# # বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়।এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে।
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটিঃ
১। ধ্বনিতত্ত্ব: ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় গুলো:ধ্বনির উচ্চারণ প্রণালী,উচ্চারণের স্থান,ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস,সন্ধি,ধ্বনির পরিবর্তন,ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
২। শব্দতত্ব বা রুপতত্ত্ব:শব্দ,শব্দের গঠন,বচন,লিঙ্গ,কারক,উপসর্গ,অনুসর্গ,বিভক্তি,ধাতু,শব্দরূপ, সমাস,প্রকৃতি ও প্রত্যয়,ক্রিয়ার কাল,শব্দের ব্যুৎপত্তি ইত্যাদি।
৩। বাক্যতত্ত্ব বা পদক্রম :বাক্যের গঠন প্রণালী,বাগধারা,বিরাম চিহ্ন,পদক্রম, পদের স্থান,পদ পরিবর্তন,বাক্য সংযোজন,বাক্য সংকোচন,প্রবাদ-প্রবচন ইত্যাদি।
৪। অর্থতত্ত্ব:শব্দের অর্থবিচার,বাক্যের অর্থবিচার,অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন-মুখ্যার্থ,গৌণার্থ,বিপরীতার্থ,ইত্যাদি।
###কেউ কেউ বলে ছয়টি:
৫।ছন্দ ও অলঙ্কার প্রকরণ।
৬।অভিধানতত্ত্ব।
No comments:
Post a Comment