির মতন হয়ে সর্দি ঝুলে পড়ছে -- হাইড্রাস্টিস, কেলি বাইক্রম
* থাইরয়েড বা পেরোটিড গ্লান্ড ফুলে আছে
এবং পাথরের মতো শক্ত -- ব্রোমিয়াম
* রোগী ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে -- ইগ্নেশিয়া
* রোগী বোকার মতন প্রতিটি কথায় শুধু হাসছে -- ক্রোকাস স্যাট, ক্যানাবিস ইন্ডিকা ,
* রোগী সিমপটমস বলার সাথে সাথে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করছে -- কস্টিকাম , পালসেটিলা,
* রোগী চেম্বারের বসার জায়গাতেই আসা মাত্র অন্য রোগীদের সাথে নাম লেখানো নিয়ে বা অন্য কোন ছোট খাটো ব্যাপার নিয়ে গন্ডগোল বাধাচ্ছে, Quarrelsome -- ক্যামোমিলা, নাক্স ভোম।
রোগীর চিকিৎসকের প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতিও observe করা যায়। যেমন --
* আস্তে আস্তে প্রশ্নের উত্তর দেয় -- জেলসিমিয়াম , হেলিবোরাস, মার্ক সল, এসিড ফস, ফসফরাস।
* খুব দ্রুত উত্তর দেয় -- হিপার সালফ, লাইকো
* Answers abruptly -- N V, Sul
* Answers in monosyllabic way ( হ্যাঁ, না, মোটামুটি , এইরকম ভাবে) - এসিড ফস
* Answers in garrulous way ( বড্ড বেশী কথা বলতে বলতে বা বকবক করতে করতে) -- সিমিসিফিউগা, হায়োসিয়ামাস , ল্যাকেসিস
* পশ্নের প্রতি উত্তর করে না --আর্নিকা, ফসফরাস , সালফার
* বোকার মতো উত্তর দেয় -- বেরিটা কার্ব , এসিড ফস।
* বুদ্ধিমত্তার সহিত উত্তর দেয় --লাইকো , ফসফরাস
* দুই তিনবার একই প্রশ্ন করার পর উত্তর দেয় -- কষ্টিকাম , মেডোরিনাম , জিঙ্কাম মেট।
* Answers in stupor way --আর্নিকা, ব্যাপ্টিসিয়া, হেলিবোরাস, হায়োসিয়ামাস, এসিড ফস ইত্যাদি।
এই রকম আরও অনেক মানসিক সিমপটমস চেম্বারের মধ্যেই attention of observing কথাটা মনে রাখলে কালেকশন করা সম্ভব হয়,।
যেমন ----
* নোংরা ড্রেসে , একগাল দাড়ি নিয়ে ঢুকেই লম্বা চওড়া ফিলজফি মার্কা লেকচার অারমভ করলো ( Ragged Philosopher)-- সালফার
* খুব বিষন্ন বা মনমরা, চেহারার মধ্যে হতাশার ছাপ -- ইগ্নেশিয়া, নেট্রাম সালফ, এসিড ফস, সোরিনাম, সিপিয়া।
* সাহসী বা ভয়ডরহীন - চেহারায় বা কথা বলার সময় সাহসীকতা ফুটে উঠবে -- স্টাফিসেগ্রিয়া
* উদ্বিগ্ন বা দুশ্চিন্তার ছাপ ---একোনাইট, আর্সেনিক, কষ্টিকাম।
* শিশুরা খুব অস্থির প্রকৃতির, একজায়গায় স্থির থাকে না --- কেলি ব্রোম , ফসফরাস, টেরেন্টুলা হিস
* শিশুরা যেকোন ধরনের গান বাজনায় নাচতে শুরু করে -- টেরেন্টুলা হিস
* ধার্মিক দৃষ্টিভঙ্গি দেখাবে, অতিরিক্ত রিলিজিয়াস ম্যানিয়া --হায়োসিয়ামাস , ল্যাকেসিস ,লিলিয়াম টিগ , স্ট্রামোনিয়াম।
* উচ্চাকাঙ্খা এবং অহংকারী ( Haughty) -- লাইকো, প্লাটিনাম।
* খুবই পরিস্কার পরিচ্ছন্ন (fastidious) - আর্সেনিক , কার্সিনোসিন ,নাক্স ভোম।
* অধৈর্য - ক্যামোমিলা , নাক্স ভোম, সালফার।
* আত্মহত্যার কথা বলে -অরাম মেট,নেট্রাম সালফ , সোরিনাম।
* খুবই সিম্প্যাথিটিক, দরদ সহকারে কথা বলে --কার্সিনোসিন, কষ্টিকাম , ফসফরাস।
* Children whining (ঘ্যানঘ্যান করে) - এন্টিম ক্রুড, এন্টিম টার্ট, আর্সেনিক।
. ২) নাকের কাজ --- রোগী অনেক কথা না বললেও বা বলার অাগে চিকিৎসক তার ঘ্রান শক্তির দ্বারা বুঝে নেওয়ার চেষ্টা করবে।
যেমন --
* রোগীর শরীর থেকে ঘামের বাজে দূর্গনধো পাওয়া যেতে পারে -- মার্ক সল , সাইলেসিয়া
* কোন ঘা বা অালসার থেকে বিশ্রী পচা দূর্গনধো বেরুচ্ছে --ব্যাপ্টিসিয়া, মার্ক সল।
* রোগীর সাথে কথা বলার সময় বা জিভ দেখার সময় তার মুখ থেকে পাওয়া যাচ্ছে বাজে পচা গন্ধ -- ব্যাপ্টিসিয়া , অরাম মেট, মার্ক সল , ইত্যাদি।
------ এ সব খেয়াল রাখতে হবে।
৩) কানের কাজ --- রোগী বা তার বাড়ীর লোক কি বলছে তা নিখুঁত ভাবে শুনতে চেষ্টা করতে হবে, শোনা যায় রোগী পরীক্ষা করাকালীন অনেক রকম sounds.
যেমন --
* Abdomen percussion করার সময় bubbling অাওয়াজ পাওয়া যেতে পারে -- B V
* চিকিৎসক তার নিজের চেয়ারে বসেও শুনতে পারে - During each respiration -- রোগীর বুকের মধ্যে হওয়া coarse বা wheezing বা oppressive sound --- Grind, Spon, বা severe rattling sound--- এন্টিম টার্ট, নেট্রাম সালফ ইত্যাদি ।

৪) শেষ পয়েনটে হ্যানিমান সাহেব বলেছেন - Fidelity in tracing the picture of the disease -- মানে যথার্থ বিশ্বস্ততার সাথে রোগীর লক্ষনগুলি রেকর্ড করতে হবে। যেমন---
১) রোগী হয়ত বলতে চাইছে সন্ধ্যার দিকে বাড়ে, একজন চিকিৎসকের মাথায় Lycopodium ঢুকে অাছে বলে সে যেন জোর করে 4 to 8 pm agg না লেখে,
২) ২/১ দিন বৃষ্টিতে ভিজলে রোগ বাড়ে বলে এই সামান্য particular modality কে এক লাফে তাকে General Modality তে টেনে এনে Rainy Season agg, বা Damp Weather agg, লেখা যাবে না। তা লিখতে গেলে ভালো করে পর্যবেক্ষন ভিত্তিক সঠিক রিপোর্ট আগে পেতে হবে। কারন একটি সামান্য Particular কে General করার অাগে অন্ততঃ ১০ বার ভাবতে হবে ।

No comments:

Post a Comment