eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, October 23, 2017

প্রথম টাইপ রাইটার আবিষ্কার

 



জোহান গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কার করার পর উদ্ভাবকদের মাথায় নতুন আইডিয়া ভর করল। আচ্ছা ছোট খাট ছাপা খানা বানানো গেলে কেমন হয়! যেই ভাবা সেই কাজ। আইডিয়াবাজরা কাজে লেগে গেলেন। প্যাটেন্ট বই ঘাটলে দেখা যাবে ১৭১৪ সালে ইংল্যান্ডের নাগরিক হেনরি মিল টাইপরাইটারের মত কোন যন্ত্রের প্যাটেন্ট নিয়েছিলেন। যদিও মিলের যন্ত্রের কোন নাম নিশানা এখন খুঁজে পাওয়া যায় না। ১৮২৯ সালে মিশিগানের ডেট্রয়েট শহরের উইলিয়াম বাট তার লেখার যন্ত্রের প্যাটেন্ট নেন। এই যন্ত্রে অক্ষরগুলো একটি ঘুর্ণায়মান ফ্রেমের উপর সাজানো থাকতো। বাটের মেশিনে একটা সমস্যা ছিলো। কাগজে একটি অক্ষর মূদ্রিত হতে অনেক সময় লাগতো। এক পাতা টাইপ করতে যে সময় ব্যয় হত সেই একই সময়ে কয়েক পাতা হাতে লিখে ফেলা যেত। সে জন্য বাটের লেখার যন্ত্র খুব বেশী আলোড়ন ফেলতে পারেনি।

 

১৮৬৭ সালে উইসকনসিনের প্রিন্টার পাবলিশার এবং পলিটিশিয়ান জনাব ক্রিস্টোফার ল্যাথাম সোলস , কার্লোস গ্লিডেন এবং স্যামুয়েল সোলের সহায়তায় প্রথম পূর্নাংগ টাইপ রাইটার তৈরী করেন। তিনি ১৮৭৪ সালে নিউইয়র্কের প্রখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্টান “রেমিংটন এন্ড সনস অফ লায়ন” এর নামে প্যাটেন্টের লাইসেন্স নেন। “রেমিংটন মডেল ১” বাণিজ্যিক ভিত্তিতে প্রথম বাজারে আসা টাইপ রাইটার। ল্যাথামের টাইপরাইটারের উপর ভিত্তি করে ১৮৭২ সালে আমেরিকায় টমাস আলভা এডিসন প্রথম বৈদ্যুতিক টাইপরাইটার তৈরী করেন। কিন্তু ১৯৫০ সালের আগ পর্যন্ত ইলেক্ট্রিক টাইপরাইটার সেভাবে জনপ্রিয়তা পায়নি। ১৮৭৩ সালে রেমিংটন এন্ড সনস বিপুল পরিমানে ল্যাথামের টাইপরাইটার বাজারজাত করে। ১৯৭৮ সালে অলিভেট্টি কোম্পানী এবং জাপানের ক্যাসিও কোম্পানী বৈদ্যুতিক টাপরাইটারের উন্নয়নে বেশ ভূমিকা রাখেন। কম্পিউটারের বদৌলতে টাইপরাইটারের উপযোগীতা ফুরিয়ে গেছে কিন্তু তাদের অবদান ফুরিয়ে যায় নি এখনো। আজকের লেখার মাধ্যমে আমি ল্যাথাম এবং এডিসনের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এডিসন আমার জন্য এক মহাবিস্ময়! পৃথিবীর অধিকাংশ কাজপাগল বিজ্ঞানী ব্যবসা সম্পর্কে খুব একটা সচেতন ছিলেন না। কিন্ত এডিসন ছিলো তাদের ব্যতিক্রম। মেধা, প্রতিভা, দক্ষতার চরম সমন্বয় ঘটেছে এডিসনে।

 

No comments:

Post a Comment