ব্লু হোয়েল গেমে অংশ নেয়া নিরুত্সাহিত করতে হাইকোর্ট মোবাইল ইন্টারনেটে ‘রাতের বিশেষ অফার’ ছয় মাসের জন্য বন্ধের নির্দেশের পর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি জানিয়েছে, কোন প্যাকেজ ক্ষতিকর তা পর্যালোচনা করার পর পদক্ষেপ নেয়া হবে।
এ ব্যাপারে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে, আমরা পর্যালোচনা করে দেখব কোন কোন প্যাকেজ ক্ষতিকারক। ক্ষতিকারক হলে অবশ্যই আমরা বন্ধ করে দেব। আগে এ ধরনের অনেক প্যাকেজ অপারেটররা আনত, বিটিআরসির পদক্ষেপের পর তা অনেক কমে গেছে।
তিনি বলেন, ইন্টারনেটের ওপর ভিত্তি করে যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত উপযুক্ত সময়। সব রাতের প্যাকেজ র্যানডমলি বন্ধ করে দিলে ব্যবসায় ক্ষতি হতে পারে। সেজন্য আমরা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্যাকেজ দেখব এবং ক্ষতিকর হলে তা বন্ধ করে দেব।
এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, হাইকোর্টের আদেশ তারা মানতে বাধ্য। এসএমএসের মাধ্যমে মার্কেটিংয়ের জন্য অপারেটরদের রাত্রিকালীন প্যাকেজ অফার বন্ধ করে দেয়া হয়েছে। রাতের ‘বিশেষ ইন্টারনেট অফার’ বন্ধও এর কাছাকাছি বলে মনে করি।
এদিকে অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব) বলেছে, কোনো ইন্টারনেট প্যাকেজ বন্ধ করে ব্লু হোয়েল গেম সমস্যার সমাধান সম্ভব না।
অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির জানান, ইন্টারনেট ব্যবহার কীভাবে নিরাপদ করা যায়, সে বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। অ্যামটবের পক্ষ থেকেও সচেতনতা তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে। কিন্তু এ ধরনের অফার বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়।
গ্রাহক সংখ্যার দিক দিয়ে দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন এক বিবৃতিতে বলেছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রতিষ্ঠান হিসেবে তারা এ বিষয়ে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে। গ্রামীণফোনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬১ টাকায় তাদের ২ জিবির একটি রাতের ইন্টারনেট অফার রয়েছে। গ্রাহক সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম অপারেটর রবির কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, বর্তমানে রাতের জন্য তাদের বিশেষ কোনো ইন্টারনেট প্যাকেজ নেই।
বাংলালিংকেরও রাতের একটি ইন্টারনেট অফার রয়েছে, তবে তা রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত। প্রতিষ্ঠানটির কেউ এ বিষয়ে কথা বলতে চাননি। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে আগস্ট পর্যন্ত দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ৭১ লাখের বেশি। এর মধ্যে ৭ কোটি ১৮ লাখের বেশি গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।
রাতের বিশেষ ইন্টারনেট অফার বন্ধের পাশাপাশি ব্লু হোয়েলে এ জাতীয় ইন্টারনেটভিত্তিক গেমে আসক্তদের চিহ্নিত করে কাউন্সেলিংয়ের পাশাপাশি অভিজ্ঞদের নিয়ে ‘মনিটরিং সেল’ গঠন করতে বলেছে হাইকোর্ট। এ বিষয়ে জানতে চাইলে তারানা হালিম বলেন, আদালতের আদেশের কপি পেলে সুনির্দিষ্ট পরামর্শ অনুযায়ী ‘অবশ্যই’ মনিটরিং সেল গঠন করা হবে।
তিনি বলেন, ক্ষতিকর গেম নিয়ে ইতিমধ্যে মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট গেটওয়ে আইআইজিগুলোকে নির্দেশনা নেয়া হয়েছে এবং বিটিআরসিকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে সরকার। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা বাড়তি চাপ হিসেবে কাজ করবে। গেমের লিংক বন্ধের বিষয়ে তিনি বলেন, এগুলো সুনির্দিষ্টভাবে পাওয়া কঠিন, তারপরও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
No comments:
Post a Comment