ইংরেজীতে Parts of Speech আট প্রকার।যথা:-
1). #Noun_বিশেষ্য:-
সংক্ষেপে A noun is a naming word.
অর্থাৎ যে সমস্ত শব্দ শুধু মাত্র নাম বুঝাবে তাকে noun বলে।
Noun শব্দটা আসছে name (অর্থাৎ নাম) থেকে।Name এর Adjective হলো Nominal এবং এর Noun হলো Noun.
সুতরাং যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রানী, পদার্থ, কর্ম বা গূনের নাম প্রকাশ করে তাকে Noun বলে।
#__________Noun_দুই_প্রকার________
1). Concrete Noun.
2). Abstract Noun.
#Concrete_Noun:-
যে সব noun এর বাহ্যিক আকৃতি রয়েছে এবং যাদেরকে প্রত্যক্ষ করা যায় তাদেরকে Concrete Noun বলে। যেমন :- Hasan,milk,Elephant, Silver, Group, Army প্রভৃতি।
#Abstract_Noun:-
যে Noun দ্বারা গূনাবলী বা কোন অবস্থা প্রকাশ করে অর্থাৎ যার আকৃতি নেই বা স্পর্শ করা যায় না তাকে Abstract Noun বলে।
যেমনঃ Beauty, Laughter, Freedom, Love, Poverty,Silence, Age, Theft, Journey প্রভৃতি
#Concrete_Noun_চার_প্রকার_______:-
1)#Proper_Noun :-
যে Noun দ্বারা নিদিষ্ট করে কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝালে তাকে Proper noun বলে।যেমনঃ
English (বিষয়ের নাম), padma, Chittagong, Tanin, Himi প্রভৃতি।
2) #Common_Noun:-
যে Noun দ্বারা একজাতীয় কিংবা সমজাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রানীর সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
যেমন :- Man, women, Boy, Girl, District প্রভৃতি।
3) #Collective_Noun:-
যে Noun দ্বারা একজাতীয় কিংবা সমজাতীয় কোন ব্যক্তি, বস্তু, প্রানীকে সমষ্টির ভিত্তিতে প্রকাশ করা হয় তাকে Collective Noun বলে।
যেমনঃ Navy, Group, Army, Crowd, Flock, Gang প্রভৃতি।
4) #_Material_Noun:-
যে Noun দ্বারা কোন পদার্থ বা বস্তুর সমুদয় অংশকে অখণ্ডরূপে বুঝায় তাকে Material Noun বলে।
যেমনঃ Rice, Salt, Stone, Gold, Wood, Sand প্রভৃতি।
গণনার দিক থেকে Noun দুই প্রকার।
1) Countable Noun.
2) Uncountable Noun.
1) #Countable_Noun:-
যে Noun গণনাযোগ্য তাকে Countable Noun বলে।
যেমনঃ Cow, Dog, Ramgonj, Jasmin, Army, Navy, প্রভৃতি।
2) #Uncountable_Noun:-
যেসব Noun গণনাযোগ্য নয় তাকে Uncountable Noun বলে।
#বিঃদ্র Material ও Abstract Noun সংখ্যার ভিত্তিতে গণনা বা count করা যায় না এজন্য এগুলোকে Uncountable Noun বলে।
যেমনঃ Milk, kindness, wisdom jute, rice,water প্রভৃতি।
●● Noun এর উপর যেসব প্রশ্ন বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছিল:-
● What kind of noun is girl??
Ans:- common noun (10 BCS)
● What kind of noun is "cattle"?
Ans:- collective noun.
● Which one is common noun truth/victory/bank/length? ?
Ans:- Bank.
● Which one Is collective noun june/team/month/envelope? ?
Ans:- team.
● what types of noun kindness ??
Ans:- Abstract Noun.
● The word gold is a ___ Noun? ?
Ans material noun.
●What kind of Speech is 'Go' ??
Noun.
● Generalisation is a___?
Ans:- Noun. (21 BCS)
● Frequency is a __?
Ans : (Noun 25 Bcs)
● Noun of the word" brief"??
Ans :- Brevity
● Concession is a __?
Ans:- Noun (31 BCS)
● Which of the noun of "very"?
Ans :- Variety
● Which of the noun of "waste"??
Ans :- Wastage (12 BCS)
#_______Parts_of_Speech__________
(2)
#Pronoun_সর্বনাম:-
Pro (পরিবর্তে) Noun (বিশেষ্য/নাম) = নামের পরিবর্তে ব্যবহৃত শব্দই Pronoun.
A Pronoun is a substituiting word.
সুতরাং Noun এর পরিবর্তে বসে যে word উক্ত Noun কেই নির্দেশ করে তাকে Pronoun বলে।
যেমনঃ
• Sahed could complete (his) task in time.
• They respect (him) very much.
• (He) could hear (her).
এখানে His, They, Him, He, Her এগুলো Pronoun হিসাবে ব্যবহৃত ।
#Classification_of_Pronoun:-
Pronoun আট প্রকার। Pronoun এর সব খেলা কিন্তু এই আট প্রকারের মধ্যে। এই আট প্রকারের সংঙ্গার কোন প্রয়োজন নেই তবে খুব ভালো করে জানতে হবে এই আট প্রকারের মধ্যে কোন Pronoun গুলোর অবস্থান। ঐ Pronoun চিহ্নিত করা হলে চলবে।
1) #Personal_Pronoun:-
I, We, He, She, They, You, ইত্যাদি।
2) #Demonstrative_Pronoun:-
This, These, Those, That, it, Such, There ইত্যাদি।
3) #Interrogative_Pronoun:-
who, which, whose, what, whom, ইত্যাদি।
4) #Relative_Pronoun:-
Who; which, whose, whom, that, but,
such....as, the same.....as, ইত্যাদি।
5) #Indefinite_Pronoun:-
One, some, Any, none, both, many, nobody, somebody, anybody, everyone, all ইত্যাদি।
6) #Distributive_Pronoun:-
Each Every Either Neither ইত্যাদি।
7) #Reflexive_Pronoun:-
Myself, Ourselves, Yourself, himself,herself ইত্যাদি।
8) #Reciprocal_Pronoun:-
Each other, one another ইত্যাদি।
এই প্রকারভেদের মধ্যে যে Pronoun গুলো অবস্থান করে তা ভালো ভাবে জানতে হবে।
#Pronoun থেকে বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয়;:-
● who, which, what are _?
Ans:- interrogative Pronoun (15 BCS)
● A word that takes the place of noun is called_? Pubali bank 05
Ans :- Pronoun.
● one should be careful about __ duty?
Ans :- one's (23 BCS )
● The man __ stole my bag was tall.
Ans :- who (26 BCS)
● My uncle has three sons, ___ work in the same office.
Ans:- all of whom (15 BCS)
● Many market is the __ inter bank borrowing and landing takes place,
Ans :- where (jamuna bank 09)
● 'I cut myself".Here myself is..?
Ans : Reflexive Pronoun
● which one of the reflexive Pronoun? ?
Ans :- himself.
● Which is demonstrative Pronoun?
Ans:- those (10 শিক্ষক নিবন্ধন
No comments:
Post a Comment